Astronomer CEO, Coldplay Concert Video
বিতর্কের মধ্যে পদত্যাগ করলেন অ্যাস্ট্রোনমার সিইও। প্রখ্যাত মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাসট্রোনমার-এর চিফ এক্সিকিউটিভ অফিসারের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যান্ডি বাইরন। সমাজমাধ্যমে যার নতুন পরিচিতি এখন ‘ভাইরাল সিইও’। সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি দৃশ্য ভাইরাল হতেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে তার বিরুদ্ধে।
‘ভাইরাল সিইও’ অ্যান্ডি বাইরনকে বিরুদ্ধে বিতর্কের সূত্রপাত হয়েছিল বেশ কয়েকদিন আগে। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে মার্কিন রক ব্যান্ড কোল্ডপ্লে’র একটি কনসার্ট দেখতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার সংস্থারই কর্মী চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। কনসার্ট চলাকালীন আচমকা ‘কিস ক্যাম’ স্ক্রিনে ধরা পড়ে যায় তাদের অন্তরঙ্গ মুহূর্ত। তার পর থেকেই দানা বাঁধে বিতর্ক।
শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, কনসার্ট শো চলাকালীন হঠাৎই বাইরন আর ক্রিস্টিনের উপর স্পটলাইট গিয়ে পড়ে। সেসময় তারা একে অপরকে জড়িয়ে ধরে গানের তালে নাচ করছিলেন। আচমকা ‘কিস ক্যাম’ তাদের ওপর পড়ায় প্রথমে হকচকিয়ে যান দুজনেই। তারপর চটজলদি ক্যামেরা থেকে মুখ লোকানোর চেষ্টা করেন। স্পটলাইট থেকে পালাতে দেখে কোল্ডপ্লে-র প্রধান গায়ক ক্রিস মার্টিনও স্টেজ থেকে তাদের কটাক্ষ করেন।
আরও পড়ুন – শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে সমাজমাধ্যমে ভুয়ো পোস্ট, গুজবে কান দিতে বারণ করল কলকাতা পুলিশ
এই ভিডিও (সিবুলেটিন ডট কম যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি) ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। মুহূর্তের মধ্যেই তাদেরকে চিনে ফেলে সমালোচনা করতে শুরু করেন নেটিজজেনরা। জোরালো দাবি উঠতে শুরু করে অ্যাসট্রোনমার সিইও পদ থেকে তাকে সরিয়ে দের। চাপের মুখে বাইরনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। অবশেষে শনিবার সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে বাইরন পদত্যাগ করছেন। অ্যাস্ট্রোনমার-এর সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান কর্মকর্তা পিট দেজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন।
যদিও পদত্যাগ করার পরেও সংস্থার সঙ্গে বাইরনের যোগাযোগ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী কোম্পানির সাইট থেকে তার নাম এখনো সরানো হয়নি। এমনকি বোর্ড অফ ডিরেক্টরস এর তালিকায় এখনও অ্যাস্ট্রোনমার সিইও’র নাম বহাল আছে। তবে এটা প্রযুক্তিগত ত্রুটি কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। যদিও বাইরনের লিঙ্কডইন প্রোফাইল পেজটি প্রাইভেট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন – ‘ভারতের প্রথম সারমেয় চিত্রশিল্পী’ হিসেবে পেয়েছে তকমা, তার আঁকা ছবিতে এককথায় মুগ্ধ গোটা সমাজমাধ্যম
অ্যাস্ট্রনমার হলো আমেরিকার প্রখ্যাত ডাটা অপারেশন সংস্থা। ডেটা এনালাইসিস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে অ্যাস্ট্রোনমার। সংস্থার উচ্চপদে অ্যান্ডি বাইরনের স্ত্রী মেগানও রয়েছেন। কিন্তু এই ঘটনার পর মেগান তাঁর নাম থেকে পদবী আর রাখেননি।
বাইরনের পদত্যাগের পর সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমস্যার সমাধানের কাজ আগের মতই চালিয়ে নিয়ে যাবে। সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে পরবর্তী স্থায়ী সিইও-কে নিয়ে আসার প্রচেষ্টা চলছে।
তথ্যসুত্র- News18