New Bengali Movie List December 2025
সামনেই বড়দিন। বছর শেষের উৎসব। পুজোর পর ফের একবার আনন্দের জোয়ারে গা ভাসাবে মানুষজন। আর উৎসবের এই আবহকে আরো একপ্রস্ত জমাটি করে তুলতে বড়পর্দায় মুক্তি পাবে একাধিক বিগ বাজেটের বাংলা ছবি (New Bengali Movie List)। এ নিয়ে টলিউডে প্রস্তুতি এখন তুঙ্গে। ইতিমধ্যে উৎসবের ছুটিকে কেন্দ্র করে শুরু হয়েছে কে কাকে টেক্কা দেবে তার দৌড়। আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে তিনটি বড় ব্যানারের বাংলা ছবি- দেবের ‘প্রজাপতি ২’, শুভশ্রী–সৃজিতের ‘লহ গৌরাঙ্গ নাম রে’, আর কোয়েল মল্লিকের অ্যাকশন-থ্রিলার ‘মিতিন, একটি খুনির সন্ধানে’।
New Bengali Movie List December 2025
লহ গৌরাঙ্গের নাম রে
চলতি বছর হোলির সময় সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই ছবির কথা। সদ্য প্রকাশ্যে এসেছে ছবির টিজার এবং প্রথম গান ‘দেখো দেখো কানাইয়ে’। তিনটি সময়কে এক সুতোয় গেঁথে তৈরি হয়েছে এই ছবির পটভূমি। শ্রীচৈতন্যের যুগ, নটী বিনোদিনী-গিরিশ ঘোষের সময়কাল এবং বর্তমান- এই তিন কালভেদে বোনা হয়েছে ছবির কাহিনী। জাতিধর্মনির্বিশেষে শ্রীচৈতন্য এবং তাঁর সৌভ্রাতৃত্ব বোধ যে এযুগেও প্রাসঙ্গিক তা দেখানো হবে ছবিতে। নটী বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে, শ্রীচৈতন্যর ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত, আর ছবির ভেতরের ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত সেজেছেন মহাপ্রভু। ছবিতে অন্যান্য গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসু, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, ইশা সাহা প্রমুখদের।
প্রজাপতি ২
বাণিজ্যিক ঘরানার ফ্যমিলি-ড্রামা হিসেবে বড়দিনে টলিউডের দৌড়ে নামছে দেব-মিঠুন জুটি। বাবা ছেলের গল্প নিয়ে নির্মিত ‘প্রজাপতি’ ২০২২ সালে বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। ছাপ ফেলেছিল দর্শকদের মনে। ৩ বছর পর সেই নস্টালজিয়া নিয়ে আবার ফিরছেন তাঁরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির গান ‘ফুটবেই বিয়ের ফুল রে’। টিজারে বোঝা যাচ্ছে, ছেলের বিয়ে দেওয়া নিয়ে এবার ব্যস্ত হয়ে উঠেছেন বাবা মিঠুন চক্রবর্তী। কিন্তু ছেলে এখন এক কন্যা সন্তানের বাবা। ছেলের সন্তান থাকতেও তার বিয়ে নিয়ে চঞ্চল হচ্ছেন কেন বাবা? রহস্য কি? ছবিতে এবার দেখার সুযোগ মিলবে এক বাবার জটিল আবেগ, সন্তানের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং পিতৃ-পুত্র সম্পর্কের টানাপোড়েন। দেবের বিপরীতে জ্যোতির্ময়ীকে দেখার অপেক্ষায়ও রয়েছে ভক্তরা। পারিবারিক আবেগ আর বাণিজ্যিক বিনোদনের মিশেলে বড়দিনের মুক্তির দৌড়ে ‘প্রজাপতি ২’ যে অন্যতম শক্তিশালী প্রতিযোগী, তা একেবারেই পরিষ্কার।
মিতিন, একটি খুনির সন্ধানে
২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিকের ‘মিতিন’ সিরিজের তৃতীয় ছবি। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের অমর সৃষ্টি ‘মিতিন মাসি’কে বড়পর্দায় জীবন্ত করে তুলেছেন পরিচালক অরিন্দম শীল। নামভূমিকায় ছিলেন কোয়েল মল্লিক। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘মিতিন মাসি’। এরপর ২০২৩ সালে আসে ‘জঙ্গলে মিতিন মাসি’। তবে ২০২৫-এর এই নতুন ছবিতে ঘোর রহস্যের মায়াজাল উন্মুক্ত হবে। আছে প্রচুর সাসপেন্স। এক রহস্যময় খুনের তদন্তে নেমে একের পর এক গোপন স্তর উন্মোচন করবে ‘মিতিন’। মারকাটারি অ্যাকশন সিকোয়েন্সই এই ছবির বড় আকর্ষণ। পাশাপাশি ছবিতে শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, দুলাল লাহিড়ি-র মত টলিউডের তাবড় তাবড় মুখ আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। উৎসবের মরশুমে এই ছবির সাহিত্য নির্ভর গল্প এবং রহস্যরোমাঞ্চে ভরা আবহ দর্শককে থিয়েটারমুখী করবে এমনটাই মনে করছেন ছবির নির্মাতারা।
ছবি– ইনস্টাগ্রাম
আরও পড়ুন – ইয়োলো শেডের ইভনিং গাউনে মিস ইউনিভার্স ফতিমা বশ


