Thursday, November 27

বিনোদন

অর্জুন দত্তর ‘ডিপ ফ্রিজ’- বিচ্ছেদের মধ্যে সুতোর টান

এর আগেও অব্যক্ত, শ্রীমতী, গুলদস্তার মত ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন পরিচালক অর্জুন দত্ত। আর ডিপ ফ্রিজ তো জাতীয় সন্মান এনে দিল তার ঘরে।
অর্জুন দত্তর ‘ডিপ ফ্রিজ’- বিচ্ছেদের মধ্যে সুতোর টান
‘ডিপ ফ্রিজ’- বিচ্ছেদের মধ্যে সুতোর টান। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

Arjunn Dutta’s Deep Fridge

জাতীয় পুরস্কারের মুকুট মাথায় এসেছিল আগেই। ৭১তম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা জিতে নিয়েছিল অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘ডিপ ফ্রিজ’। সেই থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবিটি। জাতীয় পুরস্কার পেলেও এই ছবি এখনো বড় পর্দায় মুক্তি পায়নি। তারই অপেক্ষায় ছিলেন ছবির কলাকুশলী থেকে শুরু করে আপামর দর্শকরা। তবে খুশির খবর, এই নভেম্বরেই মুক্তি পাবে ছবিটি। তার আগে মঙ্গলবার মুক্তি পেল ছবির ট্রেলার।

ছবির ট্রেলারে ধরা পড়েছে দাম্পত্য জীবনের গভীর সম্পর্কের টানাপোড়েন। স্বর্নাভ আর মিলির সুখী দম্পতির জীবনে ঘটে যাওয়া নানান ছোটখাট ঘটনা নিয়ে আবর্তিত হয় গল্প। ভালোবাসা, হাসি, আর একমাত্র সন্তানকে ঘিরে তাঁদের পরিপূর্ণ সংসার। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ছেদ পড়ে। বিবাহবার্ষিকীর রাতে স্বর্নাভর এক ভুল সিদ্ধান্ত বদলে দেয় সবকিছু। সেই ভুল মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী। ফলে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।


অর্জুন দত্তর ‘ডিপ ফ্রিজ’- বিচ্ছেদের মধ্যে সুতোর টান

সম্পর্কের রহস্য। ডিপ ফ্রিজ। ছবি- ইনস্টাগ্রাম

 

গল্প এখানেই শেষ নয়। সম্পর্কের ইতি টানলেও স্মৃতির মায়াজাল ভেঙে বেরোনো কি অত সহজ? ‘ডিপ ফ্রিজ’ সেই গল্পের কথাই বলে। দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হলেও আবেগের বন্ধন তারা ছিঁড়তে পারে না। বিচ্ছেদের পর একে অপরকে ভুলতে না পারার যন্ত্রণায় বিদ্ধ হয় তারা। স্বর্ণাভ পুনরায় বিয়ে করে নতুন জীবনে পা রাখলেও, মিলি তাঁর সন্তানকে নিয়েই বেঁচে থাকার অর্থ খোঁজে। জীবনের কঠিন বাস্তবতার মাঝে ভালোবাসা, অনুশোচনা ও স্মৃতির শীতল স্পর্শে মিলেমিশে তৈরি হয় এই গল্পের আবহ।

এই ছবির দুই মুখ্য চরিত্র- স্বর্ণাভ আর মিলির ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। আবির ও তনুশ্রীর পাশাপাশি ছবিতে রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায় ও অনুরাধা মুখোপাধ্যায় ও লক্ষ্য ভট্টাচার্য।

এক কথায়, ‘ডিপ ফ্রিজ’ কেবল একটি বিচ্ছেদের গল্প নয়। এই ছবি সম্পর্কের পরবর্তী অধ্যায়ের কথা। অর্জুন দত্ত বরাবরই মানুষের অনুভূতি ও সম্পর্কের রহস্য ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত। ‘ডিপ ফ্রিজ’ তাঁর সেই সংবেদনশীল সৃষ্টিগুলির মধ্যে অন্যতম। এর আগেও অব্যক্ত, শ্রীমতী, গুলদস্তার মত ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। আর ডিপ ফ্রিজ তো জাতীয় সন্মান এনে দিল তার ঘরে। যাই হোক, পরিচালকের স্বপ্ন ছিল বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে। সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। আগামী ২১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘ডিপ ফ্রিজ’।

 

FAQ: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

  • ‘ডিপ ফ্রিজ’ ছবির পরিচালক কে?
    – ‘ডিপ ফ্রিজ’ ছবিটি পরিচালনা করেছেন অর্জুন দত্ত।
  • ‘ডিপ ফ্রিজ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কোন অভিনেতা-অভিনেত্রী?
    – ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী ।
  • ‘ডিপ ফ্রিজ’ পেক্ষাগৃহে মুক্তি পাবে কবে?
    – আগামী ২১ নভেম্বর, ২০২৫ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

 

আরও পড়ুন – আবার আসছে ‘রাউডি রাঠোর’, তবে এবার বাদ অক্ষয়

আরও পড়ুন – শরীর নিয়ে তামান্না ভাটিয়ার খোলামেলা স্বীকারোক্তি

ফলো করুণ-