বাংলা মেগা সিরিয়াল
দর্শকদের জন্য ফের একবার চমক। বড়সড় বদল হচ্ছে জি বাংলা মেগা সিরিয়ালের স্লট। প্রাইম টাইম তালিকায় আসছে বড়সড় পরিবর্তন। বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ থাকছে না আর সন্ধ্যে ৭টার স্লটে। তার জায়গায় আসছে এই প্রজন্মের রোম্যান্টিক ঘরানার নতুন বাংলা মেগা সিরিয়াল। তবে, এই নিয়ে রীতিমত ক্ষুব্ধ জগদ্ধাত্রী সিরিয়ালের অনুরাগীরা। অন্যদিকে, হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে আর একটি জনপ্রিয় বাংলা মেগা সিরিয়াল ‘ফুলকি’। চ্যানেলের তরফ থেকে সিরিয়ালগুলোর নতুন স্লট কি হল জানুন বিস্তারিত।
২০২২ সাল থেকে দাপটের সঙ্গে ১১০০ পর্ব অতিক্রম করেছে ‘জগদ্ধাত্রী’। ব্লুজ প্রোডাকশনের অধীনে অঙ্কিতা-সৌম্যদীপের জমজমাট গল্পনির্ভর এই সিরিয়াল এখন যাচ্ছে সাড়ে ৭টার স্লটে। আগামী ৮ ডিসেম্বর থেকে নতুন সময়সূচি অনুযায়ী দেখা যাবে ‘জ্যাজ সান্যাল’-এর পরবর্তী অধ্যায়। ধারাবাহিকের সময় পরিবর্তনের খবরে একসময় গুঞ্জন উঠেছিল, জগদ্ধাত্রী নাকি শেষ হচ্ছে। কিন্তু না, শেষ হচ্ছে না। গল্পে নয়া মোড় নিয়ে ‘ফিরছে’ ‘কৌশিকী-স্বয়ম্ভু’রা। থাকছে আরো চমক।
তবে দুঃখের বিষয়, নতুন মেগা সিরিয়াল এলেই কাউকে না কাউকে ক্রিজ ছাড়তেই হয়। তেমনটা হল এখানেও। প্রাইম টাইমে প্রায় ৯০০ এপিসোড কমপ্লিট করা ধারাবাহিক ‘ফুলকি’ এবার শেষ হতে যাচ্ছে। শোনা যাচ্ছে শেষ পর্বের শ্যুটিংও নাকি একেবারে অন্তিম পর্যায়ে। সিরিয়াল শেষ হওয়ায়, মন ভালো নেই পর্দার ফুলকি দিব্যানি মন্ডল থেকে শুরু করে মেগার পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের। গত কয়েক মাসে জনপ্রিয়তার গ্রাফও দ্রুত কমেছে এই ধারাবাহিকের। এসেছে একাধিক পরিবর্তন। নায়ক চরিত্রে মৃত্যু, পরবর্তীতে ডবল রোল যা দর্শক হৃদয়ে তেমন প্রভাব ফেলতে পারেনি। ফলে নির্মাতা গোষ্ঠী সিরিয়ালটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।প্রসঙ্গত উল্লেখ্য, ২০০২৩ সালের ব্যাপক জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর জায়গায়
শুরু হয়েছিল ফুলকি।
নতুন বাংলা মেগা সিরিয়াল
‘বেশ করেছি প্রেম করেছি’
আগামী ৮ ডিসেম্বর থেকে চ্যানেলের পর্দায় সন্ধ্যে ৭টার শো দখল করছে ‘বেশ করেছি প্রেম করেছি’ নতুন মেগা সিরিয়াল। জগদ্ধাত্রীর মত এটিও ব্লুজ প্রোডাকশনের ব্যানারে তৈরি। জেন-জি রোম্যান্সের গল্প নিয়ে তৈরি এই মেগাতে নায়িকার ভূমিকায় দেখা যাবে ‘গীতা এলএলবি’র ‘মেহেক’ কৌশিকী পালকে। তাঁর বিপরীতে রাজদীপ গোস্বামী প্রেমিকের চরিত্রে। গল্প লিখেছেন স্নেহাশীস চক্রবর্তী। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন মেগার প্রোমো। ধারাবাহিকে কৌশিকীকে দেখা যাবে ‘জুঁই’-এর ভূমিকায়। আর রাজদীপকে ‘স্বয়ম’ চরিত্রে। প্রোমো অনুযায়ী, একেবারে সিনেম্যাটিক ফিল দেবে বলে শোনা যাচ্ছে এই ধারাবাহিক। ‘গরীব’ ছেলের সঙ্গে বিত্তবান ঘরের মেয়ের প্রেমের সম্পর্কে বাদ সাধবেন মেয়ের বাবা ভিলেন ভরত কল। সব মিলিয়ে একেবারে জমাটি প্যাকেজ। ৮ ডিসেম্বর থেকে বেশ করেছি প্রেম করেছি / এই নতুন মেগা সিরিয়াল ছোট পর্দা বাজিমাত করবে বলেই মনে করছে চ্যানেল অনুরাগীদের একটা বড় অংশ।
তথ্যসূত্র– সংবাদমাধ্যম
আরও পড়ুন – New Bengali Movie List December 2025: বড়দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, জেনে নিন কি কি
আরও পড়ুন – ইয়োলো শেডের ইভনিং গাউনে মিস ইউনিভার্স ফতিমা বশ


