ধুরন্ধর তারকাদের পারিশ্রমিক কত?
গতকাল ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার ছবি ধুরন্ধর। ট্রেলার মুক্তি পাওয়ার পর এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার অনেকটাই পূরণ হয়েছে বলে শোনা গেছে। তবে, ছবির রানটাইম নিয়ে অনেকে প্রশ্ন উঠেছে বলে শোনা যাচ্ছে। যাইহোক, বক্স অফিসে ধুরন্ধর ভালো ফল করবে, এটাই আশা করছে ছবির ভক্তরা। সমাজমাধ্যমে এই নিয়ে গতকাল থেকে জোর চর্চা চলছে। আবার ছবির অভিনেতা-অভিনেত্রীরা কে কত পারিশ্রমিক পেলেন সেই নিয়েও আলোচনা শুরু হয়েছে। এখন দেখে নেওয়া যাক খবর অনুযায়ী, ধুরন্ধর তারকাদের পারিশ্রমিক কত, কে কত টাকা পেলেন?
রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের একগুচ্ছ তারকা। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন এবং দক্ষিণী নায়িকা সারা অর্জুন। ছবিটি পরিচালনা করেছেন ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর। প্রেক্ষাগৃহে ধুরন্ধর মুক্তি পাওয়ার পর হলফেরৎ দর্শকদের পর্যালোচনা অনুযায়ী, এই ছবি ভালো ফল করবে এটাই তারা দাবি করছেন। তাদের মতে, ছবিতে শক্তিশালী কাস্টিং রয়েছে। এখন জেনে নেওয়া যাক এই ছবির তারকারা কত টাকা পারিশ্রমিক পেয়েছেন।
ধুরন্ধর তারকাদের পারিশ্রমিক
মিড-ডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এই ছবি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। ছবিতে রণবীর সিং একজন ভারতীয় এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। রিপোর্ট অনুযায়ী, এই ছবিতে অভিনয় করার জন্য তিনি প্রায় ৩০ থেকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। ছবিতে আর মাধবন ‘অজিত সান্যাল’-এর ভূমিকায় অভিনয় করেছেন। গুঞ্জন অনুযায়ী ‘অজয় সান্যাল’ চরিত্রটি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবন থেকেই অনুপ্রাণিত হয়েছে। আর মাধবন এই ছবির জন্য ৯ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।
দক্ষিণের অভিনেত্রী সারা অর্জুন রণবীরের বিপরীতে অভিনয় করার জন্য ১ কোটি টাকা পেয়েছেন। ধুরন্ধর-এ অন্যান্য মুখ্য চরিত্রদের মধ্যে অর্জুন রামপালকে ‘মেজর ইকবাল’-এর ভূমিকায় দেখা গেছে। তিনিও ১ কোটি টাকা পেয়েছেন। সঞ্জয় দত্ত এই ছবিতে পাক পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে ধরা দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, তিনি তার এই ভূমিকার জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। অন্যদিকে, করাচির লিয়ারি শহরের গ্যাংস্টার চরিত্রে দেখা গেছে অক্ষয় খান্নাকে, যার জন্য তিনি ২.৫ কোটি টাকা ফিস পেয়েছেন।
প্রায় ২ বছর পর বড়পর্দায় ফিরলেন রণবীর সিং। ধুরন্ধর ছবি মুক্তি পাওয়ার আগেই নেটদুনিয়ায় আলোড়ন ফেলেছিল এই ছবি। অতিরিক্ত হিংসা, নৃশংসতা এবং রক্তপাত দৃশ্যের জন্য এটি সমালোচিত হয়েছে। ছবির চরিত্রদের আড়ালে বাস্তব চরিত্রদের নিয়েও বিস্তর আলোচনা, সমালোচনা হয়েছে। সেন্সর বোর্ড এই ছবিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে। স্যাচনিক এর একটি রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথমদিনে ধুরন্ধর ভালো ফল করেছে। প্রথমদিনে ছবিটি প্রায় ২৭ কোটি টাকা আয় করেছে।
ছবি– ইনস্টাগ্রাম
আরও পড়ুন – ধুরন্ধর ছবির রিভিউ: পেক্ষাগৃহে তুফান কি আদৌ তুলতে পারল রণবীর-অক্ষয়-মাধবনরা?
আরও পড়ুন – ধুরন্ধর ছবির কাল্পনিক চরিত্র বনাম ‘বাস্তব’ চরিত্র, কার সঙ্গে মিল ঠিক কতটা? কি রায় দিলেন সিনেমাবোদ্ধারা?



