Thursday, November 27

বিনোদন

Ushasi Ray Look: এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন- ‘প্রেম যদি রঙ হতো, তবে সেটা শাড়ির মতো হতো’। আসলে টিভি পর্দার ‘শুভলক্ষ্মী’ ঊষসীর স্টাইল-সেন্স ধরা পড়েছে এখানেই।
Ushasi Ray Look: এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়
এথনিক ওয়্যারে অনন্যা। ঊষসী রায়।

Ushasi Ray Look

লিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায়। ছোট পর্দা থেকে ওটিটি- সব জায়গাতেই তাঁর সমান উপস্থিতি। স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছে সবার। ‘ব্যোমকেশ’, ‘রুদ্রবীণার অভিশাপ’ এবং ‘চোরাবালি’-র মত একাধিক ওয়েব সিরিজে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তবে শুধু অভিনয় নয়, ফ্যাশন সেন্সেও আধুনিক প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ঊষসী। তাঁর সৌন্দর্য, স্টাইলিং আর আত্মবিশ্বাসে মুগ্ধ এই প্রজন্মের তরুণ-তরুণীরা। তাঁর প্রতিটি লুক যেন এক একটি নতুন মুহূর্ত। সম্প্রতি ৩১ তম ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ উপলক্ষ্যে অসাধারণ একটি এথনিক লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। দেখুন অভিনেত্রীর সেই লুক।


এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়

পিঙ্ক শেডে অভিনেত্রী ঊষসী

 

ঊষসী রায়ের এই এথনিক লুক ছিল দেখার মত। পিঙ্ক শেডে তিনি যেন অপরূপা।


এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়

নো এমব্রয়ডারি, নো গ্লিটার

 

পিঙ্ক কালারের শাড়িতে ছিল না কোনও ভারী কাজ বা ডিজাইনের চাকচিক্য। কিন্তু তাতেই যেন লুকিয়ে ছিল আসল জাদু।


এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়

সিম্পল, ক্লাসি অ্যান্ড গর্জাস

 

ট্র্যাডিশনাল নভি ড্রেপে শাড়ি পরেছিলেন ঊষসী। শাড়িটি সাধারণ হলেও অভিনেত্রীকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে একেবারেই চোখ ফেরানোর নয়।


এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়

স্টেটমেন্ট অফ এলিগ্যান্স

 

তাঁর এই স্টাইলকে সম্পূর্ণ করতে ঊষসী বেছে নিয়েছিলেন ম্যাচিং ব্লাউজ, একজোড়া স্টাড ইয়াররিং এবং একটি চোকার নেকলেস।


এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়

আভিজাত্য আর রুচির মেলবন্ধন

 

ঊষসী রায়ের এই লুকে (Ushasi Ray Look) ধরা পড়েছে গ্ল্যামার আর ঐতিহ্য। ত্বকে ন্যাচারাল ডিউই ফিনিশ এবং স্মোকি আই মেকআপ তাঁর উপস্থিতিকে আরো আকর্ষনীয় করে তুলেছে। ঠোঁটের নরম পিঙ্ক টিন্ট চোখের মেকআপের সঙ্গে নিখুঁত ভারসাম্য তৈরি করেছে। গালে হালকা ব্লাশ ও সূক্ষ্ম কনট্যুরে ফুটে উঠেছে তাঁর মুখের স্বাভাবিক গঠন।


এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়

নিঃশব্দের মধ্যেও দ্বিপ্ত

 

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন- ‘প্রেম যদি রঙ হতো, তবে সেটা শাড়ির মতো হতো’। আসলে টিভি পর্দার ‘শুভলক্ষ্মী’ ঊষসীর স্টাইল-সেন্স ধরা পড়েছে এখানেই- তিনি দেখিয়ে দিয়েছেন, অতিরিক্ত সাজ নয়, বরং নিজেকে যেভাবে আত্মবিশ্বাসে বহন করা যায়, সেটাই সত্যিকারের ফ্যাশন।

 

সব ছবি- অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজ থেকে।

আরও পড়ুন – প্যাস্টেল শিফন শাড়িতে মহারানি গায়ত্রী দেবীকে অনন্যা পাণ্ডের শ্রদ্ধাঞ্জলি

আরও পড়ুন – ৫টি নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে এই নভেম্বরে, দেখুন তালিকা

ফলো করুণ-