Thursday, November 27

বিনোদন

রাজামৌলির বারাণসী ছবিকে ঘিরে এই পর্যন্ত যা যা জানা গেল

পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু খন্ড-বিখণ্ড হয়ে ছিটকে পড়েছে বারাণসী, আফ্রিকা ও অ্যান্টার্কটিকায়। শতাব্দীর পর শতাব্দী জুড়ে ঘটে যাওয়া সময়ের সমুদ্রে ডুব মেরেছেন রাজমৌলি।
রাজামৌলির বারাণসী ছবিকে ঘিরে এই পর্যন্ত যা যা জানা গেল
বারাণসী ছবিতে মহেশ বাবু। ছবি- ভিডিও গ্রাব ইউটিউব থেকে।

এসএস রাজামৌলির বারাণসী ছবি

নিবার, ১৫ নভেম্বর মহাউৎসবের চেহারা নিল দক্ষিণের রামোজি ফিল্ম সিটি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল এসএস রাজামৌলির আসন্ন ব্লকবাস্টার ছবি ‘বারাণসী’র টিজার। যে ছবি আগে অবশ্য ‘গ্লোব ট্রটার’ নামেই পরিচিতি পেয়েছিল। একই মঞ্চে এদিন উন্মোচন করা হল ছবির প্রধান চরিত্র ‘রুদ্র’র ভূমিকায় মহেশ বাবুর ফার্স্ট লুক। এদিনের ইভেন্টে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। ছবির টিজার, মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মানুষের উত্তেজনা ছিল রীতিমত চোখে পড়ার মত।

এদিনের তারকাখচিত মঞ্চে উপস্থিত ছিলেন ছবির পরিচালক এসএস রাজামৌলি, মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, পৃথ্বীরাজ সুকুমারণ, এম এম কীরাবাণী, ভূষণ কুমার, বিজয়েন্দ্র প্রসাদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে মহেশের স্ত্রী নম্রতা শিরোদকার এবং মেয়ে সীতারা উপস্থিত ছিলেন। তবে ইভেন্টে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি ছিল এককথায় নজরকাড়া। প্রায় এক দশক পর ভারতীয় ছবিতে ফিরছেন তিনি। সাদা ও সোনালী রঙের লেহেঙায় এদিন তাঁর লুক ছিল একেবারে ঐতিহ্যে ভরপুর।

অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল টিজারে মহেশ বাবুর ‘রুদ্র’ অবতার। হাতে প্রকাণ্ড ত্রিশূল, মুখ ভর্তি দাড়ি, রক্তমাখা শরীরে, ক্ষিপ্র বুনো ষাঁড়ের পিঠে সওয়ার হয়ে নাটকীয় কায়দায় সামনে এলেন তিনি। তাঁর পিছনে সারিবদ্ধ দেখা যাচ্ছিল ছিল কাশীর প্রাচীন মন্দির। পরিচালক এস এস রাজামৌলি নিজেই মহেশের এই লুক প্রকাশ করেন।

বারাণসী ছবিতে মহেশ বাবুর ফার্স্ট লুক-

 

 

View this post on Instagram

 

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)

বারাণসী ছবির টিজারে পৌরাণিক কাহিনী আর ইতিহাস মিলেমিশে তৈরি হয়েছে জটিল সময়রেখা। পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু খন্ড-বিখণ্ড হয়ে ছিটকে পড়েছে বারাণসী, আফ্রিকা ও অ্যান্টার্কটিকায়। শতাব্দীর পর শতাব্দী জুড়ে ঘটে যাওয়া সময়ের সমুদ্রে ডুব মেরেছেন রাজমৌলি। ৫১২ খ্রিস্টাব্দের প্রাচীন বারাণসীর দৃশ্য, ৭২০০ খ্রিস্টপূর্ব যুগের ঝলক, উগ্র ভট্টির গুহা, জঙ্গল, প্রকাণ্ড যুদ্ধদৃশ্য, সাধুদের যজ্ঞ, ত্রেতা যুগে বানরসৈন্য স্তুপের চূড়ায় রাম এবং হনুমানের লঙ্কা দহনকান্ডের মত আইকনিক দৃশ্য একের পর এক অসাধারণ উপস্থাপনায় উন্মোচিত হয়েছে টিজারে।

বারাণসী ছবির টিজার

বস্তুত, ছবিতে রামায়ণ-অনুপ্রাণিত একটি বিশেষ অধ্যায়ের সংযোগস্থাপনা রাজামৌলির বহু বছরের সাধনা। মহেশ বাবুর রাম-রূপে প্রথম ফোটোশ্যুটের কথা বলতে গিয়ে পরিচালক বলেন যে সেটে মহেশকে শ্রীরাম অবতার রূপে প্রথম দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তাঁর। প্রায় ৬০ দিন ধরে শ্যুট করা ছবির এই অংশটি যে ‘বারাণসী’র অন্যতম স্মরণীয় অধ্যায় হতে চলেছে তা বুঝিয়ে দেন তিনি।

টিজার প্রকাশের আগে অনুষ্ঠানে মহেশ বাবুর এন্ট্রিও ছিল একেবারে নাটকীয়তায় মোড়া। ইলেকট্রিক বুলের ওপর চেপে মঞ্চে প্রবেশ করেন তিনি। দেখে মুহূর্তে আবেগের স্রোত বয়ে যায় পুরো অডিটরিয়াম জুড়ে। মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার বক্তব্য মুহূর্তেই মন জিতে নেয় অসংখ্য দর্শকের হৃদয়।

বলা বাহুল্য ইভেন্টের জন্য পুরো সেটটাই তৈরি করা হয়েছিল বারাণসীর ঘাটের আদলে। অনুষ্ঠান আরো জমে ওঠে যখন শ্রুতি হাসান আর এম এম কীরাবাণীর সুরে সঙ্গীত পরিবেশন করেন। টিজারের শেষে শিরোনামের সঙ্গে উঠে আসে হ্যাশট্যাগ ‘গ্লোব ট্রটার’। তাঁর নিচে লেখা রয়েছে ‘টাইম ট্রটার’। বোঝা যায়, ছবির নাম বদল হলেও সিনেমার মূল সত্তা কিন্তু মোটেই বদলায়নি। কীরাবাণীর ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্মে মুক্তি পাবে রাজামৌলির ‘বারাণসী’।

 

আরও পড়ুন – ২ দিনেই ১.৫ মিলিয়িন লাইক, প্রিয়াঙ্কা চোপড়ার মন্দাকিনী অবতার ‘কাঁপ’ ধরাচ্ছে বিনোদন দুনিয়ায়

আরও পড়ুন – আধুনিক যুগের অপরুপ ‘দেবকন্যা’ আশিকা রঙ্গনাথ, দেখুন ছবি

ফলো করুণ-