Rowdy Rathore 2
২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহা অভিনীত অ্যাকশন কমেডি ছবি ‘রাউডি রাঠোর’। ছবিতে পুলিশ অফিসার বিক্রম রাঠোরের চরিত্রে অক্ষয় কুমারের সংলাপ এবং অভিনয় সেসময় রীতিমত বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। একসময় দর্শকদের মুখে মুখে ঘুরত তাঁর আইকনিক ডায়ালগ ‘ডোন্ট অ্যাংরি মি’। আর এবার প্রায় ১২ বছর পর সেই ছবিরই সিক্যুয়েল নিয়ে ফের আর একবার সরগরম হল বলিউড ইন্ডাস্ট্রি।
জানা যাচ্ছে, ‘রাউডি রাঠোর ২’-এর প্রযোজনার দায়িত্বে আছেন সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। এমনকি, গুঞ্জন এও ছড়িয়েছে যে, গত তিন বছর ধরে এই সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন শাবিনা খান এবং সঞ্জয় লীলা বনশালি নিজেও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুর দিকে হয়তো শুরু হবে ছবির কাজ। তবে, গুঞ্জন যাই হোক না কেন, এ বিষয়ে অফিসিয়াল কোন বিবৃতি কোন মহল থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
তবে বনশালির এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় চমক হল, খোদ ‘রাউডি রাঠোর’-এর ভূমিকা থেকে এবার নাকি বাদ যাচ্ছেন অক্ষয়। অর্থাৎ, অক্ষয় কুমারের পরিবর্তে নির্মাতারা অন্য কোন নতুন মুখ নিয়ে চিন্তাভাবনা করছেন। প্রথমদিকে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নাম শোনা গেলেও, তিনি আপাতত এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এখনো নিশ্চিত নয়, কে হচ্ছেন নতুন ‘বিক্রম রাঠোর’।
শোনা যাচ্ছে, সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করছেন দক্ষিণী পরিচালক পিএস মিথ্রান। তামিল ইন্ডাস্ট্রিতে অ্যাকশন থ্রিলারের জন্য মিথ্রান বেশ পরিচিত। ফলে ‘রাউডি রাঠোর’-এর সিক্যুয়েলে অ্যাকশন ও উপস্থাপনা নিয়ে নতুন কিছু দেখা যাবে, এমনটাই অনুমান করছেন ইন্ডাস্ট্রির একাংশ।
উল্লেখ্য, ২০১২ সালের ‘রাউডি রাঠোর’ ছিল এস.এস. রাজামৌলির তামিল ছবি ‘বিক্রমারকুডু’-র হিন্দি রিমেক। সেই ছবির সাফল্যের এক দশকেরও বেশি সময় পর এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি নিয়ে গুঞ্জন দানা বাঁধছে। বনশালি আপাতত ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। তবে ‘রাউডি রাঠোর’-এর সিক্যুয়েল নিয়ে যে বলিউডে জল্পনার পারদ চড়ছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন – পলকা ডট ড্রেস পরে গ্ল্যামার কুইন অদিতি রাও হায়দরি



