Thursday, November 27

বিনোদন

প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

‘বারাণসী’ ছবিতে ‘মন্দাকিনী’ অবতারে দেখার আগে মেগা ইভেন্টে তাঁর এই ‘বারাণসী লুক’ ছিল সত্যিকারের দেবীকে প্রত্যক্ষ করার মতন।
প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক
বারাণসী লুক। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

প্রিয়াঙ্কা চোপড়া বারাণসী লুক
শনিবার রামোজি ফিল্ম সিটিতে অনুষ্ঠিত মেগা ইভেন্টে প্রকাশ্যে এল এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবির প্রথম ঝলক। সেই সঙ্গে উন্মোচিত হল ছবিতে ‘রুদ্র’র ভূমিকায় মহেশ বাবুর ফার্স্ট লুক। ‘মন্দাকিনী’র ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়ার লুকটি অবশ্য আগেই মুক্তি পেয়েছিল।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

বারাণসী লুকে প্রিয়াঙ্কা চোপড়া

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বারাণসী ‘ ছবির পরিচালক এসএস রাজামৌলি, প্রিয়াঙ্কা চোপড়া, ছবির মুখ্য চরিত্রে অভিনেতা মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারণ প্রমুখরা।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

আইভরি রঙের লেহেঙ্গা পরে প্রিয়াঙ্কা

 

৯ বছর পর ভারতীয় ছবিতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই ইভেন্টে তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে তাঁর এদিনের লুক ছিল এককথায় অনবদ্য।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

ঐতিহ্যবাহী লুক

 

অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া হাজির হয়েছিলেন সাবলীল, মিনিমাল অথচ রাজকীয় ঢঙে। লেহেঙ্গা সাজে তাঁর সৌন্দর্য মুহূর্তে নজর কাড়ে সবার। সোশ্যাল মিডিয়ায় তাঁর বারাণসী লুক দেখে প্রশংসার ঝড় বয়ে যায়।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

‘অন্তরের দেবী’কে উপস্থাপন করলেন তিনি

 

আনামিকা খান্নার ডিজাইন করা আইভরি রঙের লেহেঙ্গা সেটে অসাধারণ লাগছিল অভিনেত্রীকে। যেন এথনিক লুকের লাবণ্য ফুটে উঠেছিল সহজাত ভঙ্গিমায়।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

অ্যান্টিক লুকে অনন্যা

 

লেহেঙ্গার উপর সোনালী ক্রিস্টাল ওয়ার্ক এবং সিকুইন আলো পড়তেই ঝলমল করে উঠছিল। আর স্কার্টের দুপাশ জুড়ে অ্যান্টিক গোল্ড এমব্রয়ডারি ছিল তাঁর এই লুকের অন্যতম আকর্ষণ।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

বাছাই করা মানানসই দোপাট্টা

 

এছাড়া প্রিয়াঙ্কার কাঁধ থেকে নেমে আসা হালকা সোনালী বর্ডার ওয়ালা দোপাট্টা ছিল পোশাকের সঙ্গে একেবারে মানানসই।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

দক্ষিণ ভারতীয় ঐতিহ্য

 

দক্ষিণ ভারতীয় ঐতিহ্যকে মনে রেখেই প্রিয়াঙ্কা এই সাজের জন্য উপযুক্ত জুয়েলারি বেছে নিয়েছিলেন। সোনালি কোমরবন্ধ, মুক্তো ও সোনার হেয়ার অ্যাক্সেসরি, আর কপালে ছোট্ট একটি সবুজ বিন্দি। মনোমুগ্ধকর ফ্যাশন স্টেটমেন্ট!


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

অলঙ্কারের নিখুঁত বাছাই

 

তাঁর লম্বা বেণীতে টেম্পল-স্টাইল অলংকার নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল অন্তরের দেবীকে। কপালের মঙ্গলসূত্র টিকলি ঐতিহ্যকে এক সুতোর টানে বেঁধে দিয়েছিল।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

সাধারণ অথচ আকর্ষণীয় মেকআপ

 

এই পোষাকের সঙ্গে এদিন প্রিয়াঙ্কা চোপড়ার মেকআপ ছিল রীতিমত গ্লোয়িং। সাবটিল শিমার, উজ্জ্বল ত্বক আর হালকা ব্রাউন গ্লসি লিপ। সহজ সাধারণ হলেও এককথায় নজরকাড়া।


প্রিয়াঙ্কা চোপড়ার বারাণসী লুক

‘মন্দাকিনী’র অনুরণন

 

‘বারাণসী’ ছবিতে ‘মন্দাকিনী’ অবতারে দেখার আগে মেগা ইভেন্টে তাঁর এই ‘বারাণসী লুক’ ছিল সত্যিকারের দেবীকে প্রত্যক্ষ করার মতন।

 

সব ছবি- অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজ থেকে

আরও পড়ুন – রাজামৌলির বারাণসী ছবিকে ঘিরে এই পর্যন্ত যা যা জানা গেল

ফলো করুণ-