ভারতের বাজারে শাওমি (Xiaomi) অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন ব্র্যান্ড। বিশেষ করে মধ্যবিত্তের কাছে এই ব্র্যান্ডের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবার কারণ হল Xiaomi Redmi সিরিজের বাজেট ফোন। এবার সেই ঐতিহ্য বজায় রেখে Redmi ভারতে লঞ্চ করল তাঁদের A সিরিজের শক্তিশালী স্মার্টফোন Redmi A5। কম দামে যাঁরা ভালো ফিচার ফোন চান তাদের জন্য Redmi A5 হয়ে উঠতে পারে পারফেক্ট চয়েস।
ডিজাইন ও ডিসপ্লে: Redmi A5 স্মার্টফোনে আছে 1640×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যেখানে আপনি পাবেন 120Hz রিফ্রেশ রেট। এই রিফ্রেশ রেট কিন্তু সাধারণত বেশি দামী ফোনেই পাওয়া যায়। ফলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা হোক বা ভিডিও স্ট্রিমিং, সবকিছুই হবে আরও মসৃণ।আবার চোখের সুরক্ষার কথা মাথায় রেখে Redmi নতুন A5 স্মার্টফোনে দিয়েছে Low Blue Light সার্টিফিকেশন। তার মানে হল, মোবাইল স্ক্রিন থেকে নীল আলো নির্গত হবে কম।
অপারেটিং সিস্টেম (OS): এই ফোনের সফটওয়্যার সাপোর্ট নজরকাড়ার মতন। ফোনটি Android 15 ‘Go Edition’ সহ লঞ্চ করা হয়েছে, যা বিশেষভাবে কম র্যাম আর কম স্টোরেজের ফোনগুলোর জন্য উপযোগী। এই ভার্সনের সবচেয়ে বড় সুবিধা হলো এতে Google Go অ্যাপস যেমন, Gmail Go, Maps Go, YouTube Go অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা যায়। এছাড়া এই অ্যাপ্লিকেশনের জন্য ব্যাটারি খরচ কম থেকে ইন্টারনেট ডেটা কম ব্যয় হয়।

প্রসেসর: Redmi A5-এ ব্যবহৃত হয়েছে UNISOC T7250 চিপসেট, যা তৈরি হয়েছে ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে। এই প্রসেসরটি অক্টা-কোর অর্থাৎ এতে মোট ৮টি কোর রয়েছে – তার মধ্যে ছয়টি কোর (Cortex-A55) চলে 1.6GHz গতিতে, আর বাকি দুইটি কোর (Cortex-A75) আরও বেশি পাওয়ারফুল, যেগুলো চলে 1.8GHz গতিতে। এই কম্বিনেশনের ফোনগুলো মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট উপযোগী। সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, কমবেশি গেম খেলা – এই ফোনে সবই চলবে নির্বিঘ্নে।
স্টোরেজ এবং র্যাম: Redmi-র নতুন এই ফোনটি পাওয়া যাবে 3GB RAM + 64GB স্টোরেজ ও 4GB RAM + 128GB স্টোরেজ—এই দুটি ভ্যারিয়েন্টে। স্টোরেজ বাড়ানোর সুযোগও রয়েছে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে। 3GB ভ্যারিয়েন্টটি 6GB পর্যন্ত এবং 4 GB ভ্যারিয়ান্টটি 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যামে (RAM) রূপান্তর করা যেতে পারে।
Redmi A5 ক্যামেরা: Redmi A5 স্মার্টফোনের শক্তিশালী প্রসেসরের পাশাপাশি এটিতে থাকছে দুর্দান্ত ক্যামেরা। ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দ্বারা সুসজ্জিত। ফোনের পেছনে LED ফ্ল্যাশ আর সেকেন্ডারি AI লেন্স বিশিষ্ট 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Redmi A5 ফোনের সামনে এবং পিছনের দুটি ক্যামেরারই এপারচার এফ/2.0
ক্ষমতাসম্পন্ন।

Redmi A5 ব্যাটারি: Redmi A5 এর অন্যতম বড় আকর্ষণ হলো এর 5200mAh ব্যাটারি, যা একবার ফুল চার্জ দিলে অনায়াসেই একদিন চলে যায় , এমনকি ব্যবহারের উপর ভিত্তি করে দুই দিনও টেনে দিতে পারে। সাথে আছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট—মানে চার্জ দিতে সময় লাগবে কম।
Redmi A5 দাম: Redmi A5-এর 3GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬,৪৯৯ টাকা। আর 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট মিলবে ₹৭,৪৯৯ টাকায়। এই দামে এমন স্পেসিফিকেশন সত্যিই অবাক করার মতো।
অন্যান্য বৈশিষ্ট্য: Redmi A5 4G ফোনটির বিশেষত্ব হল, এটি কেবলমাত্র 8.26 মিমি পুরু, দৈর্ঘ্য 171.7 মিমি এবং প্রস্থ 77.8 মিমি। যোগাযোগ স্থাপন করার জন্য ফোনটিতে 2.4GHz/5GHz ওয়াই-ফাই এবং ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে। একই সাথে, এই ফোনে 3.5 মিমি হেডফোন জ্যাক এবং FM রেডিও সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ফিচার রয়েছে।