অস্কারের চূড়ান্ত তালিকায় নেই ‘হোমবাউণ্ড’
আশাভঙ্গ হল ভারতের। ২০২৬-এর অস্কারের দৌড়ে শেষ পাঁচে জায়গা করে নিতে পারল না করণ জোহর প্রযোজিত এবং নীরজ ঘেওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউণ্ড’। বৃহস্পতিবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। অস্কারের চূড়ান্ত তালিকায় নাম নেই ‘হোমবাউন্ড’-এর। এবারের অস্কারের মঞ্চে ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল এই ছবি। গতমাসেই সেরা ১৫টি পূর্ণদৈর্ঘ্যের আন্তর্জাতিক চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেওয়ার পর আশায় বুক বেঁধে ছিল দেশবাসী। কিন্তু সেই আশায় ছেদ পড়ল অবশেষে। আগামী ১৬ই মার্চ ঘোষণা হবে ২০২৬ এর অস্কার জয়ী চলচ্চিত্রের তালিকা।
অস্কারের চূড়ান্ত তালিকায় এবার সেরা পাঁচে জায়গা করে নিতে পেরেছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, স্পেনের ‘সিরাট’, তিউনিশিয়ার ‘দ্য ভয়েস অফ হিন্দ রিজাব’ এবং ফ্রান্সের ‘ইট ওয়াজ় জাস্ট আন অ্যাক্সিডেন্ট’।
২০২৫-এর ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘হোমবাউন্ড’। তার আগেই কান চলচ্চিত্র উৎসবে ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে প্রিমিয়ার হয় এই ছবি। উৎসবে সমালোচক এবং দর্শকদের প্রশংসা পায় হোমবাউন্ড। এরপর থেকেই আলোচনায় আসে ছবির গল্প থেকে অভিনয়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিশাল জেঠওয়া, ঈশান খট্টর এবং জাহ্নবী কাপুর। নির্বাহী প্রযোজক হিসাবে যুক্ত আছেন হলিউডের পরিচালক মার্টিন স্করসেসে।
এই ছবির কেন্দ্রে রয়েছে দুই বন্ধুর কাহিনী। তাঁদের জীবনের কঠিন বাস্তব কাহিনীকে এখানে তুলে ধরা হয়েছে। নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে অনুপ্রাণিত হয়েছে এই ছবিটি। কোভিড মহামারির সময় মধ্যপ্রদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবেদনটি লেখা হয়েছিল। ছবিতে দুই বন্ধু শোয়েব (ঈশান খট্টর) এবং চন্দন (বিশাল জেঠওয়া)-এর পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন, পরিবারের ভয়ঙ্কর দারিদ্র, সামাজিক বৈষম্য প্রভৃতি নিয়েই কাহিনী আবর্তিত হয়েছে। তবে নীরজ ঘেওয়ানের ‘হোমবাউণ্ড’ শেষপর্যন্ত অস্কার জয়ের স্বপ্ন পূরণ করতে না পারলেও, প্রমাণ করে দিয়েছে বিশ্বমঞ্চে এখনও গল্প ও চিত্রনাট্যই সাফল্যের মূল হাতিয়ার।
আরও পড়ুন – সরস্বতী পুজো থাকুক, কিঞ্চিৎ হলেও, সাবেকি মতে, পরম্পরার ধাঁচে
আরও পড়ুন – হলুদ শাড়িতেই সরস্বতী পুজোর সাজ


