Thursday, January 15

বিনোদন

আধুনিক যুগের অপরুপ ‘দেবকন্যা’ আশিকা রঙ্গনাথ, দেখুন ছবি

আশিকার এই উপস্থিতি ছিল এক কথায় মন্ত্রমুগ্ধকর। একদিকে দেবকন্যার মত নিঃশব্দ রূপ, অন্যদিকে সমসাময়িক গ্ল্যামারের তীক্ষ্ণ দ্যুতি।
আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ, দেখুন ছবি
'দেবকন্যা' সাজে অভিনেত্রী আশিকা রঙ্গনাথ

Ashika Ranganath

ন্নড় অভিনেত্রী আশিকা রঙ্গনাথ নিঃসন্দেহে অপার রূপের অধিকারী। দেবকন্যা তুল্য তাঁর সৌন্দর্য। তাঁর হাসিতে মূর্ছা যান এই প্রজন্মের তরুণরা। নতুন নতুন সাজে যখন তিনি ধরা দেন অনুরাগীদের সামনে, তখন তাঁর থেকে চোখ ফেরায় কার সাধ্যি! সম্প্রতি ‘গাথা বৈভব’ ছবির ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে তিনি সেজেছিলেন আধুনিক যুগের অপরুপ দেবকন্যা রূপে। ডিজাইনার মহিথা প্রসাদের তৈরি পেস্তা রঙের লেহেঙ্গায় রীতিমত ঠিকরে বেরোচ্ছিল তাঁর রূপের ছটা।


আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ

আশিকা রঙ্গনাথ

 

আশিকার পরনে ছিল পেস্তা-সবুজ রঙের এক মনোহর লেহেঙ্গা, যার প্রতিটি সুতোয় যেন প্রকাশ পাচ্ছিল রাজকীয় রুচি।


আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ

আশিকা রঙ্গনাথ

 

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে গড়া এই আউটফিটে অপরূপা সৌন্দর্যে ধরা দিয়েছেন তিনি।


আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ

আশিকা রঙ্গনাথ

 

পিস্তাচিও শেডের এই পোশাকে ছিল এক অদ্ভুত শান্ত দীপ্তি। যেন মন্দিরের প্রাচীন ভাস্কর্যে খোদাই করা এক অপ্সরার প্রতিকৃতি।


আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ

নাকের ডায়মন্ড নোজপিন

 

পেস্তা-সবুজ রঙের সিল্কে তৈরি লেহেঙ্গাটি ছিল ফিশ-কাট স্টাইলে। যার সঙ্গে গাঢ় সোনালি কাজ করা ব্লাউজ একেবারে মানানসই লাগছিল।


আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ

এমব্রয়ডারি করা স্ট্রাকচার্ড ব্লাউজ

 

এমব্রয়ডারি করা স্ট্রাকচার্ড ব্লাউজের সঙ্গে জুড়ে ছিল গ্ল্যামারাস রাফল স্কার্টের চলমান সৌন্দর্য। ব্লাউজের ক্যাপ-স্লিভ ডিজাইন আশিকার লুকে এনে দিয়েছিল দেবকন্যার উজ্জ্বল সৌন্দর্য।


আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ

কোমল ট্যাসেল

 

শিফন-ড্রেপের হালকা ট্যাসেল কোমল ভঙ্গিতে ছুঁয়ে গিয়েছিল তাঁর টোনড মিডরিফ। যেন পরিমিত সংযম আর সৌন্দর্যের মেলবন্ধন।


আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ

ছোট সাইড বেণী করে বাঁধা চুল, বাকি ঢেউ খেলানো

 

সাজ সম্পূর্ণ করতে আশিকা বেছে নিয়েছিলেন হালকা জুয়েলারি। তাঁর গলায় ছিল ভিভান্ত গোল্ড অ্যান্ড ডায়ামন্ডস-এর পার্ল নেকপিস। নাকের ডায়মন্ড নোজপিন ‘দেবকন্যা’র লুকে তৃতীয় চক্ষুর মত শোভা পাচ্ছিল।


আধুনিক যুগের অপরুপ 'দেবকন্যা' আশিকা রঙ্গনাথ

তীক্ষ্ণ গ্ল্যামারে ঐতিহ্য আর আধুনিকতা

 

সব মিলিয়ে আশিকার এই উপস্থিতি ছিল এক কথায় মন্ত্রমুগ্ধকর। একদিকে দেবকন্যার মত নিঃশব্দ রূপ, অন্যদিকে সমসাময়িক গ্ল্যামারের তীক্ষ্ণ দ্যুতি। যেন কোমলতা আর আধুনিকতা একই সুতোয় গাঁথা হয়েছিল তাঁর ফ্যাশন স্টেটমেন্ট।

 

সব ছবি- অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজ থেকে

আরও পড়ুন – ২ দিনেই ১.৫ মিলিয়িন লাইক, প্রিয়াঙ্কা চোপড়ার মন্দাকিনী অবতার ‘কাঁপ’ ধরাচ্ছে বিনোদন দুনিয়ায়

আরও পড়ুন – সোহিনী ও ঋতাভরীর ‘ব্যক্তিগত’ হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে

ফলো করুণ-