এনরিকের কনসার্ট আর বিদ্যা বালান
দীর্ঘ দু দশক পর আবার মায়ানগরী মুম্বইতে কনসার্ট করতে এসেছেন এনরিক ইগলেসিয়াস। অক্টোবরের ২৯ ও ৩০ তারিখে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এনরিকের কনসার্ট। সেই নিয়ে এনরিক ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, নির্ধারিত এই দু-দিনের লাইভ কনসার্ট দেখার জন্য শুধু যে তাঁর ভক্তরাই মুখিয়ে আছেন তা নয়, সমানভাবে প্রহর গুনছেন নাকি বলিউডের তারকারাও। তবে এনরিক ইগলেসিয়াসের এই লাইভ অনুষ্ঠান নিয়ে বলিউডের ‘পরিণীতা’ অভিনেত্রী বিদ্যা বালান একটু বেশিই যেন আবেগপ্রবণ। কারণ ২০ বছর আগে এনরিকের এমনই এক কনসার্টেই ঘুরে গিয়েছিল তাঁর জীবনের মোড়। এদিনের অনুষ্ঠানের আবহে তাই তিনি ফিরে গেলেন স্মৃতির অলিগলি দিয়ে সেদিনের ঘটনায়।
২০০৪ সালের সেই রাতের কথা মনে করে বোম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান যে, তিনি বন্ধু পবিত্রর সঙ্গে এনরিক ইগলেসিয়াসের কনসার্ট দেখতে গিয়েছিলেন। এনরিকের একের পর এক গানে তিনি বুঁদ হয়ে ছিলেন। এরপর বিরতির সময় এনরিক যখন স্টেজে ছিলেন না, সেই সময় পরিচালক প্রদীপ সরকার তাঁর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু বিদ্যা বালনের ফোন বন্ধ থাকায় কলটি তখন যায় পবিত্রর কাছে। বিদ্যা বালানের কথায়, “পরিচালক ফোনে জানতে চান যে আমি কোথায়। এরপর পবিত্র আমাকে ফোনটা দেয়। আমি সেসময় প্রদীপদাকে বলি যে, ‘আমি এখন এনরিকের কনসার্টএ আছি, এই মুহূর্তে কথা বলা সম্ভব নয়।’ তখন প্রদীপদা আমাকে ভিড় থেকে বেরিয়ে কোনো নিরিবিলি জায়গায় চলে আসতে বলেন। এরপরই বদলে যায় আমার জীবনের ভাগ্য। ভিড় ছেড়ে আমি যখন গেটের পাশে আসি তখন আমার সঙ্গে ফোনে বিধু বিনোদ চোপড়ার কথা হয়। ফোনের ওপার থেকে তিনি আমাকে বলেন, ‘তুমিই আমার পরিণীতা’। আর ঠিক সেই মুহূর্তে মঞ্চে ফিরে এসেছিলেন এনরিক। গাইছিলেন তাঁর বিখ্যাত গান ‘হিরো’।”
বিদ্যা বলেন, ‘সেই গান আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সে কথা আজও মনে পড়ে। একদিকে জীবনের এমন এক প্রাপ্তি আর অন্যদিকে স্টেজে এনরিক তখন গাইছেন ‘হিরো’। আমি কাঁদছিলাম, আমার হাত-পা কাঁপছিল। সেই মুহূর্ত যেন কখনও ভোলার নয়’।
এতদিন পর এনরিক ইগনেলিয়াস আবার ফিরেছেন কনসার্ট করতে। পুরনো সেই দিনের কথা মনে করে তাই অভিনেত্রী এতটা আবেগপ্রবণ। বলা বাহুল্য, এই বছরই বলিউড কেরিয়ারে ২০ বছর পূর্ণ করছেন বিদ্যা বালান। তাই এনরিক-এর ফিরে আসাকে যেন নিজের অভিনয় জীবনের এক বিশেষ উদযাপন হিসেবেই দেখছেন অভিনেত্রী। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “মজা করছি, এবার এনরিকের কনসার্ট করতে আসার উদ্দেশ্য হয়তো বলিউডে আমার ২০ বছর সেলিব্রেট করার জন্যই!’
এনরিকে ইগলেসিয়াস এর আগে দু’বার ভারতে পারফর্ম করেছেন। প্রথমটা ২০০৪ সালে। সেবার তিনি মুম্বই এবং ব্যাঙ্গালোরে পারফর্ম করেছিলেন। পরে ২০১২ সালে। তবে মুম্বইয়ে পারফর্ম করেছিলেন কেবল প্রথমবারেই।
আরও পড়ুন – গোল্ড সিকুইন শাড়ি আর হল্টার নেক ব্লাউজে জাদু দেখালেন মালবিকা মোহনন



