Gayatri Devi and Ananya Pandey
সম্প্রীতি একটি ফটোশ্যুটে জয়পুরের মহারানি গায়ত্রী দেবীকে শ্রদ্ধা জানালেন বলিউড গ্ল্যামার কুইন অনন্যা পান্ডে। কোচবিহারের রাজকুমারী এবং পরবর্তীকালে সোয়াই মান সিংয়ের অর্ধাঙ্গিনী গায়ত্রী দেবী ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফ্যাশন আইকন। অপার সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি। তাঁর আভিজাত্য, স্টাইল আর গ্ল্যামার আজও ফ্যাশন দুনিয়ার রোলমডেল। গায়ত্রী দেবীর কালজয়ী সেই আভিজাত্যেকে এবার অনন্যা ফুটিয়ে তুললেন আধুনিকতার মোড়কে। ফটোশ্যুটে তাঁর লুক ছিল এককথায় দুই সময়ের সেতুবন্ধন। যেখানে অতীত আর ঐতিহ্য এসে মিলিত হয়েছে আধুনিক শৈলীর পরিশীলিত নান্দনিকতায়।
ফটোশ্যুটের জন্য অনন্যা বেছে নিয়েছিলেন প্রখ্যাত ডিজাইনার মণীশ মলহোত্রার তৈরি একটি অসাধারণ সাদা কাটওয়ার্ক শাড়ি। যার আসল চমক ছিল ওর সঙ্গে জুড়ে দেওয়া ১৯৪৮ সালের একটি ভিনটেজ জ্যাক ফাথ করসেট।
একসময় ফরাসি হাউট কৌচার জগতের নিখুঁত স্থাপত্যশৈলীর প্রতীক ছিল এই জ্যাক ফাথ করসেট। করসেটের গঠন, নিপুণ বক্ররেখা ও নিখুঁত কারুকাজ যেন ঐতিহ্যবাহী ইউরোপীয় রুচির রাজকীয় মহিমা।
পুরনো দিনের এই এলিগ্যান্সকে অনন্যা সম্পূর্ণ করেছেন পান্না, মুক্তো ও হীরের অলংকার দিয়ে। সাদা শাড়ির শান্ত ঐশ্বর্যের মাঝে পান্না সবুজের ঝলক নিয়ে এসেছে পরিমিত আভিজাত্য।
নরম কার্ল করা খোলা চুল, মিনিমাল মেক আপে অনন্যার উপস্থিতি যেন জীবন্ত রাজকন্যার প্রতিমূর্তি। ইনস্টাগ্রামে ফটোফটোশ্যুটের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মহারানি গায়ত্রী দেবী সর্বদাই রেফারেন্স… ১৯৪৮ সালের একটি ভিনটেজ জ্যাক ফাথ হাউট কৌচার কর্সেট এবং একটি লেইস মনীশ মালহোত্রার শাড়ি… অসাধারণ…’
ভারতীয় ফ্যাশন জগতের অলিন্দে মহারানী গায়ত্রী দেবী এক অমর নাম। তাঁর প্যাস্টেল রঙের শিফন শাড়ি, মুক্তোর গহনা এবং অনাড়ম্বর আভিজাত্য আজও অনুপ্রেরণা জোগায় অভিনেত্রী থেকে অসংখ্য ডিজাইনারদের। শোনা যায়, শিফন কাপড় ভারতে নিয়ে এসেছিলেন তাঁর মা অর্থাৎ কুচবিহারের মহারানি ইন্দিরা দেবী।
ফ্রান্সের লিয়নে সফরকালে প্রথম এই বিলাসবহুল সিল্ক আবিষ্কার করেন ইন্দিরা দেবী। সেই ঐতিহ্যই উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন গায়ত্রী দেবী। ফটোশ্যুটে সেই রাজকীয় রুচিরই প্রতিধ্বনি ঘটিয়েছেন অনন্যা পান্ডে। আধুনিক ভারতীয় নারীর রূপে, চিরন্তন সৌন্দর্যের উত্তরাধিকার বহন করে ধরা দিলেন তিনি তাঁর অনুরাগীদের কাছে।
সব ছবি- ইনস্টাগ্রাম/@ananyapanday
আরও পড়ুন – কেমন আছেন শাইনি আহুজা? পেট চলছে কি করে?








