Wednesday, July 30

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা বঙ্গে, কি কি বিষয়ে সতর্ক থাকবেন এসময়?

ঝড়বৃষ্টির সময় বাইরে বেরনো থেকে বিরত থাকুন। বাইরে থাকলে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিন।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আগামী কয়েকদিনে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ জারি করেছে আবহাওয়া দপ্তর। 28 মে থেকেই দুর্যোগের আশঙ্কা ঘনাচ্ছে বঙ্গের আকাশে। সমুদ্রের ওপর ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।

নিম্নচাপের আশঙ্কায় উত্তরবঙ্গ সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝড়বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। গতকাল মঙ্গলবারই নিম্নচাপটি তৈরি হয়েছিল। এখন সে শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর দিকে স্থলভাগের দিকে সরে আসছে। আজ বুধবার থেকেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ২৯ মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে জলমগ্ন হতে পারে বিস্তীর্ণ এলাকা। শহর কলকাতায়ও অতিবৃষ্টিতে জল জমার আশঙ্কা রয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। আগামী শনিবার ৩১ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার ৩০ মে, দক্ষিন ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও শুক্রবার ভারী বৃষ্টিপাত হবে। দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা বঙ্গে, কি কি বিষয়ে সতর্ক থাকবেন এসময়?

উত্তরবঙ্গে বৃহস্পতিবার ২৯ মে এবং ৩০ মে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোন কোন অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির প্রভাবে পার্বত্য অঞ্চলে ধস নামার সম্ভাবনা আছে।

আবহাওয়ার এমন দুর্যোগের সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বৃষ্টির সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। জমা জল থেকে দুরে থাকুন। জমা জলে বিপদের ঝুঁকি থাকে। ঝড়বৃষ্টিতে বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে পড়তে পারে। সেদিকে খেয়াল রেখে তবেই খুব প্রয়োজন পড়লে বাইরে যাওয়া আসা করুন। 

ঝড়বৃষ্টির সময় বাইরে বেরনো থেকে বিরত থাকুন। বাইরে থাকলে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিন। কোন বড় গাছ বা খোলা জায়গায় বজ্রবৃষ্টির সময় দাঁড়াবেন না। ব্জ্রপাতের সময় ধাতব কোনো বস্তু, গাছপালা বা বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন। এসময় বাড়িতে থাকলে ল্যাপটপ, মোবাইল, টিভি, ফ্রিজ প্রভৃতি ইলেকট্রনিক জিনিস বিদ্যুৎ-বিচ্ছিন্ন রাখুন এবং দুরে থাকুন। বিপদের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

আরও পড়ুন

Aneet Padda’s Next Release সম্প্রতি আলোচনার শীর্ষে রয়েছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। একই সঙ্গে বলিউডে নতুন মুখদের মধ্যে অন্যতম আলোচিত মুখ অনীত পাড্ডা। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবির বিপুল সাফল্যের…

Meteor Shower ঘন্টায় অন্তত ২৫টি করে উল্কাপাত। আর ঠিক সেই সময় চাঁদও ঢাকা পড়বে অন্ধকারে। ফলে আকাশ জুড়ে বিরাজ করবে শুধুই অন্ধকার আর বিন্দু বিন্দু নক্ষত্ররাশি। এই নিকষ অন্ধকারে উজ্জ্বল…

Avatar: Fire and Ash অবশেষে অনলাইনে মুক্তি পেল জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির রোমহর্ষক ট্রেলার। ডিজনির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ট্রেলার প্রকাশ করা…

What Happens After Death জন্ম এবং মৃত্যু হল জীবনের সবথেকে জটিল আর রহস্যময় অধ্যায়। বিজ্ঞানের যুগে এই রহস্যের উদঘাটন আজও সম্ভব হয়নি। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কি করে, পুনরায়…

Drinking Alcohol একমাস ধরে শুধু বিয়ার পান করে শেষে মারা গেলেন এক ব্যক্তি। কেবলমাত্র বিয়ার খেয়েই তিনি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তা হল না। হওয়ার কথাও নয়। অদ্ভুত এই…

Dev-Subhashree Dhumketu দীর্ঘ ৯ বছর পর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। ২০১৬ থেকে ২০২৫। টলিউডের অন্যতম সেরা এই রোম্যান্টিক জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। প্রায় এক দশক…

বিড়াল কেন কংক্রিটের স্ল্যাব পছন্দ করে বিড়ালের অনেক রকমের স্বভাব। প্লাস্টিকের ব্যাগ চাটা থেকে শুরু করে মালিকের গা ঘেঁষা পর্যন্ত তার নানান ধরনের অদ্ভুত অভ্যাস। এই ছোট্ট, নরম তুলতুলে পোষ্যকে…

Avatar 3 Trailer প্রতীক্ষার অবসান। অবশেষে আজ মুক্তি পেল জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির অফিসিয়াল ট্রেলার। তবে এখানেও চমক আছে। বিষয় হল, এই ট্রেলার এখন চাইলেই আপনি মোবাইল…

Serial TRP List This Week সামনে এল এ সপ্তাহের বাংলা মেগা সিরিয়ালগুলির টিআরপি তালিকা। টিআরপি লিস্টে কোন সিরিয়াল এগোল আর কে পিছিয়ে গেল, সেই নিয়ে সপ্তাহভর থাকে অপেক্ষা। সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা…

সাইয়ারা ছবির সাফল্যের কারণ সম্প্রতি মুক্তি পেয়েছে এ বছরের অন্যতম হিট হিন্দি ছবি ‘সাইয়ারা’। বলিউডে রোমান্টিক ঘরানার ছবির ইতিহাসে ফের আলোড়ন তুলেছে এই ছবি। ছবি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহ যেতে…