Thursday, November 27

বিনোদন

লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

বছর দশেক আগে হর্ষালি মালহোত্রার নীরব অভিব্যক্তি তাঁকে শিশু শিল্পী হিসেবে জনপ্রিয় করে তুলেছিল। এত বছর পর শৈশব কাটিয়ে তিনি এখন আত্মবিশ্বাসে ভরপুর এক তরুণী।
লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা
'বজরঙ্গী ভাইজান'-এর 'মুন্নি', হর্ষালি মালহোত্রা।

হর্ষালি মালহোত্রা লুক

‘বজরঙ্গী ভাইজান’ খ্যাত হর্ষালি মালহোত্রাকে মনে পড়ে? ছবিতে শিশু শিল্পী হিসেবে যাঁর অভিনয় মন জয় করেছিল সবার। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল কবির খানের এই ছবি। তার ঠিক ১০ বছর পর ফের পর্দায় ফিরছেন ‘ভাইজান’-এর ‘মুন্নি’। বয়াপট্টি শ্রীনুর পরিচালিত ‘অখন্ড ২’ ছবিতে ‘জননী’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। দেখা যাবে হিন্দি সহ একাধিক ভাষায়। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে ‘অখন্ড ২’-এর গান ‘তাণ্ডবম’।


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

‘বজরঙ্গী ভাইজান’ খ্যাত ‘মুন্নি’

 

সেই উপলক্ষ্যে এদিন মঞ্চে উপস্থিত হয়েছিলেন হর্ষালি মালহোত্রা। সঙ্গে ছিলেন ছবির অন্যান্য মুখ্য অভিনেতারাও।অনুষ্ঠানে হর্ষালি একটি লাল রঙের সাটিন পোশাকে সকলের সামনে ধরা দেন। একই পোশাকে তিনি অংশ নেন একটি বিশেষ ফোটোশ্যুটেও।


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

‘লাল পরী’

 

সোশ্যাল মিডিয়ায় সেই ফোটোশ্যুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন হর্ষালি। লাল পোশাকে তাঁর এই নয়া লুক দেখে অনুরাগীরা মুহূর্তে প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। কেউ লেখেন, ‘একেই বলে লাল পরী।’ আবার কেউ মন্তব্য করেন, ‘যেন স্বপ্নের প্রজাপতি।’ ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে নিজের লুক সম্পর্কে হর্ষালি লেখেন, ‘সাটিনের মতো নরম, আগুনের মতো শক্তিশালী।’


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

রেড-কার্পেট ফিল

 

হর্ষালির এই পোশাকে ছিল লাল সাটিনের ক্রপ-টপ। গলার অংশে ছিল ফুলেল লেসওয়ার্ক। যা পুরো লুকে এনে দিয়েছে একটি ড্রামাটিক, রেড-কার্পেট ফিল। টপটির কাটআউট ডিজাইন তাঁর স্টাইলকে করেছে আরও আধুনিক। এর সঙ্গে তিনি পরেছিলেন কোমর উঁচু একটি ড্রেপ স্কার্ট, যার মোলায়েম ভাঁজ আর লাল সাটিনের চোখ ধাঁধানো ঝলক আলাদা করে নজর কেড়েছে। পুরো লুকটি কিউরেট করেছেন স্টাইলিস্ট সরণ্যা রাও।


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

মিনিমাল জুয়েলারি

 

সাজ সম্পূর্ণ করতে হর্ষালি বেছে নিয়েছিলেন ন্যূনতম কিন্তু আকর্ষণীয় জুয়েলারি। হাতে চিকন ব্রেসলেট এবং স্টেটমেন্ট রিং, আর কানে পরেছিলেন ছোট কিন্তু চকচকে স্টাড। পোশাকের ঝলক বজায় রাখতে জুয়েলারি ছিল মিনিমাল, কিন্তু নজর কাড়ার মতো।


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

সাজের সম্পূরক হেয়ারস্টাইল

 

হর্ষালির হেয়ারস্টাইলও সাজের বড় সম্পূরক হয়ে উঠেছিল। মাঝখান থেকে সিঁথি করে করা স্লিক পনিটেল, যার নরম ঢেউ খেলানো প্রান্ত লুকে এনে দিয়েছে পরিণত গ্ল্যামার। চোখে হালকা স্মোকি শেড, গালে নরম হাইলাইট এবং নিউড লিপ। সব মিলিয়ে তাঁর মেকআপ ছিল সাধারণ অথচ নিখুঁত।


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

শৈশব কাটিয়ে তরুণী

 

বছর দশেক আগে হর্ষালি মালহোত্রার নীরব অভিব্যক্তি তাঁকে শিশু শিল্পী হিসেবে জনপ্রিয় করে তুলেছিল। এত বছর পর শৈশব কাটিয়ে তিনি এখন আত্মবিশ্বাসে ভরপুর এক তরুণী। ‘অখন্ড ২’-এর প্রচার অনুষ্ঠানে লাল সাটিনের লুক যেন সেই রূপান্তরেরই অভিব্যক্তি।

‘অখন্ড ২’ ছবিতে ‘জননী’র ভূমিকায় হর্ষালি মালহোত্রা

 

 

ছবি– ইনস্টাগ্রাম

আরও পড়ুন – মণিকা বিশ্বকর্মা: শ্রীগঙ্গানগর থেকে মিস ইউনিভার্স-এর বিশ্বমঞ্চে স্বপ্নের সফর

ফলো করুণ-