‘মিসেস ইন্ডিয়া- দ্য গডেস’ সিজন ৩, ‘মিসেস কালচারাল অ্যাম্বাসাডর’
জয়পুরের রাজকীয় অনন্ত মহল হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘মিসেস ইন্ডিয়া- দ্য গডেস সিজন ৩’-এর বর্ণাঢ্য অনুষ্ঠান। সৌন্দর্য, আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের সমন্বয়ে সর্বভারতীয় এই প্রতিযোগিতা সমসাময়িক ভারতীয় সমাজের নারীদের পরিবর্তিত ভূমিকার কথা বলে। আয়োজকদের মতে, এই মঞ্চের মাধ্যমে কেবলমাত্র সৌন্দর্য নয়, আজকের ভারতীয় মহিলাদের ব্যক্তিত্ব, মর্যাদা ও নেতৃত্বদানের ক্ষমতাকে গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এই প্রতিযোগিতার অংশ হিসেবে, ৭ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী ২০২৬ পর্যন্ত চার দিনের একটি কঠোর এবং সুশৃঙ্খল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। দেশজুড়ে নির্বাচিত প্রায় ৪০ জন প্রতিভাবান নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, প্রায় শতাধিক অডিশনের পর কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিযোগিনীদের নির্বাচিত করা হয়েছিল, যা এই প্ল্যাটফর্মের মর্যাদা এবং প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
প্রশিক্ষণ পর্বের শেষে ১১ জানুয়ারী জয়পুরের জি স্টুডিওতে অনুষ্ঠিত হয় ‘মিসেস ইন্ডিয়া- দ্য গডেস সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনালে। সৌন্দর্য, শক্তি এবং প্রতিভার অনন্য মেলবন্ধনে এই অনুষ্ঠান হয়ে ওঠে আধুনিক নারীর এক বিজয়উৎসব। গ্র্যান্ড ফিনালেতে আন্তর্জাতিক জুরি হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ওয়ার্ল্ড বুলগেরিয়া ২০২৫’ থিওডোরা মিলতেনোভা এবং ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪’ রানার-আপ মেলিশা লিন প্রমুখরা।
গ্র্যান্ড ফিনালেতে মিসেস সোমা পল তাঁর মার্জিত ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে জুরিদের মন জয় করেছেন। অবশ্য এর আগেই তিনি প্রশিক্ষণ পর্বে ‘মিসেস কালচারাল অ্যাম্বাসাডর’ বিশেষ বিভাগের সাব-টাইটেল জিতে নিয়েছিলেন।
এবারের ‘মিসেস ইন্ডিয়া- দ্য গডেস সিজন ৩’-এর আয়োজন করেছিল মধুকমল মোশন পিকচার্স, যার প্রতিষ্ঠাতা হলেন মেহের অভিষেক এবং রুশমি ডেক। প্ল্যাটফর্মটি কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং এটি বর্তমান নারীদের আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা এবং সামাজিক ক্ষমতায়নের একটি শক্তিশালী চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
আরও পড়ুন – জানা গেল ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ
আরও পড়ুন – গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা চোপড়ার হীরের নেকলেসটি দেখুন



