Dhumketu Film Dev-Subhashree
আগামী ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। তার আগে ছবির চুটিয়ে চলছে প্রচার। দেব এবং শুভশ্রী দুজনেই ভীষণ ব্যস্ত ছবির প্রচার নিয়ে। সোমবারই নজরুল মঞ্চে ছিল ছবির গ্র্যান্ড ট্রেলার মুক্তি অনুষ্ঠান। সেখানে দশ বছর পর তাঁরা ফের এর একবার মঞ্চ মাতালেন। সমাজ মাধ্যমেও ধূমকেতু নিয়ে ঝড় উঠেছে। গত দু-সপ্তাহ ধরে সোস্যাল মিডিয়ায় তারাই ট্রেন্ড। এর মধ্যে আজ প্রকাশ পেল ধূমকেতু ছবির নতুন পোস্টার।
পোস্টারে লাল রঙের পোশাকে নতুন অবতারে শুভশ্রী। মুখে অদ্ভুত ঔদাসিন্যের ছাপ। ফ্যাকাসে চোখের অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। লাল রঙের ওড়না দেওয়া আছে মাথায়। গল্পের কোনো এক পর্যায়ে এসে তাকে এই রূপে দেখা যাবে- সেই কথাই প্রকাশ পেয়েছে পোস্টারে। নিচে বড় বড় করে লেখা, ‘এইট ডেইস টু গো’। ছবিতে শুভশ্রীর এই অবতার নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram
আসলে দশ বছর পর হঠাৎ করে দেব-শুভশ্রীর পর্দায় ফিরে আসার সম্ভাবনায় উচ্ছসিত দর্শকরা। নতুন করে দেব শুভশ্রী জ্বরে আক্রান্ত তাদের অনুরাগীরা। দিন যত এগিয়ে আসছে উত্তেজনার পারদ তত চড়ছে। একসময়কার বড়পর্দার এই হিট জুটির প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে প্রত্যাশা তাই তুঙ্গে। সম্পর্ক বিচ্ছেদের বছর তিনেকের মধ্যেই ছবির চিত্রনাট্যে তাদের প্রেম, বিরহ কিভাবে ফুটে উঠেছিল তা দেখার জন্য এক একটি দিন গুনছে ভক্তরা।

‘ধূমকেতু’ ছবি নিয়ে প্রযোজক রানা সরকারের প্রত্যাশা চরমে। যেমনটা দর্শকদের। দেব শুভশ্রীও ছবির সাফল্য নিয়ে প্রচারের সময় ইতিবাচক বক্তব্য রাখছেন। আশাবাদী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। বাংলা ছবি নিয়ে এত আলোড়ন-আলোচনা আগে বোধহয় খুব কমই দেখা গেছে। এ এক বিরল উন্মাদনা। সমাজ মাধ্যম জুড়ে শুধুই দেব আর শুভশ্রী। নেটপাড়ায় ‘ধূমকেতু’ ছবি নিয়ে অফুরন্ত গুঞ্জন। এ শুরুর হয়তো শেষ নেই। বাংলা ছবির জগতে এ এক নতুন অধ্যায়। কিন্তু ‘ধূমকেতু’ নিয়ে এই উন্মাদনার কারণ কি? এর নেপথ্যে শুধুই কি দেব-শুভশ্রী?
আরও পড়ুন – Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি
আরও পড়ুন – Shah Rukh Khan: এত ছবি থাকতে শেষে ‘জওয়ান’ ছবির জন্য কেন শাহরুখ খান জাতীয় পুরস্কার পেলেন?
সত্যি কথা বলতে কি, এই ছবির প্রযোজক থেকে পরিচালক এবং নায়ক-নায়িকা কোথাও গিয়ে যেন মিশে গেছে দর্শকদের উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে। মিলেমিশে একাকার হয়ে গেছে ছবি যারা বানাচ্ছেন আর ছবি যারা দেখবেন। ১০ বছর পর দেব-শুভশ্রী জুটির ‘ফিরে আসা’, নায়ক নায়িকার ব্যক্তিগত জীবন, নৈনিতালে শুটিংয়ের সময় দেবের স্পট বয়দের সঙ্গে বেলচা দিয়ে বরফ সরানো, প্রচার অনুষ্ঠানে দেবের চেয়ার বয়ে নিয়ে যাওয়া, ‘ধূমকেতু’র চিত্রনাট্য, চিত্রনাট্যে তাদের প্রেম, প্রাপ্তি, অসমাপ্ত লুকানো টান, অনুভূতি, বার্ধক্য, অনুরাগীদের ভালোবাসা, কান্না, অভিমান- এ সব কিছুই জড়িয়ে আছে ‘ধূমকেতু’কে ঘিরে। ‘ধূমকেতু’ কেবলমাত্র বাংলা সিনেমার জগতে দেব-শুভশ্রী জুটির কামব্যাক হিসাবে ধরলে ভুল হবে। বরং বলা যায়, এ ছবি হল আসলে এক দশকেরও বেশি সময় ধরে চেপে রাখা একটি আবেগ, বহুদিন পর যা মুক্তির স্বাদ পেয়েছে।