Wednesday, January 28

বিনোদন

প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গান গাইবেন না সুরের জাদুকর অরিজিৎ সিং

বিগত এক দশকেরও বেশি সময় ধরে অরিজিৎ সিংয়ের গানের মূর্ছনায় মুগ্ধ হয়েছে বলিউড এবং টলিউডের বিনোদন জগৎ। সম্প্রতি ‘ধুরন্ধর’, ‘ব্যাটল অফ গালওয়ান’ এবং ‘বর্ডার ২’ ছবিতে তাঁর গাওয়া গানে মোহিত হয়েছে অসমুদ্রহিমাচল।
প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গান গাইবেন না সুরের জাদুকর অরিজিৎ সিং
সুরের জাদুকর অরিজিৎ সিং। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

সুরের জাদুকর অরিজিৎ সিং

প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন সুরের জাদুকর অরিজিৎ সিং। যাঁর কন্ঠ ছাড়া আধুনিক সিনেমার গান ভাবাই যায় না, সেই অরিজিৎ সিং আর কোনোদিন ছায়াছবির গান গাইবেন না। মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায়, তাঁর ব্যক্তিগত এক্স (সাবেক ট্যুইটার) অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি।

বিগত এক দশকেরও বেশি সময় ধরে অরিজিৎ সিংয়ের গানের মূর্ছনায় মুগ্ধ হয়েছে বলিউড এবং টলিউডের বিনোদন জগৎ। সম্প্রতি ‘ধুরন্ধর’, ‘ব্যাটল অফ গালওয়ান’ এবং ‘বর্ডার ২’ ছবিতে তাঁর গাওয়া গানে মোহিত হয়েছে অসমুদ্রহিমাচল। কিন্তু আচমকা তাঁর এমন সিদ্ধান্তে একরকম হতবাক তাঁর ভক্ত থেকে অনুগামীরা।

এক্স হ্যান্ডেলে অরিজিৎ সিং লেখেন, ‘সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা আমাকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করব না। এখানেই শেষ করছি এই অধ্যায়। এই সফর ছিল অসাধারণ। আমার প্রতি ঈশ্বর সত্যিই সদয় ছিলেন।’

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@arijitsingh)

তবে এর সঙ্গে শিল্পী জানিয়েছেন, এখনই তিনি সংগীতজগৎ থেকে বিদায় নিচ্ছেন না। তিনি লিখেছেন, ‘সংগীতের একজন একনিষ্ঠ অনুরাগী হিসেবে আমি আরও শিখতে চাই এবং কাজ করতে চাই। এখনও আমার কিছু অসমাপ্ত কাজ বাকি রয়েছে। সেগুলো পূরণ করতে চাই। তাই চলতি বছরে আমার কিছু গান মুক্তি পেতে পারে। আমি স্পষ্ট করে বলতে পারি যে আমি সঙ্গীত সৃষ্টি বন্ধ করব না।’

অরিজিৎ সিংয়ের এমন হঠাৎ সিদ্ধান্তে মর্মাহত তাঁর ভক্ত এবং অনুরাগীরা। তাঁরা এতটাই অবাক হয়েছেন যে, কেউ কেউ বিশ্বাস করতেই পারছেন না যে তাদের প্রিয় গায়ক এইরকম কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মাত্র ৩৮ বছর বয়সেই আচমকা প্লেব্যাক সিঙ্গার থেকে সরে দাঁড়ানো যেন বিনা মেঘে বজ্রাঘাতের মতন। যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে, সিনেমায় না গাইলেও তাঁর মিউজিক্যাল কেরিয়ারে আপাতত এখনই তিনি ইতি টানছেন না।

‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শো দিয়েই ২০০৫ সালে কেরিয়ারে পা রেখেছিলেন অরিজিৎ সিং। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ লড়াই করেছেন। ২০১৩ সালে ‘আশিকি ২’ ছবিতে ‘তুম হি হো’ গান দিয়েই মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন অরিজিৎ সিং। সেই গান তাঁকে রাতারাতি খ্যাতির শিখরে এনে দেয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক তাঁর গান দিয়ে তিনি মন্ত্রমুগ্ধ করেছেন শ্রোতাদের। তাঁর অসাধারণ কণ্ঠের জোরে তিনি বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য কন্ঠে পরিণত হয়েছেন। মেল প্লেব্যাক সিঙ্গার এবং অরিজিৎ সিং ক্রমে সমার্থক হয়ে উঠেছে। তবে সম্প্রতি ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে ‘মাতৃভূমি’ গানটি মুক্তি পাওয়ার পরপরই তাঁর এই ঘোষণা বিনোদন জগতে শূন্যতা সৃষ্টি করেছে। তবে তাঁর কন্ঠ এখনো শুনতে পাবে তাঁর অনুরাগীরা, তেমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। নতুনভাবে তাঁকে ফিরে পাওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষায় থাকতে হবে তাদের।

 

আরও পড়ুন – পদ্ম পুরস্কার ২০২৬: বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও ১০ জন, দেখুন তালিকা

আরও পড়ুন – সারা আলি খানকে নিয়ে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

ফলো করুণ-