পলকা ডট ড্রেস পরে অদিতি
ফ্যাশন মানে শুধু পোশাক নয়, বরং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। আর সেই ব্যক্তিত্বে সৌন্দর্য আর রুচির মেলবন্ধন ঘটাতে জানেন বলিউড গ্ল্যামার কুইন অদিতি রাও হায়দরি। সম্প্রতি মুম্বাইতে ঐতিহ্যবাহী ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ‘গ্যালারি লাফায়েত’-এর প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেই বিশেষ মুহূর্তকে উদযাপন করার জন্য তিনি বেছে নিয়েছিলেন গৌরী ও নৈনিকার ২০২৫-২৬ কাউচার কালেকশন থেকে একটি অসাধারণ কালো রঙের স্ট্র্যাপলেস গাউন। হলিউড ভিনটেজ গ্ল্যামারে মোড়া এই পোশাকে তাঁর উপস্থিতি ছিল একেবারে নজরকাড়া। দেখুন ছবি-
সব মিলিয়ে পলকা ডট ড্রেস পরে অদিতি রাও হায়দরির এদিনের লুক ছিল এককথায় ক্লাসিক রোম্যান্স আর আধুনিক আভিজাত্যের নিখুঁত সংমিশ্রণ।
সব ছবি- অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজ থেকে।
আরও পড়ুন – Ushasi Ray Look: এথনিক লুকে গ্ল্যামার ছড়ালেন অভিনেত্রী ঊষসী রায়
আরও পড়ুন – প্যাস্টেল শিফন শাড়িতে মহারানি গায়ত্রী দেবীকে অনন্যা পাণ্ডের শ্রদ্ধাঞ্জলি









