Friday, October 17

বিনোদন

বহুদিন পর র‍্যাম্পে ঝাঁজ দেখালেন ‘ওজি র‍্যাম্প কুইন’ কঙ্গনা রানাউত, দেখুন ছবি

তবে এবারের ‘সালতানাত’-এ তাঁর সাজ একেবারেই ছিল চোখ ছানাবড়া করে দেওয়ার মত। আর তার ঝাঁজ সামলাতে রীতিমত হিমসিম খাচ্ছে তাঁর ভক্ত এবং অনুরাগীরা।
বহুদিন পর র‍্যাম্পে ঝাঁজ দেখালেন 'ওজি র‍্যাম্প কুইন' কঙ্গনা রানাউত, দেখুন ছবি
'ওজি র‍্যাম্প কুইন'

‘ওজি র‍্যাম্প কুইন’ কঙ্গনা রানাউত

মোহময়ী কঙ্গনা রানাউত! দীর্ঘদিন পর ফের কঙ্গনা তাক লাগালেন ফ্যাশন শো-তে। তিনি আবারও দেখালেন, বলিউডের আজও তিনিই ‘ফ্যাশন ক্যুইন’। সম্প্রতি মার্জার সরণিতে ডিজাইনার ‘রাবতা বাই রাহুল’-এর ব্রাইডাল কালেকশন ‘সালতানাত’-এর শো-স্টপার হিসাবে হেঁটে মাত করলেন এই বলিউড ডিভা। বহুদিন তিনি ফ্যাশন শো-তে অংশগ্রহণ করেননি। তবে এতদিন পরে র‍্যাম্পে ফিরলেন নাটকীয় ভঙ্গিমায়।


বহুদিন পর র‍্যাম্পে ঝাঁজ দেখালেন 'ওজি র‍্যাম্প কুইন' কঙ্গনা রানাওয়াত

‘ফ্যাশন কুইন’ কঙ্গনা

 

অনুষ্ঠানে তিনি পরেছিলেন আইভরি সিলভার রঙের জারদৌসি করা শাড়ি। সঙ্গে কাঁচুলি স্টাইলের ব্লাউজ এবং কোমরে মানানসই বেল্ট। গলায় ছিল পান্না আর সোনার কারুকার্য করা জুয়েলারি।


বহুদিন পর র‍্যাম্পে ঝাঁজ দেখালেন 'ওজি র‍্যাম্প কুইন' কঙ্গনা রানাওয়াত

রাজকীয় ভঙ্গিমায় কঙ্গনা

 

টানা ঝুমকা, চোকার নেকলেস এবং নথে তিনি আরো লাস্যময়ী হয়ে উঠেছেন। এছাড়া মাথার শীর্ষে ছিল মুকুট আর কপাল পর্যন্ত টিকলি। টান করে বাঁধা চুলে ফুলে সাজানো খোঁপা।


বহুদিন পর র‍্যাম্পে ঝাঁজ দেখালেন 'ওজি র‍্যাম্প কুইন' কঙ্গনা রানাওয়াত

‘চোখ ধাঁধানো প্রত্যাবর্তন’

 

এহেন কঙ্গনাকে দেখে রীতিমত বাকরুদ্ধ নেটপাড়া। অনেক অনুরাগীরা তো তাঁকে এই রূপে দেখে ‘ওজি র‍্যাম্প কুইন’ বলে মন্তব্য করেছেন।


বহুদিন পর র‍্যাম্পে ঝাঁজ দেখালেন 'ওজি র‍্যাম্প কুইন' কঙ্গনা রানাওয়াত

বলিউডের আজও তিনি ‘ফ্যাশন কুইন’

 

আসলে কঙ্গনা র‍্যাম্পে বরাবরই সাবলীল। তাঁকে র‍্যাম্প কুইন বলা মানে অতিরঞ্জিত করা নয়। এর আগে বহুবার তিনি বড় ডিজাইনারদের র‍্যাম্পে হাঁটার নজির রয়েছে। ২০২২ সালে ল্যাকমে ফ্যাশন উইকে খাদি ইন্ডিয়ার জন্য শোস্টপার ছিলেন। পরেছিলেন জামদানি শাড়ি। সেই বছরেই তিনি ডিজাইনার বরুণ চক্কিলামির একটি শো’তেও হাঁটেন। পরনে ছিল এমব্রয়ডারি করা লেহেঙ্গা।


বহুদিন পর র‍্যাম্পে ঝাঁজ দেখালেন 'ওজি র‍্যাম্প কুইন' কঙ্গনা রানাওয়াত

রাহুলের সঙ্গে কঙ্গনা

 

তবে এবারের ‘সালতানাত’-এ তাঁর সাজ একেবারেই ছিল চোখ ছানাবড়া করে দেওয়ার মত। আর তার ঝাঁজ সামলাতে রীতিমত হিমসিম খাচ্ছে তাঁর ভক্ত এবং অনুরাগীরা।

সব ছবি- ইনস্টাগ্রাম।

ফলো করুণ-