মিস ইউনিভার্স ইন্ডিয়া মণিকা বিশ্বকর্মা
তিনি মনিকা বিশ্বকর্মা। মাত্র ২২ বছর বয়সেই যিনি পৌঁছে গেছেন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে। এর আগে গত আগস্ট মাসে জিতে নিয়েছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর খেতাব। বর্তমানে গোটা দেশের চোখ এখন তাঁর দিকে। কারণ, আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ননথাবুরিতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতা। সেই মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মনিকা।
গত ১৮ আগস্ট রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল এবছরের মিস ইউনিভার্স ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে। সেখানে ৪৮ জন প্রতিযোগীকে হারিয়ে তিনি ‘ছিনিয়ে’ নেন ভারতীয় সৌন্দর্য প্রতিযোগিতার সেরা মুকুটটি। প্রথম রানার্স আপ হন উত্তর প্রদেশের তানিয়া শর্মা। গতবারের খেতাবজয়ী প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স রিয়া সিংহের হাত থেকে হাতে খেতাব তুলে নেন তিনি। জাতীয় স্তরে পা রাখার আগে তিনি মিস ইউনিভার্স রাজস্থানও হয়েছিলেন মনিকা বিশ্বকর্মা।
মজার বিষয়, মণিকার যাত্রা শুরু হয়েছিল রাজস্থানের একটি ছোট শহর শ্রীগঙ্গানগর থেকেই। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন। সঙ্গে ছিল নিবিড় প্রচেষ্টা। বর্তমানে তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি নিয়ে পড়াশুনা করছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। বহুমুখী প্রতিভার অধিকারী এই মণিকা বিশ্বকর্মা। পড়াশোনার পাশাপাশি নাচ, চিত্রকলা, শিল্প এবং বিবিধ সৃজনশীল উদ্যোগে তিনি সমান আগ্রহী। পেয়েছেন ললিতকলা অ্যাকাডেমি ও জেজে স্কুল অফ আর্টস থেকে তাঁর প্রতিভার স্বীকৃতি।
শুধু তাই নয়, সমাজসেবার ক্ষেত্রেও মণিকা বিশ্বকর্মা বিশেষ সক্রিয়। নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেছেন ‘নিউরোনোভা’ নামে এক উদ্যোগ, যেখানে নিউরোডাইভারজেন্ট ব্যক্তিদের, বিশেষ করে এডিএইচডি আক্রান্তদের মানসিক স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করা হয়।
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের পাক ক্রেটে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর। প্রতিযোগিতায় অংশ নেবেন ৯০-টিরও বেশি দেশ থেকে আসা প্রতিনিধিরা। চ্যালেঞ্জ তাই অনেকটাই। তবে মণিকার চোখে এখন একটাই লক্ষ্য- বিশ্বমঞ্চে ভারতের স্থান আরও একবার শীর্ষে তুলে ধরা।
এর আগে ভারত তিনবার বিশ্বসুন্দরীর মুকুট জিতেছে। ১৯৯৪ সালে সুস্মিতা সেন প্রথমবার নিয়ে এসেছিলেন এই খেতাব। এরপর লারা দত্ত ২০০০ সালে এই শিরোপা জিতে নেন। ২০২১ সালে হারনাজ সাঁধুর মাথায় ওঠে শেষবার এই মুকুট। সেই ঐতিহ্যে নতুন অধ্যায় যোগ করার দায়িত্ব বর্তালো এবার রাজস্থানের মণিকা বিশ্বকর্মার কাঁধে।
ছবি- ইনস্টাগ্রাম
আরও পড়ুন – রাজামৌলির বারাণসী ছবিকে ঘিরে এই পর্যন্ত যা যা জানা গেল







