Monday, January 26

বিনোদন

সিনেমা নয়, খাবারের ব্র্যান্ডের বিজ্ঞাপন! তাতেই খরচ ১৫০ কোটি টাকা?

দর্শকদের একাংশের বক্তব্য, এটি আর পাঁচটা বিজ্ঞাপনের মতো নয়- বরং বলা যায় পূর্ণাঙ্গ একটি সিনেমাটিক অভিজ্ঞতা।
সিনেমা নয়, খাবারের ব্র্যান্ডের বিজ্ঞাপন! তাতেই খরচ ১৫০ কোটি টাকা?
দেড়শো কোটির অ্যাড। শ্রীলীলা, সানি, রণবীর। ছবি- ইনস্টাগ্রাম।

অন্যতম ব্যয়বহুল খাবারের ব্র্যান্ডের বিজ্ঞাপন

ফের একবার খবরের শিরোনামে বলিউড অভিনেতা রণবীর সিং। তবে তাঁকে নিয়ে চর্চার কেন্দ্রে এবার কোনো সিনেমা নয়, বরং একটি জনপ্রিয় খাবারের ব্র্যান্ডের বিজ্ঞাপন। যার বাজেট শুনলে এমনিতেই ভিরমি খাবেন অনেকেই- প্রায় ১৫০ কোটি। যা ভারতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল একটি বিজ্ঞাপনচিত্র। সম্প্রতি বিজ্ঞাপনটির একটি টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক চর্চা। দর্শকদের একাংশের বক্তব্য, এটি আর পাঁচটা বিজ্ঞাপনের মতো নয়- বরং বলা যায় পূর্ণাঙ্গ একটি সিনেমাটিক অভিজ্ঞতা।

বিগ বাজেটের এই বিজ্ঞাপনটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলি। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির পর থেকেই যিনি রীতিমত আলোচনার মূল স্রোতে। বড় পর্দার সেই সিনেমাটিক স্টাইল এবার তিনি নিয়ে আসছেন বিজ্ঞাপনের জগতেও। জানা গেছে, এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘চিংস সিক্রেট’-এর জন্য। পুরো বিজ্ঞাপনটি সাজানো হয়েছে একেবারে অ্যাকশন-থ্রিলার ছবির আদলে। যেখানে রণবীর সিংকে দেখা যাবে বিশেষ এক মিশনে নামা ‘এজেন্ট চিং’ চরিত্রে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ‘এজেন্ট মিরচি’ চরিত্রে নবাগতা অভিনেত্রী শ্রীলীলা এবং খলনায়কের ভূমিকায় ববি দেওল।

খবর পাওয়া যাচ্ছে বিজ্ঞাপনটি শ্যুট করার জন্য তৈরি করা হয়েছে বিশাল সেট, যেখানে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ভিজুয়াল ইফেক্ট ও অ্যাকশন টেকনোলজি। আন্তর্জাতিক পর্যায়ের একাধিক টিমও নাকি এই বিজ্ঞাপনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

বলা বাহুল্য, অ্যাটলি ও রণবীরের এটাই প্রথম যৌথ কাজ। সিনেমার মতো বাজেট ও প্রযুক্তির সংমিশ্রণে এই খাবারের ব্র্যান্ডের বিজ্ঞাপন ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সূত্রের মতে, শুধুমাত্র এর অ্যাকশন দৃশ্যের জন্যই খরচ হয়েছে নাকি কয়েক কোটি টাকা। উল্লেখ্য, রণবীর সিং এর সঙ্গে ‘চিংস’ ব্র্যান্ডেরও সম্পর্ক নতুন নয়। এর আগেও রোহিত শেঠির পরিচালনায় তৈরি তাঁর ‘চিংস’ সিরিজের বিজ্ঞাপন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে এবার অ্যাটলির সঙ্গে এই সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন – দীপাবলি ফ্যাশন: উৎসবের আমেজে দেখুন ৯ অভিনেত্রীর ১০টি নজরকাড়া লুক

ফলো করুণ-