আয়না চ্যাটার্জির ফেস্টিভ লুক
দিওয়ালির আমেজের মধ্যেই নতুন সাজে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আয়না চট্টোপাধ্যায়। লাল লেহেঙ্গা পরে আলো আঁধারি পরিবেশে তিনি ধরা দিয়েছেন তার অনুরাগীদের কাছে। আত্মবিশ্বাসের সাথে রাজকীয় আভিজাত্য ফুটে উঠেছে তাঁর ফ্যাশন স্টেটমেন্টে। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বেশ কয়েকটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, হালকা এমব্রয়ডারি করা লেহেঙ্গা এবং পরিমিত অলঙ্কারের ব্যবহারে তিনি হয়ে উঠেছেন একেবারে অনন্যা।
আয়নার পরনে রয়েছে গাঢ় লাল লেহেঙ্গা চোলি। চোলিতে রয়েছে সোনালি জরি ও সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ। সিঁদুর রঙের সেই লেহেঙ্গা চোলির কারুকার্যে ফুটে উঠেছে ঐতিহ্যের সঙ্গে রাজকীয় আভিজাত্য।
হালকা ফ্লেয়ারযুক্ত লেহেঙ্গার নরম ভাঁজে একদিকে যেমন রয়েছে গ্ল্যামারের ছোঁয়া, তেমনই অন্যদিকে মিশে আছে উৎসবের উষ্ণতা।
ব্লাউজের গভীর গলার ডিজাইন ও সূক্ষ্ম জরি বর্ডার আয়নার লুকে যোগ করেছে আধুনিকতা আর সাবেকিয়ানার মেলবন্ধন।
অলংকারে আয়না বেছে নিয়েছেন সোনালি ঝুমকা ও ব্রেসলেট। একেবারেই মিনিমাল লুক। ভারী গয়না নয়, বরং পরিমিত রুচির ছোঁয়ায় তৈরি হয়েছে গর্জাস ফেস্টিভ ফ্যাশন।
মেকআপেও রয়েছে সফট টোন। চোখে হালকা স্মোকি শেড, ন্যুড লিপস্টিক আর গালে নরম ব্লাশ- যা আয়নার লুকে এনেছে স্বাভাবিক অথচ আকর্ষণীয় দীপ্তি।
ঢেউ খেলানো খোলা চুল আর ভরপুর আত্মবিশ্বাসে প্রকাশ পেয়েছে সহজাত অভিব্যক্তি এবং রাজকীয় আভিজাত্য।
সব মিলিয়ে উৎসবের মরশুমে লাল লেহেঙ্গা চোলিতে আয়নার এই অনবদ্য দিওয়ালি লুক নিঃসন্দেহে একটি ট্রেন্ডসেটিং ফ্যাশন মুহূর্ত।









