পুজোর ফ্যাশন ট্রেন্ড
আআসন্ন শারদীয়া দুর্গোৎসব। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। তবে শুধুমাত্র প্যান্ডেল সাজানো বা পূজা পার্বণের আয়োজন নয়, সমানভাবে চলছে কেনাকাটাও। শিশু থেকে প্রবীণ- সকলেই এখন বাজারমুখী। পুজোর আগে শেষবেলায় মলে কিম্বা বাজারে গিয়ে নিজের পছন্দের জামা কাপড়টি কিনে নেওয়া। আসলে উৎসবের দিনগুলোতে একটু অন্য সাজে পাড়ার প্যান্ডেলে গিয়ে দাঁড়ানো, বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে বেড়ানো, কিংবা আড্ডার আসরে নিজেকে অন্য লুকে উপস্থাপন করা- এটাই তো পুজোর ফ্যাশন। আর তাই প্রতি বছরই পুজোর সময় উঠে আসে সাজগোজ আর ফ্যাশনের নতুন নতুন ট্রেন্ড। এবারের সেই হাওয়া কিন্তু বইছে ঢলঢলে জামার দিকেই।
গড়িয়াহাট, হাতিবাগান কিংবা নিউমার্কেট- নামি দামি ব্র্যান্ড থেকে শহরের সব বড় বাজার এখন ওভারসাইজড পোশাকের দখলে। সারি সারি ঝুলছে একরঙা গেঞ্জি, তার উপর আঁকা জনপ্রিয় সুপারহিরো বা অ্যানিমেটেড কার্টুন চরিত্র। বিক্রেতাদের কথায়, ‘এ-বছর ইয়ং জেনারেশন তো এটাই চাইছে।’ পুজোর ফ্যাশন ট্রেন্ড মানেই তো জেন-জেড ফ্যাশন স্টাইল।
ওভারসাইজড বা ‘অ্যান্টি-ফিট’ ফ্যাশনের গল্প অবশ্য আজকের নয়। আশির দশকে আমেরিকার ‘হিপ হপ’ কালচারের হাত ধরে শরীরের মাপের চেয়ে বড় জামা জনপ্রিয় হয়ে ওঠে। ঢলঢলে টি-শার্ট আর ব্যাগি প্যান্ট ছিল একরকম প্রতিবাদী স্টাইল, যা ধীরে ধীরে গ্লোবাল ফ্যাশনের অঙ্গ হয়ে ওঠে। পরবর্তীকালে কোরিয়ান ফ্যাশনকেও ঘিরে ওঠে এই ঢিলেঢালা ধারা। আর এখন সেই প্রভাব এসে পৌঁছেছে একেবারে কলকাতার পুজো ফ্যাশনেও।

ওভার সাইজড পোশাকের জনপ্রিয়তার বড় কারণ এটির আরামদায়ক গড়ন। শরীরের মাপের চেয়ে বড় হওয়ায় গায়ে পরলেই ঢলঢল করে নেমে আসে কাপড়। হাঁটা-চলা, কেনাকাটা বা ভিড়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা- সবেতেই বেশ আরাম মেলে। শুধু তরুণরা নয়, মহিলাদের মধ্যেও কিন্তু এই ফ্যাশনের জনপ্রিয়তা বাড়ছে। নিউমার্কেটের ব্যবসায়ীরা জানাচ্ছেন, ছেলেদের পছন্দের তালিকায় ওভারসাইজড টি-শার্টের সঙ্গে হিট জগার্স কার্গো এখন একেবারে শীর্ষে, আর মেয়েদের নজর ‘আলিয়া কাট’ কুর্তি।
এবারের পুজোর ফ্যাশনে আরেক চমক হলো চন্দ্রযান-৩ থিম। দেশের বৈজ্ঞানিক সাফল্যকে এবার আঁকা হয়েছে পোশাকের ক্যানভাসে। নানা রঙের টি-শার্টে দেখা যাচ্ছে চাঁদ, ইসরোর প্রতীক কিংবা ল্যান্ডার বিক্রমের ছবি। বাজারের পাশাপাশি অনলাইনেও এই পোশাকের বিক্রি হচ্ছে দেদার। ফলে উৎসবের ভিড়ে দেশপ্রেম আর ফ্যাশন একসঙ্গে জায়গা করে নিচ্ছে।
পুজো মানেই সাজগোজ, আর সাজগোজ মানেই ফ্যাশনের নতুন ট্রেন্ড। এবার সেই রূপে যুক্ত হয়েছে পশ্চিমী পোশাক সংস্কৃতির ছোঁয়া। হিপ হপ কালচার থেকে কোরিয়ান ফ্যাশন থেকে কলকাতার অলিগলি- পুজোর ফ্যাশন সাজবে এবার ওভার সাইজে।




