Saturday, January 10

বিনোদন

‘টক্সিক’ টিজার কি তবে বুঝিয়ে দিল এ ছবি প্রাপ্তবয়স্কদের জন্য?

গাড়ির ডিকি থেকে বস্তা বের করে রহস্যময় ভঙ্গিতে সে বোমা বসাতে শুরু করে। গাড়ির মধ্যে চলতে থাকা উদ্দাম যৌনতার তালে খুলতে থাকে বোমার প্যাঁচ।
‘টক্সিক' টিজার কি তবে বুঝিয়ে দিল এ ছবি প্রাপ্তবয়স্কদের জন্য?
প্রাপ্তবয়স্কদের 'টক্সিক' টিজার?

প্রাপ্তবয়স্কদের জন্য ‘টক্সিক’ টিজার?

‘অ্যানিম্যাল’, ‘ধুরন্ধর’-এর পর এবার টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস। গতবছর ১৮ নভেম্বর ‘ধুরন্ধর’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর নেটভুবনে শোরগোল পড়ে গিয়েছিল। চার মিনিট আট সেকেন্ডের সেই ট্রেলারে রক্তপাত, হিংসা এবং খুন-খারাপি দেখে দর্শকরা বলেছিলেন, এ-তো ‘অ্যানিম্যাল’-এরই ছায়া। কিন্তু ‘কেজিএফ স্টার’ যশ তাঁর আসন্ন ছবি ‘টক্সিক’-এর টিজারে যে ধামাকা দেখালেন, তা একরকম ভাষায় প্রকাশ করা মুশকিল। গেরস্থানে দেখানো মিনিট তিনেকের রক্তপাত, গোলাগুলি আর বারুদের গন্ধে মাখা উদ্দাম যৌনতা যেন মুহূর্তে গ্রাস করে ফেলল গোটা নেটভুবনকে। যদিও এর হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন যশ। বলেছিলেন, জন্মদিনে তিনি নতুন অবতারে ধরা দিতে যাচ্ছেন। সেই কথামত বৃহস্পতিবার সকালে ডিজিটাল দুনিয়া রীতিমত কাঁপিয়ে দিলেন তিনি ‘টক্সিক’-এর ‘রায়া’ অবতারে।

‘টক্সিক’ টিজার প্রমাণ করল যে এ ছবি আসলে প্রাপ্তবয়স্কদের জন্য। দুই মিনিট একত্রিশ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা গেল গোরস্থানে একটি সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে ফাদার শেষকৃত্য সম্পাদন করছেন। এই দৃশ্যের পরিবেশ বড়ই থমথমে, শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেয়। চারপাশের মৃত্যুর নিস্তব্ধতা ভেঙে আচমকাই সেখানে হাজির হয় একদল অস্ত্রধারী দুষ্কৃতী। সঙ্গে মরদেহ। হঠাৎই গোলাগুলি শুরু করে দেয় তারা। শুরু হয় বিশৃঙ্খলা। প্রাণের ভয়ে চারিদিকে ছুটে পালাতে থাকে সবাই। গেরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা। ঠিক সেসময় কবরস্থানের বন্ধ দরজার সামনে ছুটে আসে বেসামাল একটি গাড়ি। পাশের একটি বড় গাছের গুঁড়িতে সজোরে ধাক্কা মেরে থেমে যায়।

এরপর গাড়ি থেকে নামতে দেখা যায় খালি গায়ে বয়স্ক একজন মাতালকে। গাড়ির ডিকি থেকে বস্তা বের করে রহস্যময় ভঙ্গিতে সে বোমা বসাতে শুরু করে। গাড়ির মধ্যে চলতে থাকা উদ্দাম যৌনতার তালে খুলতে থাকে বোমার প্যাঁচ। আর ঠিক সেই মুহূর্তে ঘটে প্রকাণ্ড বিস্ফোরণ। গোটা কবরস্থান জুড়ে চেইন রিঅ্যাকশনের মত ফাটতে থাকে বোমা। চরম বোমা-বারুদ আর গুলির লড়াইয়ের মধ্যে নাটকীয় ভঙ্গিতে আবির্ভাব হয় ‘টক্সিক’-এর নায়ক ‘রায়া’র। কালো পোশাকের সঙ্গে মুখভর্তি গোঁফ-দাড়ি, হাতে থম্পসন মেশিনগান এবং মুখে সিগার গুঁজে ‘রায়া’ অবতারে যশ অন্ধকার রাজত্বের ইতিহাস লেখা শুরু করেন। তাঁর ‘লার্জার দ্যান লাইফ’ ঝলকের ভয়ংকর ধ্বংসলীলায় রক্তস্নাত হয়ে ওঠে কবরের মাটি। সিগারে লম্বা টান দিয়ে হলিউডি কায়দায় ‘রায়া’ শুধুমাত্র তিনটি শব্দ বলে ‘ড্যাডি ইস হোম!’

 

View this post on Instagram

 

A post shared by Yash (@thenameisyash)

যশের ৪০তম জন্মদিনে এহেন ‘টক্সিক’ টিজার দেখে উত্তেজনায় টগবগ করে ফুটছে তাঁর অনুরাগীরা। কেউ কেউ আবার এই টক্সিক টিজারকে ‘অ্যানিম্যাল’ কিম্বা ‘ধুরন্ধর’-এর বাবা’ বলেও সম্বোধন করেছেন। সবচেয়ে অবাক করার বিষয়, ৮ জানুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে আপলোড হওয়ার পর মাত্র ১০ ঘণ্টায় ইউটিউবে টিজারের ভিউসংখ্যা পৌঁছে যায় ২৮ মিলিয়নে।

চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাবে ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে দেখা যাবে একাধিক বলিউড এবং দক্ষিণের অভিনেত্রীকে। ‘নাদিয়া’ চরিত্রে কিয়ারা আদভানি, ‘গঙ্গা’র ভূমিকায় নয়নতারা, ‘এলিজাবেথ’ চরিত্রে হুমা কুরেশি, ‘রেবেকা’ চরিত্রে তারা সুতারিয়া এবং ‘মেলিসা’র ভূমিকায় রুক্মিণী বসন্ত- এই পাঁচ নারী চরিত্রের পাঁচ গল্পকাহিনী ছবিতে অন্য মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

ছবিটি প্রযোজনা করেছেন কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে  ভেঙ্কট কে নারায়ণ এবং যশ। গীতু মোহনদাস পরিচালিত এবং যশ রচিত এই ছবি একই সাথে ইংরেজি এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। পাশাপাশি, হিন্দি, তেলেগু, তামিল, সহ বেশ কয়েকটি ভাষায় ছবিটির ডাবিং সংস্করণও মুক্তি পাবে বলে খবর।

 

আরও পড়ুন – গীতু মোহনদাসের ‘টক্সিক’ ছবিতে রুক্মিণী বসন্তর ফার্স্ট লুক দেখুন

আরও পড়ুন – প্রকাশ্যে ‘টক্সিক’-এর প্রথম ঝলক, ভয়ঙ্কর অ্যাকশন অবতারে যশ

ফলো করুণ-