কেদারনাথ মন্দিরে সারা আলি খান
২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন সারা আলি খান। সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তখন থেকেই উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির তার পছন্দের তালিকায়। ফি বছর সুযোগ পেলেই একবার কেদারনাথ মন্দির দর্শন করে আসেন তিনি। এবছরও তার অন্যথা হয়নি।
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কেদারনাথ দর্শনের ছবি শেয়ার করেছেন তিনি। মন্দিরের সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন। কখনও পাহাড়ের কোলে বসে, কখনও সূর্যাস্ত দেখতে, আবার কখনও স্থানীয়দের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন নিজের অ্যাকাউন্টে। এর সঙ্গে রয়েছে বেশ কয়েকটি ভিডিও যেখানে সারা কেদারনাথ মন্দির পুজো এবং পাহাড়ের মনোরম দৃশ্যকে তুলে ধরেছেন। পাহাড়ি এলাকায় ট্রেকিংয়ের ছবি এবং ভিডিও তুলেছেন তিনি। শুধু ছবি বা ভিডিও তোলা নয়, স্থানীয় রেস্তোরাঁয় বসে খেতেও দেখা গেছে তাঁকে। কেদারনাথ সফরে সারা আলি খান অবশ্য একা ছিলেন না। অভিনেত্রীর সঙ্গে তাঁর এক বন্ধুকেও দেখা গেছে ভ্রমণ উপভোগ করতে।
পোস্টটি শেয়ার করে সারা আলি খান লিখেছেন, ‘জয় শ্রী কেদার’। তিনি আরও লিখেছেন কেদারনাথ ‘পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা যেখানে সব কিছুই আমার চেনা বলে বলে মনে হয় এবং যতবার আমি এখানে আসি ততবারই এই জায়গা আমাকে বিস্মিত আর মুগ্ধ করে। শুধু কৃতজ্ঞতা জানাই। আমার যা কিছু আছে সবটুকু দেওয়ার জন্য এবং আজ আমি যা, তা তৈরি করার জন্য ধন্যবাদ।’ কেদারনাথ মন্দির দর্শন করার সময় সারাকে মন্দিরের সামনের মাটিতে বসে প্রার্থনা করতেও দেখা গেছে।
আসলে এই মন্দিরের সঙ্গে সারার সম্পর্ক হয়তো অনেক গভীরে। তাই তিনি বারবার ছুটে যান সেখানে। কেরিয়ারের প্রথম ছবিও সেই কারণেই হয়তো কেদারনাথ মন্দিরকে ঘিরে জড়িয়ে আছে। প্রসঙ্গত উল্লেখ্য, সারা আলি খানকে সম্প্রতি অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে দেখা গেছে। খুব শিগগিরই তাঁকে আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রিত সিংয়ের সঙ্গে ‘পতি, পত্নী অউর ওহ দো’ ছবিতে দেখা যাবে। শোনা যাচ্ছে রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাবে ২০২৬-এর মার্চেই।
আরও পড়ুন – সিনেমা নয়, খাবারের ব্র্যান্ডের বিজ্ঞাপন! তাতেই খরচ ১৫০ কোটি টাকা?
আরও পড়ুন – দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ অভিনেত্রীর ১০টি নজরকাড়া লুক


