Monday, January 26

বিনোদন

বিয়ের মঞ্চে গিটার হাতে ‘আশিকি’ তারকা রাহুল রায়, মন খারাপ ভক্তদের

১৯৯০ সালে মহেশ ভাটের ‘আশিকি’ ছবি মুক্তি পাওয়ার পর রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন অভিনেতা রাহুল রায়। কিন্তু এরপর ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যায়।
বিয়ের মঞ্চে গিটার হাতে 'আশিকি' তারকা রাহুল রায়, মন খারাপ ভক্তদের
'আশিকি' তারকা রাহুল রায়। ছবি- ইনস্টাগ্রাম।

‘আশিকি’ তারকা রাহুল রায়

লিউডে পা রেখে প্রথম ছবিতেই বাজিমাত করেন ‘আশিকি’ তারকা রাহুল রায়। ১৯৯০ সালে মুক্তি পাওয়া মহেশ ভাটের এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি। বড়পর্দায় তখন তাঁর আবেদনে মুগ্ধ গোটা দেশ। তবে এরপর বলিউডে তিনি সেভাবে আর নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। একের পর এক ছবিতে অভিনয় করলেও একমাত্র ‘জুনুন’ ছাড়া তাঁর আর কোনো ছবিই দর্শকের মনে ছাপ ফেলতে পারেনি। এরপর কেটে গেছে পঁয়ত্রিশটা বছর। বয়স এখন তাঁর ৬০ ছুঁই ছুঁই। সেই রাহুল রায়কেই এবার দেখা গেল সম্পূর্ণ একটি ভিন্ন প্রেক্ষাপটে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেতার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিহারের একটি বিয়েবাড়িতে স্যুট পরে হাতে গিটার নিয়ে ঠোঁটে তাল মিলিয়ে গাইছেন আশিকি ছবিরই জনপ্রিয় একটি গান ‘সাঁসোঁ কি জরুরত হ্যায় জ্যায়সে’। ‘আশিকি’ তারকাকে বিয়ের অনুষ্ঠানে এহেন অবস্থায় দেখে নেটনাগরিকদের একটা বড় অংশ দুঃখপ্রকাশ করেছেন।

ভিডিওটি সামনে আসার পর থেকেই সরব হয়েছেন নেটিজেনরা। একের পর এক মন্তব্য করছেন সবাই। তবে অধিকাংশই দুঃখ প্রকাশ করছেন অভিনেতার বর্তমান পরিস্থিতি দেখে। কেউ লিখছেন- ‘খুব খারাপ লাগছে। টাকার জন্য কি না কি করতে হয়!’ আরেকজন মন্তব্য করেছেন- ‘ভগবান যেন এরকম দিন কাউকে না দেখান।’ আবার কেউ লিখেছেন, ‘এভাবে ওনাকে দেখতে ভালো লাগল না… বলিউডের লজ্জা হওয়া উচিত।’

একসময় বলিউডের প্রতিশ্রুতিময় মুখ হয়ে উঠেছিলেন ‘আশিকি’ তারকা রাহুল রায়। ১৯৯০ সালে প্রথম এই ছবি মুক্তি পাওয়ার পর রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যায়। অন্য কোন ছবি বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। ২০২০ সালে লাদাখে ‘এলএসি – লিভ দ্য ব্যাটেল ইন কার্গিল’ ছবির শুটিং চলাকালীন হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। মুম্বইয়ের ওকহার্ট হাসপাতালে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে নানাবতী হাসপাতালের আইসিইউতেও দীর্ঘদিন ভর্তি ছিলেন। সেই সময় চিকিৎসার খরচ মেটাতে এগিয়ে এসেছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছিলেন তিনি। এরপর থেকে স্বাস্থ্যের সঙ্গে লড়াই, কর্মজীবনের টানাপোড়েন এবং জীবনের বাস্তবতা মিলিয়ে ধীরে ধীরে আড়ালে সরে যান তিনি। বিয়েবাড়ির মঞ্চে গান গাইতে দেখে নস্ট্যালজিক দর্শকদের মনে প্রশ্ন একটাই, কীভাবে এমন মোড় এল তাঁর জীবনে?

 

তথ্যসূত্র– এক্স

আরও পড়ুন – New Bengali Movie List December 2025: বড়দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, জেনে নিন কি কি

ফলো করুণ-