Sunday, January 25

বিনোদন

জানা গেল ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ

নতুন বছরের শুরুতেই সামনে এসেছিল ‘ স্পিরিট’ এর প্রথম ঝলক। ২০২৬-এর বর্ষবরণের রাতে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই প্রভাস-তৃপ্তি জুটির নয়া অবতার।
জানা গেল 'স্পিরিট'-এর মুক্তির তারিখ
'স্পিরিট'-এর পোস্টারে প্রভাস ও তৃপ্তি দিমরি। ছবি- ইনস্টাগ্রাম।

কবে মুক্তি পাচ্ছে ‘স্পিরিট’

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা গেল ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে বড়পর্দায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ‘ বাহুবলী’ খ্যাত প্রভাস এবং তৃপ্তি দিমরিকে। ছবিতে এই জুটির ফার্স্ট লুক ইতিমধ্যে চর্চার কেন্দ্রে। এরইমধ্যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হল ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে টি-সিরিজ দর্শকদের ক্যালেন্ডার মার্ক করে রাখার আর্তি জানিয়েছে। সাদা-কালো পোস্টারের ক্যাপশনে লেখা আছে, ‘মনে রাখবেন…আগামী ৫ মার্চ, ২০২৭ তারিখে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে স্পিরিট!’

 

View this post on Instagram

 

A post shared by tseriesfilms (@tseriesfilms)

বলা বাহুল্য, নতুন বছরের শুরুতেই সামনে এসেছিল ‘ স্পিরিট’ এর প্রথম ঝলক। ২০২৬-এর বর্ষবরণের রাতে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই প্রভাস-তৃপ্তি জুটির নয়া অবতার। পোস্টারে দেখা যায়, ক্যামেরার দিকে খোলা পিঠে দাঁড়িয়ে আছেন প্রভাস। সারা শরীর, মুখ জুড়ে ছড়িয়ে আছে ব্যান্ডেজ আর তাজা ক্ষতের চিহ্ন। তার সামনে দাঁড়িয়ে আছেন তৃপ্তি দিমরি। সিগারেট ধরিয়ে দিচ্ছেন প্রভাসের মুখে। প্রভাস-তৃপ্তির এইরকম ডার্ক লুক দেখেই বোঝা গিয়েছিল, স্পিরিট-এর গল্প কেমন হতে চলেছে।

‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এটাই প্রভাসের প্রথম কাজ। চরিত্রের আবেগ ও মানসিক টানাপোড়েনকে পর্দায় নিখুঁতভাবে তুলে ধরাই ভাঙ্গার পরিচিত ধারা। ফলে আসন্ন ‘স্পিরিট’-এ অ্যাকশনের পাশাপাশি সেই গভীর আবেগ ও অন্তর্দ্বন্দ্বের মেলবন্ধন দেখার সম্ভাবনা প্রবল। যদিও ৫ মার্চ ২০২৭ পর্যন্ত অপেক্ষা দীর্ঘ, তবু ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে।

 

আরও পড়ুন – ‘মর্দানি ৩’-এর ট্রেলার, মুক্তির তারিখ এবং খলনায়িকা ‘আম্মা’ সম্পর্কে বিস্তারিত জানুন

আরও পড়ুন – গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা চোপড়ার হীরের নেকলেসটি দেখুন

ফলো করুণ-