Aneet Padda’s Next Release
সম্প্রতি আলোচনার শীর্ষে রয়েছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। একই সঙ্গে বলিউডে নতুন মুখদের মধ্যে অন্যতম আলোচিত মুখ অনীত পাড্ডা। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবির বিপুল সাফল্যের পর নবাগত অভিনেত্রীকে নিয়ে দর্শক মহলে উত্তেজনা ও আলোচনা তুঙ্গে। তার সংলাপ আর অভিনয় মন কেড়েছে সবার। অন্যদিকে, বিটাউনে শুরু হয়েছে অন্য এক জল্পনা। শোনা যাচ্ছে খুব শিগগিরই পর্দায় ফিরছেন অনীত। তবে এবার থিয়েটারে নয়, ওটিটি প্লাটফর্মে।
খবর অনুযায়ী, আসন্ন ‘ন্যায়’ সিরিজে ১৭ বছর বয়সী এক দুঃসাহসিক কিশোরীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনীতকে। ‘সাইয়ারা’ ছবিতে তাকে যেমনভাবে দেখা গিয়েছিল সেই হিসেবে এখানে তার চরিত্র সম্পূর্ণ বিপরীত। শোনা যাচ্ছে, যৌন নির্যাতনের শিকার হয়ে প্রভাবশালী এক ধর্মগুরুর বিরুদ্ধে লড়াই করবেন তিনি। এখানে অনীত মিষ্টি স্বভাবের ‘বাণী বাত্রা’ নয়, বরং রাগ আর ক্ষোভের আগুনে জ্বলতে থাকা প্রতিবাদী একটি চরিত্র।
জানা গেছে, ‘ন্যায়’ সিরিজ হল আদতে একটি কোর্টরুম ড্রামা। সামাজিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, নৈতিকতা বনাম বাস্তবতা, আইনী ব্যবস্থা, সর্বোপরি গর্জে ওঠা এক নারীর সংগ্রাম- সব মিলেমিশে তৈরী হয়েছে এই সিরিজের কাহিনী। এক মামলার জোট খুলতে গিয়ে উন্মোচন হবে সমাজের আসল মুখ। ‘ন্যায়’ সিরিজে অনীতের এরকম বাস্তবধর্মী চরিত্র যে তার কেরিয়ারে যথেষ্ট চ্যালেঞ্জের হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন – What Happens After Death: ১ ঘণ্টার ‘সাময়িক মৃত্যু’, সেসময় নিজেই দেখলেন নিজের প্রাণহীন শরীরকে
প্রতিবেদন অনুসারে, আসন্ন ‘ন্যায়’ সিরিজে অনীতকে ফতিমা সানা শেখের সঙ্গে একসাথে দেখা যাবে। ফতিমা এই সিরিজে অভিনয় করেছেন জাঁদরেল পুলিশ অফিসারের চরিত্রে। অন্যান্য চরিত্রে এখানে দেখা যাবে অর্জুন মাথুর, রঘুবীর যাদব এবং রাজেশ শর্মার মত অভিজ্ঞ অভিনেতাদেরকেও। সিরিজটি পরিচালনা করেছেন নিত্যা মেহরা ও করণ কাপাডিয়া। নিত্যা মেহরা এর আগে ‘বার বার দেখো’, ‘মেড ইন হেভেন’ এবং বিগ গার্লস ডোন্ট ক্রাই’-এর মত প্রজেক্টে কাজ করেছেন।
আরও পড়ুন – Avatar 3 Official Trailer: দেখুন জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির অফিসিয়াল ট্রেলার
বছরের সেরা জেন-জেড সেনসেশন এখন অনীত পাড্ডা। তাকে নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। নতুন চরিত্রে আবার তাকে কবে দেখা যাবে, এই নিয়ে চলছে জোর চর্চা। তবে বিষয় হল, রোম্যান্টিক ড্রামা ‘সাইয়ারা’র ব্যাপক সাফল্যের পর নবাগত অভিনেত্রী হিসেবে হঠাৎ করে অনীত কেন এরকম চরিত্রে নাম লেখালেন।
এর কারণ হল, ‘ন্যায়’ সিরিজটি শ্যুট করা হয়েছিল ‘সাইয়ারার’ আগেই। তাই এটি কোনো নতুন চমক নয়, বরং পুরনো। কারণ অনীত যখন সাইয়ারা সিনেমার অডিশনে ডাক পাননি তার আগেই সিরিজের কাজ শেষ হয়ে যায়। এই সিরিজটি হলো তার কেরিয়ারের একেবারে প্রথম দিকের প্রজেক্ট। পার্থক্য শুধু এইটুকু যে এটি মুক্তি পাচ্ছে এমন একটি সময় যখন সে জনপ্রিয়তার শিখরে।