২০০০ কোটির মাইলফলক ছুঁয়ে অক্ষয় খান্না
দীর্ঘ প্রায় তিন দশকের অভিনয় জীবনে ২০২৫ সাল অক্ষয় খান্নার কেরিয়ারে সবচেয়ে সফল বছর বললে বাড়তি কিছু বলা হয় না। ২০২৫ সালে পরপর দু-দুটি ছবি বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করেছে। প্রথমে ‘ছাবা’ এবং তারপর ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনয় একদিকে যেমন তুমুল প্রশংসা পেয়েছে তেমনি বক্সঅফিস কাঁপিয়ে গড়েছে একের পর এক রেকর্ড। এতদিন যে রেকর্ড কেবলমাত্র বলিউড বাদশা শাহরুখ খানের ঝুলিতে ছিল, এবার সেই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। একটি ক্যালেন্ডার বছরে অক্ষয় খান্নার অভিনীত ছবিগুলি বক্স অফিস আয়ের নিরিখে ২০০০ কোটি টাকা পার করে ফেলেছে। যার কৃতিত্ব এর আগে কেবলমাত্র শাহরুখ খানই অর্জন করতে পেরেছেন।
২০২৫ সালটা অক্ষয় খান্নার ছিল বললে অত্যুক্তি করা হয় না। এই বছরেই মুক্তি পেয়েছে অক্ষয় খান্না অভিনীত দুটি ব্লকবাস্টার ছবি ‘ছাবা’ এবং ‘ধুরন্ধর’। লক্ষ্মণ উতরেকর পরিচালিত এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পায়। গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর এই ছবি বিশ্বব্যাপী প্রায় ৮০৮ কোটি টাকা আয় করেছিল।
এরপর ৫ ডিসেম্বর ২০২৫ মুক্তি পায় আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’। তারকাখচিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবন। এতদসত্ত্বেও, ছবিতে ‘রেহমান ডাকাইত’-এর চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় সবকিছুকে ছাড়িয়ে যায়। নেটভুবনে ভাইরাল হয়ে ওঠে তাঁর আইকনিক এন্ট্রি থেকে লুক, অভিনয় এবং বাহরিনি ‘ফ্যাসলা’ ট্র্যাকে তাঁর নাচ। বক্সঅফিসেও ব্যাপক সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’। দেশীয় আয়ের নিরিখে এই ছবি ইতিমধ্যে সবচেয়ে সফল হিন্দি ছবি হয়ে উঠেছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ‘ধুরন্ধর’ এখনো পর্যন্ত বিশ্বব্যাপী ১২১৫ কোটি টাকা আয় করেছে। সেই হিসাবে ‘ছাবা’ এবং ‘ধুরন্ধর’- এই দুই ছবির মিলিত আয় একটি বছরে ২০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সবচেয়ে অবাক করার বিষয় হল, দুটি ছবিতেই কেবল খলনায়কের চরিত্রে অভিনয় করে অক্ষয় খান্না এই সাফল্য অর্জন করেছেন। এর আগে ২০২৩ সালে ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের তিনটি ছবি ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ মিলিয়ে প্রায় ২৬৮০ কোটি টাকার বেশি আয় করেছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালের ‘হিমালয় পুত্র’ এবং তারপর জেপি দত্তের ‘বর্ডার’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন অক্ষয়। তবে প্রায় তিন দশকের এই অভিনয় জীবনে ২০২৫ সাল অক্ষয় খান্নার জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। ‘বিশেষ করে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য। পর্দার রেহমান ডাকাইতকে তিনি বাস্তবের আকার দিয়েছেন। ধুরন্ধরের লাগামহীন সাফল্যে অনুঘটকের কাজ করেছে ছবিতে তাঁর অভিনয়। তিনি প্রমাণ করে দেখিয়েছেন খান সাম্রাজ্যের বাইরে থেকেও কিভাবে ২০০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলা যায়।
আরও পড়ুন – ‘হোমবাউন্ড’-এর পর এবার অস্কারের দৌড়ে ‘দশাবতার’
আরও পড়ুন – বড়পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে রানি মুখার্জি? ‘ওহ মাই গড ৩’ ছবির কাস্টিং নিয়ে জল্পনা তুঙ্গে


