৮৩তম গোল্ডেন গ্লোবস পুরস্কার ২০২৬
ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ৮৩তম গোল্ডেন গ্লোবস পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পরেই গোল্ডেন গ্লোবসের স্থান বলে ধরা হয় বিশ্ব বিনোদন শিল্পে। প্রতিবারের মত এবারও অনুষ্ঠানে ছিল গ্ল্যামার এবং ট্যালেন্ট প্রদর্শনীর একের পর এক চমক। অনুষ্ঠানে এবার সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের ‘ দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের হাত ধরে মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে উত্তেজনা স্রোত বইতে শুরু করে। ক্যামেরার ফ্ল্যাশ লাইটে ধরা পড়ে তাঁর মার্জিত অথচ গ্ল্যামারাস লুক। প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও এদিন মঞ্চে তাঁর সঙ্গে উপস্থাপক হিসেবে অংশ নিয়েছিলেন জুলিয়া রবার্টস, পামেলা অ্যান্ডারসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও, স্নুপ ডগ, মাইলি সাইরাস, কোলম্যান ডোমিঙ্গো, কুইন লতিফা ও জোয়ি ক্রাভিটজের মতো হলিউডের তারকারা।
অস্কারের আগে গোল্ডেন গ্লোবস পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। মোটামুটি এখান থেকেই আঁচ পাওয়া যায় এবারের অস্কারের মঞ্চে কারা বাজিমাত করতে চলেছে। তবে এরকম নয় যে, গোল্ডেন গ্লোবস জেতা মানেই অস্কার জয় সুনিশ্চিত হওয়া। তবে ঐতিহাসিক দিক থেকে এই দাবির গুরুত্ব রয়েছে। ৮৩তম গোল্ডেন গ্লোবস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটেল আফটার আনাদার’ ও ‘অ্যাডোলেসেন্স’। থোমাস অ্যান্ডারসন পরিচালিত ও লিওনার্দো ডি ক্যাপ্রিও পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিটি ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে। একঝলকে দেখে নেওয়া যাক এবারের মঞ্চে কারা কারা গুরুত্বপুর্ণ বিভাগে পুরস্কার জিতে নিল-
সেরা ছবি (ড্রামা)– ‘হ্যামনেট’
সেরা ছবি (মিউজিক্যাল অথবা কমেডি)– ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
সেরা ছবি (অ্যানিমেটেড)– ‘কেপপ ডেমন হান্টার্স’, নেটফ্লিক্স
সেরা ছবি (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ)– ‘দ্য সিক্রেট এজেন্ট’, ব্রাজিল
সেরা পরিচালক (মোশন পিকচার)– পল থমাস অ্যান্ডারসন (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’)
সেরা অভিনেত্রী (ড্রামা)– জেসি বাকলি, ‘হ্যামনেট’
সেরা অভিনেতা (ড্রামা)– ওয়াগনার মোরা, ‘দ্য সিক্রেট এজেন্ট’
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অর কমেডি)- রোজ বার্ন, ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’
সেরা অভিনেতা (মিউজিক্যাল অর কমেডি)– টিমোথি শ্যালামে, ‘মেরি সুপ্রিম’
সেরা সহ অভিনেত্রী– টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা সহ অভিনেতা– স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)
সেরা অরিজিনাল স্কোর– লুডউইগ গোরানসন (সিনার্স)
সেরা অরিজিনাল সং– ‘গোল্ডেন’, ‘কেপপ ডেমন হান্টার্স’
সেরা স্ক্রিন প্লে– পল থমাস অ্যান্ডারসন (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’)
গোল্ডেন গ্লোব ২০২৬ (টেলিভিশন বিভাগ)
সেরা টিভি ড্রামা সিরিজ– দ্য পিট
সেরা টিভি কমেডি/মিউজিক্যাল সিরিজ– দ্য স্টুডিও
সেরা লিমিটেড সিরিজ– অ্যাডোলেসেন্স
সেরা অভিনেতা (ড্রামা)– নোয়া ওয়াইল (দ্য় পিট)
সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল)– জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল)– শেঠ রোগান (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ)– মাইকেল উইলিয়ামস (ডাইং ফর সেক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ)– স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা সহ অভিনেত্রী– ইরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা সহ অভিনেতা– ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
আরও পড়ুন – যশের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে কে এই ‘টক্সিক’ টিজারের রহস্যময়ী?
আরও পড়ুন – অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে ভারতের ৪ ছবি


