পদ্ম পুরস্কার ২০২৬
ভারতের সর্বোচ্চ নাগরিক সন্মানগুলির মধ্যে অন্যতম হল পদ্ম সন্মান। প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয় পদ্ম পুরস্কার জয়ীদের তালিকা। সোমবার ছিল প্রজাতন্ত্র দিবস। সেইমত তার আগের দিন রবিবার ২০২৬ সালের পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশ করা হল। সেই তালিকায় পদ্মশ্রী বিভাগে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। বাংলা অভিনয় শিল্পকলায় দীর্ঘদিনের অবদানস্বরূপ এই সম্মানে ভূষিত করা হচ্ছে তাঁকে। প্রসেনজিৎ ছাড়াও এবার বাংলা থেকে আরও ১০ জন বিভিন্ন বিভাগে সন্মানিত হচ্ছেন।
রবিবার সন্ধ্যেবেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাতেই রয়েছেন বাংলা বিনোদন জগতের খ্যাতনামা শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিল্প, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা, ক্রীড়া, সমাজসেবা, জনকল্যাণ ও শিক্ষা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি স্বরুপ দেওয়া হয় এই পুরস্কার। মোট তিনটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। বিশেষ করে যাঁরা কাজের মধ্যে দিয়ে সমাজ এবং জনমানসে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছেন, তাঁরাই এই সম্মানে ভূষিত হন। সারা দেশ জুড়ে ১৩১ জন এবার এই পুরস্কারের তালিকায় আছেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর প্রায় চার দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে ৩০০টিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন। একসময় বাংলা কমার্শিয়াল ছবিকে তিনি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। সেই অবদানের কথা মনে রেখেই টলিউডের ‘ বুম্বাদা’-কে পদ্মশ্রী সন্মান জানানো হচ্ছে। আগামী মার্চ বা এপ্রিল মাসে বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন তিনি।
১৯৬৮ সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসাবে শুরু হয় তাঁর দীর্ঘ অভিনয় জীবন। এরপর ‘অমরসঙ্গী’, ‘চোখের বালি’, ‘মনের মানুষ’, ‘দোসর’, ‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘জাতিস্মর’-এর মত একাধিক ছবির মাধ্যমে মানুষের মন জয় করেন। এছাড়া ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’, ‘বিয়ের ফুল’, ‘ছোট বউ’, ‘স্নেহের প্রতিদান’ সহ অসংখ্য ছবির মাধ্যমে তিনি বাংলা বাণিজ্যিক ছবিকে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
পশ্চিমবঙ্গ থেকে এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা-
অশোক কুমার হালদার – সাহিত্য ও শিক্ষা
হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) – শিল্প
গম্ভীর সিং ইয়নজোনে – সাহিত্য ও শিক্ষা
মহেন্দ্র নাথ রায় – সাহিত্য ও শিক্ষা
জ্যোতিষ দেবনাথ – শিল্প
কুমার বোস – শিল্প
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – শিল্প
রবিলাল টুডু – সাহিত্য ও শিক্ষা
সরোজ মণ্ডল – চিকিৎসাক্ষেত্র
তৃপ্তি মুখোপাধ্যায় – শিল্প
তরুণ ভট্টাচার্য – শিল্প
আরও পড়ুন – চলতি বছরের শেষেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’


