এখন থেকে আপনার ফোনের জেমিনি অ্যাপে বিনামূল্যে পাওয়া যাবে নতুন একটি স্মার্ট সুবিধা – ‘জেমিনি লাইভ’। গুগলের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, অ্যাডভান্স ভার্সনের পাশাপাশি জেমিনির অন্যান্য সংস্করণেও এই সুবিধা পাওয়া যাবে।
কি এই ‘জেমিনি লাইভ’ সুবিধা?
গুগলের এই সুবিধার মূল শক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। সহজ করে বললে, এই ফিচারের মাধ্যমে আপনার ফোনের ক্যামেরা দিয়ে কোনো কিছু ধরলেই, সেই ছবি বা স্ক্রিনে যা আছে, জেমিনি অ্যাপ নিমেষেই তা বিশ্লেষণ করে আপনাকে সে সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য দিয়ে দেবে। যেমন, আপনি যদি কোনো ফুল, গাছ বা মাছের দিকে ক্যামেরা তাক করান, তাহলে জেমিনি সঙ্গে সঙ্গেই বলে দেবে সেটি কি, তার বৈশিষ্ট্য কি ইত্যাদি।
শুধু ক্যামেরা নয়, আপনার ফোনের স্ক্রিনে যা আছে, যেমন কোনো ওয়েবসাইট, মেসেজ বা ছবি – জেমিনি সেটাও বিশ্লেষণ করে তথ্য সরবরাহ করবে নিমেষেই। এক কথায়, ফোনটাই হয়ে উঠবে আপনার ব্যক্তিগত সহকারী।

গুগল চলতি মাসের শুরুতে কেবলমাত্র পিক্সেল ৯ এবং স্যামসাং গ্যালাক্সি এস ২৫ ব্যবহারকারীদের জন্য ‘জেমিনি লাইভ’ ক্যামেরা এবং স্ক্রীনশেয়ার ব্যবহারের সুবিধা খুলে দিয়েছিল। সেই সময় গুগলের তরফ থেকে জানানো হয়েছিল, এআই (AI) ফিচার সমৃদ্ধ এই সুবিধা সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ধীরে ধীরে খুলে করে দেওয়া হবে। তবে তখন তা কেবলমাত্র জেমিনি অ্যাডভান্সড সাবস্ক্রিপশনের সাথে উপলব্ধ হবে বলে বলা হয়েছিল।
কিন্তু ব্যবহারকারীদের কাছ থেকে ক্যামেরা ও স্ক্রীন শেয়ারের মাধ্যমে জেমিনি লাইভের জনপ্রিয়তা ও ইতিবাচক সাড়া পেয়ে গুগল তাঁর সিদ্ধান্ত বদল করেছে। সাবেক টুইটার, এখনকার এক্স-এ গুগল একটি পোস্টে জানায়, ব্যবহারকারীরা এতটাই পছন্দ করেছেন এই ক্যামেরা ও স্ক্রিন শেয়ার সুবিধা যে তারা এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায়।
যাঁদের ফোনে জেমিনি অ্যাপ আগে থেকেই ইন্সটল করা আছে, তাঁরা শুধু অ্যাপটি আপডেট করলেই পাওয়া যাবে এই দারুণ সুবিধা।
সকলের সুবিধার্থে গুগল একটি ডেমো ভিডিও-ও প্রকাশ করেছে। ভিডিওটিতে দেখা গেছে, অ্যাকুয়ারিয়ামের সামনে ক্যামেরা চালু করতেই জেমিনি অ্যাকুয়ারিয়ামের মধ্যে থাকা মাছ বা উদ্ভিদগুলোকে নিমেষেই শনাক্ত করতে পারছে এবং তাদের তথ্য বলে দিতে পারছে।