পেছল ‘ভূত বাংলা’ ছবির মুক্তির তারিখ
২০২৬-এর সবচেয়ে দীর্ঘ প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম হল প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’। অক্ষয় কুমার এবং টাবু অভিনীত এই ছবিটি প্রথমে ২০২৬-এর ২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার ছবির নির্মাতারা ঘোষণা করেছেন যে, ছবিটি ওইদিন পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। তার বদলে হরর কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাবে আগামী মে মাসে।
প্রায় ২৫ বছর পর ‘ভূত বাংলা’ ছবির মাধ্যমে আবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার এবং টাবুকে। এর আগে ‘হেরা ফেরি’ এবং ‘তু চোর ম্যায় সিপাহি’- এর মতো ছবিতে দুজনকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। ২৫ বছর আগেকার সেই রসায়ন ফের আরেকবার বড়পর্দায় দেখা যাবে বলে আশায় দিন গুনছেন অনুরাগীরা। এরমধ্যেই এল ছবির আসল মুক্তির তারিখ।
‘ভূত বাংলা’ ছবির মুক্তির তারিখ
নির্মাতারা এর আগে জানিয়েছিলেন যে ছবিটি মুক্তি পাবে এপ্রিল মাসে। কিন্তু, ছবির প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্স সমাজমাধ্যমে গতকাল বুধবার ‘ভূত বাংলা’র মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছে। সোশ্যালমিডিয়ায় খবরটি শেয়ার করে তারা লিখেছে, ‘বাংলে সে এক খবর আয়ি হ্যায়!’ তারপর লেখা আছে ‘দরজা খোলা হবে ১৫ মে ২০২৬। দেখা হচ্ছে সিনেমা হলে।’ অর্থাৎ ২ এপ্রিল নয়, অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিটি আসলে মুক্তি পাচ্ছে আগের ঘোষণা করা তারিখের থেকে এক মাসেরও বেশি সময় পরে- আগামী ১৫ মে।
উল্লেখ্য, প্রিয়দর্শনের এই ছবিতেই শেষবারের জন্য অভিনয় করতে দেখা যাবে প্রয়াত অভিনেতা আসরানিকে। গত বছর অক্টোবর মাসে তিনি পরলোকগমন করেছেন। ‘ভূত বাংলা’ ছাড়াও প্রিয়দর্শনের আর এক ছবি ‘হাইওয়ান’-এ জীবনের শেষ ছবি করেছেন আশরানি। দুটি ছবিতেই বড় ভূমিকায় কিংবদন্তি এই কমেডি অভিনেতাকে দেখা যাবে বলে বিবৃতি দিয়েছেন পরিচালক নিজেই।
‘ভূত বাংলা’ ছবির প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর এবং অক্ষয় কুমার। ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বে আছেন বেদান্ত বালি এবং ফারা শেখ। ছবির গল্পটি লিখেছেন আকাশ কৌশিক। অক্ষয় এবং টাবুকে ছাড়াও ‘ভূত বাংলা’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, মিথিলা পালকার, যিশু সেনগুপ্ত প্রমুখদের। এছাড়া আইটেম সঙ্গীতে ক্যামিও উপস্থিতি হিসেবে দেখা যাবে শেহনাজ গিলকে।
আরও পড়ুন – গীতু মোহনদাসের ‘টক্সিক’ ছবিতে রুক্মিণী বসন্তর ফার্স্ট লুক দেখুন
আরও পড়ুন – একই বছরে ২০০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেললেন অক্ষয়


