Apple Full Screen iPhone: প্রযুক্তির ২০ বছরের ইতিহাসে বড়সড় পরিবর্তনের দিকে এগোচ্ছে অ্যাপল। ২০২৭ সালে নয়া প্রযুক্তির হাত ধরে বাজারে আসতে পারে অ্যাপেলের প্রথম “ফুল-স্ক্রিন” আইফোন। একেবারে তাক লাগানো ফিচার। সামনে থাকবে না কোনো নচ, না হোল-পাঞ্চ কিংবা ডায়নামিক আইল্যান্ড। ফোনের ফ্রন্ট ক্যামেরা ও ফেস আইডি সেন্সর সোজা যাবে স্ক্রিনের নিচে। অবাক লাগলেও আগামী দিনের অ্যাপেলের iPhone এমনটাই হতে চলেছে বলে দাবি করছে মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম, দ্য ইনফরমেশন।
Apple Full Screen iPhone: পরিকল্পনা
উল্লেখ্য, iPhone-এর দুনিয়ায় ‘এজ-টু-এজ’ ডিসপ্লে আনার পরিকল্পনা বহুদিন ধরেই ছিল অ্যাপলের। বিশেষজ্ঞদের মতে, অ্যাপেলের সাবেক চিফ ডিজাইন অফিসার জনি আইভ প্রথম এই আইডিয়া দিয়েছিলেন। আইভের সেই কল্পনাকে এখন বাস্তবে রূপ দেওয়ার পথেই হাঁটছে অ্যাপেল। ২০২৭ সালে আইফোনের ২০তম বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে অ্যাপেলের নকশা ফুল-স্ক্রীন ডিভাইসের দিকেই এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তবে প্রকাশিত খবর অনুযায়ী অ্যাপেল পূর্ণাঙ্গ ফুল-স্ক্রিন ডিজাইনে তাড়াহুড়ো করে শিফট করতে চাইছে না। তার আগে ধাপে ধাপে iPhone কে ক্রমবর্ধমান আপডেটের মধ্যে রাখতে চাইছে অ্যাপেল।
The Information-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বাজারে আসতে পারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। এই দুটি মডেলেই ফেস আইডি স্ক্রিনের নিচে থাকতে পারে বলে গুজব উঠেছে। তবে ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরার জন্য সামান্য একটি হোল থাকতে পারে বলে জানা যাচ্ছে।
এছাড়া, ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যান এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, অ্যাপল ধীরে ধীরে ডায়নামিক আইল্যান্ড সরিয়ে ফোনের স্ক্রিনের নিচে ফিচার নিয়ে যেতে চাইছে। নতুন রিপোর্টে তারই ইঙ্গিত মিলেছে।
তবে শুধু পরিকল্পনা থাকাটাই যথেষ্ঠ নয়। স্ক্রিনের নিচে ক্যামেরা নিয়ে যাওয়ার প্রযুক্তি এখনও পুরোপুরি নির্ভরযোগ্য হয়ে ওঠেনি। চিনের বেশ কয়েকটি ব্র্যান্ড যেমন নুবিয়া তাদের ফোনে এই ফিচার নিয়ে এসেছিল। কিন্তু ছবি ও ভিডিওর গুণমান নিয়ে নানান প্রশ্ন উঠেছে।
এই কারণেই অ্যাপল সময় নিতে চাইছে। কল্পনাকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তির নিখুঁত প্রয়োগের কথা ভাবছে। কারণ, অ্যাপলের পণ্যের মান নিয়ে কোনও আপসের সুযোগ নেই।