Thursday, November 27

বিনোদন

ধর্মেন্দ্রর ‘শারীরিক অবস্থা স্থিতিশীল’, জানালেন এশা

আগামী ডিসেম্বরেই ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র। বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই হলেও, পর্দায় এখনও তাঁর উপস্থিতি সমান উজ্জ্বল।
ধর্মেন্দ্রর 'শারীরিক অবস্থা স্থিতিশীল', জানালেন এশা
অভিনেতা ধর্মেন্দ্র। ছবি- ইনস্টাগ্রাম।

Dharmendra News

র্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। কয়েকদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে অবস্থা স্থিতিশীল থাকলেও, সোমবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে ধর্মেন্দ্র ভেন্টিলেশনে রয়েছেন এবং চিকিৎসকদের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছে।

এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব। তবে ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। অভিনেতার কন্যা, এষা দেওল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অনুগ্রহ করে ভুয়ো খবর ছড়াবেন না এবং আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। বাবার দ্রুত আরোগ্য কামনা করুন।’

আগামী ডিসেম্বরেই ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র। বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই হলেও, পর্দায় এখনও তাঁর উপস্থিতি সমান উজ্জ্বল। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। শোলে ছবিতে তাঁর অভিনয় কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিল। ১৯৬০ সালের ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবি দিয়ে তাঁর বলিউডে অভিষেক ঘটেছিল। এমনকি সম্প্রতি মুক্তি পেতে চলা ‘ইক্কিস’ ছবিতে তাঁর ঝলক দেখেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। তবে এরই মধ্যে তাঁর শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। বলিউড সহ গোটা বিনোদন দুনিয়ে অধীর আগ্রহে তাঁর আরোগ্য কামনা করছেন।

খবর পাওয়া যাচ্ছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সবাই আশা করছেন, খুব শিগগিরই আবার সুস্থ হয়ে ফিরবেন বলিউডের ‘হী-ম্যান’।

আরও পড়ুন – আবার আসছে ‘রাউডি রাঠোর’, তবে এবার বাদ অক্ষয়

সূত্র: সংবাদমাধ্যম এবং ইনস্টাগ্রাম।

ফলো করুণ-