Thursday, November 27

বিনোদন

মিস ইউনিভার্স ২০২৫: শেষমেষ শিরোপা উঠল মেক্সিকোর মাথায়, টপ ৫এ কারা? মনিকা বিশ্বনাথ থামলেন কোথায় গিয়ে?

‘আজ যেন এক নতুন তারার জন্ম হল। তাঁর সৌন্দর্য, শক্তি আর দীপ্তিময় উপস্থিতি সারা বিশ্বের মন জয় করেছে। তাঁকে নতুন রানি হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
মিস ইউনিভার্স ২০২৫: শেষমেষ শিরোপা উঠল মেক্সিকোর মাথায়, টপ ৫এ কারা? মনিকা বিশ্বনাথ থামলেন কোথায় গিয়ে?
শিরোপা উঠল মেক্সিকোর মাথায়। ছবি- ইনস্টাগ্রাম।

মিস ইউনিভার্স ২০২৫

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এর জমজমাট ফাইনালে শেষ হাসি হাসলেন মিস মেক্সিকো ফতিমা বোশ। ফাইনালের চূড়ান্ত রাউন্ডে সেরা ৫ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিশ্ব সেরার শিরোপা জিতে নিলেন তিনি। গোটা প্রতিযোগিতায় তাঁর আত্মবিশ্বাস এবং বুদ্ধিদীপ্ত উপস্থিতি মন জয় করেছে সবার। এবারের প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ হয়েছেন মিস থাইল্যান্ড, সেকেন্ড রানার-আপে উঠে এসেছেন মিস ভেনেজুয়েলা এবং থার্ড রানার-আপ হয়েছেন ফিলিপাইনস। মিস কোট ডি’আইভরি হয়েছেন ফোর্থ রানার-আপ।

 

View this post on Instagram

 

A post shared by Miss Universe (@missuniverse)

শিরোপা জেতার পর থাইল্যান্ডের মিস ইউনিভার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে মিস মেক্সিকোকে অভিনন্দন জানিয়ে লেখা হয়, ‘নতুন মিস ইউনিভার্সকে আমাদের আন্তরিক অভিনন্দন। আজ যেন এক নতুন তারার জন্ম হল। তাঁর সৌন্দর্য, শক্তি আর দীপ্তিময় উপস্থিতি সারা বিশ্বের মন জয় করেছে। তাঁকে নতুন রানি হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর নেতৃত্বে আজ মহাবিশ্ব যেন আর একটু উজ্জ্বল হয়ে উঠল।”

মিস ইউনিভার্স ২০২৫ শিরোপা নেওয়ার সময় মিস মেক্সিকো ফতিমা বোশ

 

 

View this post on Instagram

 

A post shared by Miss Universe (@missuniverse)

মিস ইউনিভার্স ২০২৫: টপ ৫ ফাইনালিস্ট

এ বছরের প্রতিযোগিতায় শেষ পাঁচে যাঁরা জায়গা করে নিয়েছিলেন তাঁরা হলেন-

মিস থাইল্যান্ড- প্রাভীনর সিংহ

মিস ফিলিপাইনস- মা আহতিসা মানালো

মিস ভেনেজুয়েলা- স্টেফানি আবাসালি

মিস মেক্সিকো- ফাতিমা বোশ

মিস কোট ডি’আইভরি- অলিভিয়া ইয়াসে

শেষ পর্যায়ের প্রশ্নোত্তর, স্টেজ প্রেজেন্টেশন এবং ব্যক্তিত্ব প্রদর্শনে এদের প্রত্যেকেই ছিলেন সমান শক্তিশালী। একে অপরকে টক্কর দিচ্ছিলেন তাঁরা। বিশেষত থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ফিলিপাইনের প্রতিযোগীরা চমৎকার পারফরম্যান্স করেন। তবে শেষ পর্যন্ত মেক্সিকোর ফতিমাই নিজের মেধা ও ব্যক্তিত্ব দিয়ে ইতিহাস তৈরি করলেন।

মিস ইউনিভার্স ২০২৫: কোথায় গিয়ে থামলেন মানিকা বিশ্বকর্মা

রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা মানিকা বিশ্বকর্মা প্রতিযোগিতায় নজর কাড়লেও শেষ পর্যন্ত তিনি টপ ১২-তে জায়গা করে নিতে পারেননি। ফলে ২০২১ সালে হরনাজ কৌর সান্ধুর পর এবারও খালি হাতে ফিরতে হল ভারতকে।

এবছর ভারতীয় ব্যাডমিন্টন আইকন সাইনা নেহওয়াল বিচারকের আসনে ছিলেন। তাতে মণিকার শিরোপা জেতা নিয়ে দেশবাসীর মধ্যে আগ্রহ আরও বেড়েছিল। তবে শেষ পর্যন্ত সুইম স্যুট রাউন্ড থেকে ফিরতে হয় তাঁকে। মনিকার যাত্রা থেমে গেলেও তাঁর অংশগ্রহণ এবং প্রস্তুতি প্রশংসা কুড়িয়েছে অনেকেরই। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬ সালে পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্স এর ৭৫তম আসর।

আরও পড়ুন – স্টার-প্যাকড ‘ধুরন্ধর’ ট্রেলার মুক্তি পেতেই তোলপাড় নেটদুনিয়া

 

তথ্যসূত্র- নিউজ১৮

ফলো করুণ-