প্রিয়াঙ্কা চোপড়ার মন্দাকিনী অবতার
একেই বোধহয় বলে প্রত্যাবর্তন! হাতে বন্দুক উঁচিয়ে হলুদ শাড়িতে ভারতীয় সিনেমায় ফিরলেন ‘দেশি গার্ল’- প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এস এস রাজামৌলির সাইফাই ছবি ‘গ্লোবট্রটার’-এর মাধ্যমেই ফের এদেশীয় ছবিতে প্রত্যাবর্তন হচ্ছে পিসিজে-র। এই ছবিতে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। গত মঙ্গলবার, ১২ নভেম্বর প্রকাশ্যে আসে ‘মন্দাকিনী’ চরিত্রে তাঁর ফার্স্ট লুক। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর লুক নিয়ে চর্চার ঢেউ বয়ে যায়।
রাজমৌলির ‘গ্লোবট্রটার’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার মন্দাকিনী অবতার দেখে রীতিমত চমকে গিয়েছেন তাঁর ভক্তরা। হলুদ শাড়িতে দুহাতে বন্দুক ধরে হলিউডি কায়দায় গুলি ছুঁড়ছেন তিনি। প্রিয়াঙ্কার এহেন ‘মন্দাকিনী’ অবতার দেখে চারিদিক যে তোলপাড় হবেই, তা বলাই বাহুল্য। শুধু ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টে এই পোস্টে লাইক পড়েছে ১.৫ মিলিয়নেরও বেশি। সমাজমধ্যমে পোষ্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘চোখে যা দেখা যায়, সে তার থেকেও বেশি কিছু… মন্দাকিনীকে স্বাগত জানাও।’
দেখুন প্রিয়াঙ্কা চোপড়ার মন্দাকিনী অবতার-
ইন্সটাগ্রামে ছবি পোস্ট হতেই তাঁর প্রশংসায় ভরিয়ে দেন সকলেই। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস কমেন্টে প্রথমেই লিখেছেন, ‘ইনক্রেডিবল’। বিবেক ওবেরয় মন্তব্য করেছেন, ‘জেমস বন্ড স্টাইলে আমাদের দেশি গার্ল, দুর্দান্ত লাগছে পি সি’। ‘গ্লবট্রটার’-এর পরিচালক এসএস রাজামৌলি ‘মন্দাকিনী’র পোস্টার তাঁর সোস্যাল হ্যান্ডেলে শেয়ার করে বলেছেন, ‘যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন, সেই ‘দেশি গার্ল’কে আবারও স্বাগতম! মন্দাকিনীর অজস্র রূপে তোমাকে দেখার জন্য আর তর সইছে না।’
তবে ছবির দুই প্রধান চরিত্র ‘কুম্ভ’ আর মন্দাকিনীর পোস্টার প্রকাশ্যে এলেও, মহেশ বাবুর লুক কিন্তু এখনো সামনে আসেনি। কারণ ‘গ্লোব ট্রটার’-এর কেন্দ্রীয় চরিত্রে তিনিই। তবে আপাতত প্রিয়াঙ্কার হলুদ শাড়ি আর বন্দুকধরা অবতারের ঝড় সামলাতেই ব্যস্ত নেটভুবন। এরই মধ্যে আগামী ১৫ নভেম্বর রামোজি ফিল্ম সিটিতে আয়োজন করা হচ্ছে গ্লবট্রটার ছবি উপলক্ষ্যে মেগা ইভেন্ট।
মূলকথা, রাজামৌলির অ্যাকশন-অ্যাডভেঞ্চার প্যাকড এই ছবিকে নিয়ে এখন নেটদুনিয়া রীতিমত সরগরম। প্রিয়াঙ্কার পোস্টার প্রকাশের আগেই মুক্তি পেয়েছিল ছবিতে কুম্ভ চরিত্রে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের লুক। শারীরিকভাবে অক্ষম কিন্তু মস্তিষ্কপ্রখর যোদ্ধা হিসেবে তাঁর ফার্স্ট লুকও অনুরাগীদের রোমাঞ্চে ভরিয়ে দিয়েছে। পেক্ষাগৃহে ইতিহাস তৈরি করতে গ্লবট্রটার-এর নির্মাতারা যে রীতিমত প্রস্তুত নিচ্ছে তা স্পষ্ট হচ্ছে পরতে পরতে।
আরও পড়ুন – সোহিনী ও ঋতাভরীর ‘ব্যক্তিগত’ হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে


