Friday, January 9

বিনোদন

নিজের এআই সম্পাদিত ছবি দেখে বেজায় ক্ষুব্ধ কঙ্গনা রানাওয়াত

শুধু কঙ্গনা নয়, এর আগে অনেক অভিনেতা-অভিনেত্রীর ছবি এআই দিয়ে সম্পাদিত করে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে।
নিজের এআই সম্পাদিত ছবি দেখে বেজায় ক্ষুব্ধ কঙ্গনা রানাওয়াত
ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রানাওয়াত। ছবি- ইনস্টাগ্রাম।

কঙ্গনা রানাওয়াত

মাজ মাধ্যমে নিজের এআই সম্পাদিত ছবি দেখে বেজায় ক্ষুব্ধ কঙ্গনা রানাওয়াত। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে এবার সরব হয়েছেন সাংসদ-অভিনেত্রী। তাঁর অভিযোগ, এআই ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করা হয়েছে এবং ছবিগুলি দেদার ঘুরে বেড়াচ্ছে গোটা সমাজমাধ্যম জুড়ে। এমন এমন পোশাকে এবং মেকআপে তাঁকে দেখানো হয়েছে, যেসব পোশাক তিনি কখনোই পরেননি। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে তৈরি করা হয়েছে এইসব ছবি। তাঁর বক্তব্য, আসল ছবিটি তোলা হয়েছিল সংসদের সামনে। তখন তিনি শাড়ি পরে ছিলেন। কিন্তু সেই ছবিই এখন বিভিন্নভাবে বিকৃত করে ব্যাপক শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কঙ্গনা তাঁর ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার না করার আবেদন করেছেন।

বলা বাহুল্য, ইদানিং বলি তারকাদের এআই সম্পাদিত ছবি একরকম ছেয়ে গেছে নেটদুনিয়ায়। শুধু কঙ্গনা নয়, এর আগে অনেক অভিনেতা-অভিনেত্রীর ছবি এআই দিয়ে সম্পাদিত করে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে। অনুমতি ছাড়াই এইসব ছবি তৈরি করা বা শেয়ার করা যে-কারও ব্যক্তিগত স্বাধীনতা এবং ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করা হচ্ছে। কোন পোশাকে কাকে কেমন লাগবে তা প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ। সেখানে অনুমতি ছাড়া প্রযুক্তির ব্যবহার মোটেই কাঙ্খিত নয় বলে মত অধিকাংশর।

 

তথ্যসূত্র- সংবাদমাধ্যম

আরও পড়ুন – প্রকাশ্যে ‘এলিজাবেথ’ চরিত্রে হুমা কুরেশির টক্সিক লুক

আরও পড়ুন – ছবি বাছাইয়ে তাক লাগানোর মত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী

ফলো করুণ-