কোন মেট্রো স্টেশনের কাছে কোন পুজো
শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ পুজো- দুর্গাপুজো। আজ দেবীপক্ষের তৃতীয়া। তাই পুজো উদ্যোক্তাদের মধ্যে প্রস্তুতি এখন চরমে। কলকাতায় চতুর্থী থেকেই দুর্গাপুজো ধুমধাম করে শুরু হয়ে যায়। সারা বছরের অপেক্ষার শেষে উৎসবে সামিল হয় লক্ষ লক্ষ মানুষ। উৎসবের দিনগুলিতে প্রকৃতি বিমুখ হলেও মানুষ কিন্তু তা মানতে নারাজ। অসুর বৃষ্টিকে উপেক্ষা করে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে তাই সমাগম বাড়ে। কারণ বাঙালির সেরা উৎসব বছরে তো একবারই। তাই প্রস্তুতি নেওয়ার ঘাটতি নেই দর্শনার্থীদের মধ্যেও। কবে কোথায় কোন ঠাকুর দেখবেন চলছে রাত জেগে প্রতিমা দর্শন করার প্ল্যান। বলা বাহুল্য, কলকাতায় ঠাকুর দেখার সবচেয়ে সহজ উপায় হল মেট্রো রুট ধরে চলা। তাতে একদিকে সময় যেমন বাঁচে, আবার কম পরিশ্রমেই খুব সহজে পুজো প্যান্ডেলে পৌঁছানো যায়। কলকাতার প্রায় অধিকাংশ পুজো মেট্রো ধরে দর্শন করা যায়। দমদম-বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে শুরু করে পরপর কোন কোন পুজো মণ্ডপ দেখার সুবিধা হবে রইল তার তালিকা।
বেলগাছিয়া মেট্রো স্টেশন
বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমেই অটো কিম্বা বাস ধরে সহজেই পৌঁছানো যায় এইসব মণ্ডপগুলিতে-
শ্রীভূমি
দমদম পার্ক সর্বজনীন
দমদম পার্ক ভারতচক্র
দমদম পার্ক তরুণদল
টালা পার্ক
টালা প্রত্যয়
শ্যামবাজার মেট্রো স্টেশন
মেট্রো করে পুজো প্যান্ডেলে পৌছনোর মজাই আলাদা। শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছেই আছে বেশ কয়েকটি নামকরা পুজো-
বাগবাজার সর্বজনীন
হাতিবাগান সর্বজনীন
কাশী বোস লেন
হাতিবাগান নবীণপল্লি
নলিনী সরকার স্ট্রিট
শোভাবাজার মেট্রো স্টেশন
কুমোরটুলি সহ একাধিক পুজো দেখা যাবে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে-
কুমোরটুলি সর্বজনীন
শোভাবাজার রাজবাড়ি
জগৎ মুখার্জী পার্ক
আহিরীটোলা সর্বজনীন
কুমোরটুলি পার্ক
তেলেঙ্গাবাগান
গিরিশ পার্ক মেট্রো স্টেশন
চোরবাগান সর্বজনীন এবং সিমলা ব্যায়াম সমিতি সহজেই পৌঁছানো যাবে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকেই।
মহাত্মা গান্ধী রোড এবং সেন্ট্রাল মেট্রো
মহম্মদ আলি পার্ক এবং কলেজ স্কোয়ার পুজো দেখা যাবে এই দুই মেট্রো স্টেশন থেকে।
শিয়ালদহ রেল স্টেশন এবং মেট্রো
এই দুই স্টেশন থেকে কাছে পাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।
নেতাজি ভবন মেট্রো স্টেশন
নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেমে দেখতে পাবেন-
ভবানীপুর ৭৫ পল্লি
৬৮ পল্লি
৭৬ পল্লি
অগ্রদূত উদয় সংঘ
২২ পল্লি নর্দার্ন পার্ক
যতীন দাস পার্ক মেট্রো স্টেশন
ম্যাডক্স স্কোয়ারের পুজো কে না জানে। যতীন দাস পার্ক মেট্রো নামটি মনে থাকলেই হল-
ম্যাডক্স স্কোয়ার
বকুলবাগান
যতীনদাস পার্ক
২৩-এর পল্লি
কালীঘাট মেট্রো স্টেশন
কলকাতায় পুজো দেখতে গেলে কালীঘাট না গেলেই নয়। মেট্রো থেকে নামলেই একাধিক বড় পুজোর সন্ধান মিলবে এখানে-
হিন্দুস্থান পার্ক
চেতলা অগ্রণী
৬৬ পল্লি
সিংহী পার্ক
বাদামতলা আষাঢ় সংঘ
দেশপ্রিয় পার্ক
ত্রিধারা সম্মিলনী
বালিগঞ্জ কালচারাল
একডালিয়া এভারগ্রিন
বোসপুকুর শীতলামন্দির
সমাজসেবী সংঘ
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
তিনটি বড় পুজোর দেখা মিলবে রবীন্দ্র সরোবর স্টেশন থেকেই-
সুরুচি সংঘ
মুদিয়ালি
শিবমন্দির
টালিগঞ্জ মেট্রো স্টেশন
টালিগঞ্জ মেট্রো থেকে নেমে চলে যান-
বিবেকানন্দ পার্ক
বড়িশা ক্লাব
হরিদেবপুর ৪১ পল্লি
নেতাজি মেট্রো স্টেশন
এখান থেকে নাকতলা পল্লি উন্নয়ন সমিতি পুজো দেখার সুবিধা।
মাস্টারদা সূর্য সেন
রিজেন্ট পার্কের পুজো পড়বে মেট্রো স্টেশন থেকে অনতিদূরে।
গীতাঞ্জলী মেট্রো স্টেশন
নাকতলা উদয়ন সঙ্ঘ
বৈষ্ণবঘাটা বালক সমিতি
এছাড়া, এসপ্ল্যানেড থেকে বেহালা চৌরাস্তায় নেমে পড়লেই কাছেই পাওয়া যাবে বড়িশা ক্লাব এবং বড়িশা সর্বজনীন পুজো।




