AI Mahalaya
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবের শুভ সূচনা হয় মহালয়ার মধ্যে দিয়ে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে এদিন শুরু হয় দেবীপক্ষ। ভোররাতে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ আর তার সঙ্গে গঙ্গার ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ- সব মিলিয়ে মহালয়া হয়ে ওঠে বাঙালির চিরন্তন নস্টালজিয়া। তবে এবার সেই নস্টালজিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে প্রযুক্তির নতুন মাত্রা। আর তা হল এআই দ্বারা নির্মিত মহালয়া।
শুনতে অবাক লাগলেও, এই মহালয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক বিশেষ অনুষ্ঠান, যেখানে ভিজ্যুয়াল এফেক্টস এবং এআই ব্যবহার করে উপস্থাপন করা হচ্ছে দেবী দুর্গার আগমনের আখ্যান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই এআই দ্বারা নির্মিত মহালয়ার প্রথম ঝলক। আর প্রথম ঝলকেই দর্শকদের সাড়া মিলেছে চোখে পড়ার মতো। ইউটিউবে প্রায় ৩৭ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন ভিডিওটি।
জনপ্রিয় ভিজ্যুয়াল এফেক্ট শিল্পী এবং চিত্রপরিচালক সৌরভ দাস এই উদ্যোগের মূল কারিগর। তাঁর মতে, মহালয়া শুধুই এক অনুষ্ঠান নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বয়ে চলা একটি আবেগ। দুর্গোৎসবকে ঘিরে বাঙালির সেই আবেগকে অক্ষুণ্ণ রেখেই তিনি প্রযুক্তির সাহায্যে তৈরি করেছেন এআই মহালয়া। সৌরভের কথায়, বিষয়বস্তুকে একই রেখে নয়া প্রযুক্তির সাহায্যে তিনি মহালয়ায় আন্তর্জাতিক মাত্রা যোগ করতে চেয়েছেন।
এই উদ্যোগে সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধেছেন প্রযোজক সৌমি দত্ত রায়। তাঁদের মতে, নতুন এআই নির্মিত মহালয়ায় দেবী দুর্গার মুখের আদল তৈরি করা হয়েছে তাঁদেরই এক ছাত্রী অদ্বিতীয়া মুখোপাধ্যায়ের মুখের আদলে। একইভাবে মহাদেবের মুখ তৈরি হয়েছে এক ছাত্রের মুখের আদলে। অর্থাৎ বাস্তবের সঙ্গে কল্পনার মেলবন্ধন ঘটিয়ে মহালয়ায় তুলে ধরা হয়েছে দেব-দেবীর রূপ।
সর্বোপরি, এই মহালয়ার অনুষ্ঠানটি (AI Mahalaya) দেখার জন্য দর্শকদের কোনও সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। আগামী ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন ভোর ৫ টায় ৩০ মিনিটের এই এআই মহালয়া দেখা যাবে এসডিসিইউ (SDCU) ফিল্মসের ইউটিউব চ্যানেলে।