Friday, December 26

বিনোদন

‘মুরগির ঠ্যাং’ এখন অতীত, ২০২৫-এ পরপর হিট ছবি আর মোহময়ী লুকে আগুন ঝরালেন অনন্যা পান্ডে

একসময় যারা তাঁকে নিয়ে কটাক্ষ করতেন, তাঁরাই এখন কমেন্টবক্স ভরাচ্ছেন প্রশংসায়। সম্প্রতি ১৭তম ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হটসিটে বসে নিজের অভিনয়ের প্রশংসা পেয়েছেন খোদ অমিতাভ বচ্চনের মুখ থেকে।
'মুরগির ঠ্যাং' এখন অতীত, ২০২৫-এ পরপর হিট ছবি আর মোহময়ী লুকে আগুন ঝরালেন অনন্যা পান্ডে
অনন্যার ২০২৫ সাল। ছবি- সংগৃহীত।

অনন্যা পান্ডে

কসময় নিজের চেহারা নিয়ে ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন অনন্যা পান্ডে। শুনতে হয়েছে ‘মুরগির ঠ্যাং’, ‘দেশলাইয়ের বাক্স’-র মত তির্যক মন্তব্য। তবে সেসব এখন অতীত। সময় বদলেছে। তিনি যে কেবল সমালোচনা শুনতেই বলিউডে আসেননি, এখন ধরে ধরে তার প্রমাণ দিচ্ছেন। এমনিতে এই বলিউড কন্যার রূপে-গুণে গোটা সমাজমাধ্যম এখন উত্তাল। একের পর এক হিট ছবি আর মোহময়ী লুকে আগুন ঝরাচ্ছেন নেটদুনিয়ায়। একসময় যারা তাঁকে নিয়ে কটাক্ষ করতেন, তাঁরাই এখন কমেন্টবক্স ভরাচ্ছেন প্রশংসায়। সম্প্রতি ১৭তম ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হটসিটে বসে নিজের অভিনয়ের প্রশংসা পেয়েছেন খোদ অমিতাভ বচ্চনের মুখ থেকে। তারকা সন্তানের তকমা ঝেড়ে বলিউডে স্বমহিমায় প্রতিষ্ঠা করেছেন নিজেকে।

 

View this post on Instagram

 

A post shared by Ananya 🌙 (@ananyapanday)

২০২৫ অনন্যা পান্ডের কেরিয়ারে অত্যন্ত সফল একটি বছর। ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’ ছবিতে ব্যক্তিত্বময়ী উকিলের চরিত্রে তাঁর অভিনয় দর্শকসমাজে প্রশংসা কুড়িয়েছে। সাদা ভিন্টেজ লুকে ‘দিলরীত গিল’-এর ভূমিকায় তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা। কৌন বনেগা ক্রোড়পতির সেটে অমিতাভ বচ্চন অনন্যার সেই অভিনয়কেই বাহবা দিয়েছেন।


"'মুরগির

কটাক্ষের যোগ্য জবাব অনন্যা পান্ডে

 

এবছর ২৫ ডিসেম্বর বড়দিনেও বড়পর্দায় ফিরছেন অনন্যা। কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘তু মেরি ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরি’ ছবিতে ফিরছেন তিনি। সমীর কুমার বিদ্বান পরিচালিত এই ছবিতে অনন্যার মোহময়ী লুক এখন ভাইরাল। ট্রেলারে কার্তিকের সঙ্গে তাঁর মাখোমাখো প্রেমের উষ্ণতা ইতিমধ্যে দর্শকের নজর কেড়েছে। বছর শেষের উৎসবে এই ছবি প্রেক্ষাগৃহ জমাবে বলেই মনে করছেন পরিচালক সমীর বিদ্বান থেকে প্রযোজক করণ জোহরও।


"'মুরগির

বছর শেষের জুটি

 

২০১৯ সালে করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ এর মাধ্যমেই বলিউডে পা রাখেন অনন্যা। কিন্তু শুরুর দিকে বলিপাড়ায় খুব সহজ ছিলনা তাঁর যাত্রা। অনেক কঠিন সময় পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। নিজের শরীর নিয়েই সমালোচনা সহ্য করতে হয়েছে। তবে সব কিছুর যোগ্য জবাব যে অভিনয় সেটা বুঝতে সময় লাগেনি তাঁর।


"'মুরগির

জেন জি সেনসেশন অনন্যা পান্ডে

 

বিনোদন জগতে তাঁর প্রভাবের স্বীকৃতিস্বরুপ ২০২৫ সালেই অনন্যা ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৫’ এর তালিকায় স্থান পেয়েছেন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসেবে এবছরই তিনি প্যারিসের বিলাসবহুল ব্র্যান্ড ‘চ্যানেল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরের খেতাব অর্জন করেছেন। প্যারিস ফ্যাশন উইকে কালো কর্সেট স্কার্টে তাঁর আধুনিক লুক’কে প্রশংসা না করে উপায় ছিল না।


"'মুরগির

ফ্যাশনিস্তা

 


"'মুরগির

সাবেকি লুকে অনন্যা

 

বলা বাহুল্য, অতিহ্যবাহী ভারতীয় পোশাকেও অনন্যার গ্ল্যামার চোখজুড়ানো। সাবেকিয়ানাকে তিনি আপন করে নিতে পারেন। মোট কথা, তিনিই এখন বলিউডের জেন জি সেনসেশন। তাই ‘কেশরী চ্যাপ্টার ২’ থেকে ‘তু মেরি ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরি’ এবং বলিউডের ফ্যাশন দুনিয়া- সবখানেই অনন্যা পান্ডের অভিনয় আর লুক আলোড়ন তোলে। কারণ তিনি জানেন কটাক্ষের জবাব কিভাবে দিতে হয়।

 

সব ছবি– ইনস্টাগ্রাম

আরও পড়ুন – না ভারত, না পাকিস্তান- ‘ধুরন্ধর’ ছবির লিয়ারি শহরকে বাস্তবে কোথায় গড়ে তোলা হয়েছিল?

আরও পড়ুন – ভারত-পাকিস্তান যুদ্ধে শহীদ হন এই বীর সেনা, তাঁকে নিয়েই ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’

ফলো করুণ-