Thursday, November 27

বিনোদন

কেমন আছেন শাইনি আহুজা? পেট চলছে কি করে?

বলিউডে গডফাদারহীন এই অভিনেতার ফের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল। শোনা যায়, ভারত ছেড়ে বিদেশে থিতু হয়েছেন তিনি।
কেমন আছেন শাইনি আহুজা? পেট চলছে কি করে?
বিস্মৃত নায়ক। ছবি- সমাজ মাধ্যম থেকে নেওয়া।

Bollywood Actor Shiney Suraj Ahuja

নাম, যশ, প্রতিপত্তি- সবই ছিল হাতের মুঠোয়। বলিউডে একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন। তাবড় তাবড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। অথচ একসময়কার তরুণীদের ক্রাশ শাইনি আহুজা আজ একেবারেই আলোচনার বাইরে। একসময় যে মুখে ভরসা রাখতেন পরিচালক-প্রযোজকরা, সেই মুখ আজ চেনেন ক’জন? ভাগ্যের নির্মম পরিহাসে হারিয়ে যাওয়া এই অভিনেতার জীবন যেন জ্বলজ্যান্ত এক বাস্তব চিত্রনাট্য। যেখানে আলো আর অন্ধকারের ফারাক মাপা যায় এক ফ্রেমে।

দুই দশক আগে বলিউডে প্রবেশ করেছিলেন শাইনি আহুজা। প্রথম ছবিতেই ঝড় তুলেছিলেন দর্শকের মনে। জিতেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। ‘গ্যাংস্টার’, ‘ভুলভুলাইয়া’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘সিনস’, ‘ওহ লমহে’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’- একের পর এক ছবি দিয়ে নিজের ট্যালেন্ট প্রমাণ করেছিলেন। অক্ষয় কুমার, বিদ্যা বালন, কঙ্গনা রানাউত, সোহা আলি খান, জন আব্রামের মতো তারকাদের সঙ্গে সমানভাবে স্ক্রিন শেয়ারও করেছেন। মনে হচ্ছিল, বলিউডে এই নায়ক লম্বা রেস খেলতেই এসেছেন।


কেমন আছেন শাইনি আহুজা? পেট চলছে কি করে?

ওজন বেড়েছে। ছবি- সমাজমাধ্যম থেকে নেওয়া

 

কিন্তু ২০০৯ সালে এক রাতেই পাল্টে গেল সবকিছু। ১৯ বছরের গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন শাইনি আহুজা। আদালতের রায়ে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হন শাইনি আহুজা। সেখানেই থেমে যায় তাঁর উল্কা গতির কেরিয়ার। জেল থেকে বেরিয়ে আসার পর বলিউডে ফেরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু মুখ ফিরিয়ে নেয় অধিকাংশরা। ‘ওয়েলকাম ব্যাক’-এর পর আর কোনো বড় কাজ মেলেনি তাঁর। প্রযোজক-পরিচালকরা একে একে দূরে সরে গেছেন।

বলিউডে গডফাদারহীন এই অভিনেতার ফের ঘুরে দাঁড়ানো তাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপরই শোনা যায়, ভারত ছেড়ে বিদেশে থিতু হন তিনি। বর্তমানে ফিলিপিন্সে কাপড়ের ব্যবসা করে জীবন চালাচ্ছেন সাইনি আহুজা। সময় পেরিয়ে বলিউড থেকে হারিয়ে গেলেও সিনে দুনিয়ায় তাঁকে নিয়ে এখনো চর্চার শেষ নেই। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর নতুন ছবি। মুখে সেই চেনা পরিচিত পুরোনো হাসি, তবে শরীরে বয়সের ছাপ স্পষ্ট। বেড়েছে ওজন। চলতি বছরেই পঞ্চাশে পা দিয়েছেন তিনি।

আরও পড়ুন – ‘রই রই বিনালে’র মুক্তি ঘিরে আবেগে ভাসছে গোটা অসম, জুবিনকে অন্তত একবার ‘ছুঁয়ে’ দেখতে চায় তাঁর ভক্তরা

আরও পড়ুন – ‘গোল্ড সিকুইন শাড়ি আর হল্টার নেক ব্লাউজে জাদু দেখালেন মালবিকা মোহনন

 

ফলো করুণ-