Monday, January 26

বিনোদন

হলুদ শাড়িতেই সরস্বতী পুজোর সাজ

হলুদ শাড়ি এখানে কেবলমাত্র একটি পোশাক নয়। হলুদ এখানে ঋতুর রং, দিনের মেজাজ। বসন্তের আগমনে শাড়ির রং এখানে ফ্যাশনের মাতৃভাষা, যা যুগের পরিবর্তনে অটুট থাকে সম্পর্কে ও অনুভূতিতে।
হলুদ শাড়িতেই সরস্বতী পুজোর সাজ
হলুদ শাড়ির সাতকাহন। সরস্বতী পুজোর সাজ। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

সরস্বতী পুজোর সাজ

রস্বতী পুজোর দিন বাঙালি মেয়েদের হলুদ শাড়ি পরা নিয়ে কম তত্ত্ব নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, এত তর্ক সত্বেও অন্তত এক জায়গায় নিঃশর্তে সবাই প্রায় একমত যে, সরস্বতী পুজোর সাজ মানেই বিনা বিতর্কে হলুদ শাড়ি। কোনও ব্যাখ্যা না দিলেও চলে, কারণ এই রীতিটা যুক্তির চেয়ে বেশি বাঙালির স্মৃতিতেই গেঁথে আছে।


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

শুভশ্রী গাঙ্গুলি

 

হলুদ শাড়ি নিয়ে প্রশ্ন তো অনেক! দেবী যেখানে স্বয়ং শুভ্রবসনা, সেখানে সরস্বতী পুজোয় হলুদ শাড়ি পরা নিয়ে এত মাতামাতি কেন? তবে এটাও ঠিক যে, বাঙালির সব রীতি-রেওয়াজের ব্যাখ্যা দিতে গেলে হয় না। যা চলে আসছে, সেটাকে যত্ন করে আগলে রাখতে জানে বাঙালি। তা না হলে ঐতিহ্য আর সাবেকিয়ানার কি অর্থ থাকে? আসলে হলুদেই মিশে আছে বাঙালির সরস্বতী পুজোর মন-প্রাণ।


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

শ্রদ্ধা কাপুর

 


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

পূজা হেগড়ে

 

বাঙালি বাড়ির মেয়েদের কাছে সরস্বতী পুজোর সাজ মানেই হলুদ শাড়ির স্মৃতি। অনেকের কাছে জীবনে প্রথমবার শাড়ি পরার অভিজ্ঞতা এই দিনেই হয়। একথা সত্যি যে, সময় এবং সমাজে বদল এলেও স্মৃতির রংয়ে কিন্তু বদল আসেনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্রোতস্বিনী নদীর মত বয়ে আসছে এই চল। ফ্যাশনের ভাষা বদলেছে, শাড়ির কাট, বুনন, কাপড়ের ধরন বদলে গেছে- কিন্তু বদলায়নি কেবল রঙ।


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

ক্যাটরিনা কাইফ

 


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

করিনা কাপুর

 

সরস্বতী পুজোর আবহে শুধু সাধারণ বাড়ির মেয়েরা নয়, সিনে জগতের তারকাদের সাজেও দেখা গেছে সেই একই ধারা। টলিউড হোক বা বলিউড- সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিন বহু তারকাই ক্যামেরাবন্দি হন হলুদ শাড়িতে। আসলে হলুদ রং এতটাই উজ্জ্বল যে, তার পাশে যে কোনও রং-কেই ফিকে দেখায়। তাই পছন্দের তালিকায় সবার উপরে থাকে হলুদ শাড়ি। হলুদ শাড়িতেই যেন মিশে থাকে সরস্বতী পুজোর আমেজ।


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

কাজল

 


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

আলিয়া ভাট

 

উজ্জ্বল হলুদ রংয়ের সঙ্গে বসন্ত ঋতুর গভীর সম্পর্ক রয়েছে। বসন্ত হল রং এবং আনন্দ-উৎসবের ঋতু। হলুদ গাঁদা, হলুদ সরষে থেকে হোলি- সবখানেই তার হলুদ রংয়ের বিস্তার। সরস্বতী পুজো সেই বসন্তের আগমনকেই বয়ে নিয়ে আসে। উজ্জ্বল বসন্তের রং ফুটে ওঠে মেয়েদের শাড়িতে।


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

অদিতি রাও হায়দিরি

 


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

 

আবার হলুদ শাড়ি শুধু বেছে নিলেই হল না, তার সঙ্গে ম্যাচিং ব্লাউজও চাই। অনেক পোশাক শিল্পীদের মতে, হলুদ শাড়ির সঙ্গে ব্লাউজের জন্য একেবারে বাছাই করা তিনটি রং-ই ভালো যায়। গোলাপি, সবুজ আর অবশ্যই হলুদ নিজে। কনট্রাস্ট কালার বেছে নিতে না চাইলে হলুদের সঙ্গে হলুদই সবচেয়ে ভালো যায়। অর্থাৎ হলুদ শাড়ির সঙ্গে হলুদ ব্লাউজ। সিম্পল! আজকালকার নায়িকারা কিন্তু ঝুঁকছেন বেশি সেদিকেই। অন্যদিকে বিপরীত রং পছন্দ হলে পিংক এবং সবুজ তো আছেই।


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

মিমি চক্রবর্তী

 


হলুদ শাড়িতে সরস্বতী পুজোর সাজ

ঈশা সাহা

 

যাইহোক, মোদ্দা কথা দাঁড়াল এই যে, বসন্তের শুরুতে রামধনুর রংয়ের মধ্যে হলুদ রংই হল শ্রেষ্ঠ রং। সে প্রকৃতির মধ্যেই হোক, আর মেয়েদের শাড়িতে। সরস্বতী পুজোর সাজে তাই আলাদা করে নজর কাড়ে এই রং। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের একটা নীরব মেলবন্ধনে পুজোর ফ্যাশন এখানে হয়ে ওঠে সাবেকিয়ানায় মোড়া। হলুদ শাড়ি এখানে কেবলমাত্র একটি পোশাক নয়। হলুদ এখানে ঋতুর রং, দিনের মেজাজ। বসন্তের আগমনে শাড়ির রং এখানে ফ্যাশনের মাতৃভাষা, যা যুগের পরিবর্তনে অটুট থাকে সম্পর্কে ও অনুভূতিতে। তাই তত্ত্ব যতই থাকুক, ব্যাখ্যা যতই দেওয়া হোক, বাঙালি মেয়েদের সরস্বতী পুজোর সাজ আর হলুদ শাড়ির সম্পর্কটা আলাদা করে বোঝাতে হয় না। এটা তাদের রক্তেই মিশে আছে।

 

সব ছবি– ইনস্টাগ্রাম

আরও পড়ুন – সরস্বতী পুজো থাকুক, কিঞ্চিৎ হলেও, সাবেকি মতে, পরম্পরার ধাঁচে

আরও পড়ুন – ‘বিজয়নগরের হীরে’র সন্ধানে এবার কাকাবাবু, প্রকাশ্যে ট্রেলার

ফলো করুণ-