Sunday, January 11

বিনোদন

ছবি বাছাইয়ে তাক লাগানোর মত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী

একটা প্রজেক্টে সাহসী দৃশ্যে কাজ করতে গিয়ে পুরো কেরিয়ারকে তিনি বিপদের মুখে ঠেলে দিতে পারেননা বলে জানিয়েছেন অভিনেত্রী।
ছবি বাছাইয়ে তাক লাগানোর মত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী
সোজা 'না' বলে দিলেন ত্রিধা? ছবি- ইনস্টাগ্রাম।

‘আশ্রম’ সিরিজ খ্যাত অভিনেত্রী ত্রিধা চৌধুরী

‘আশ্রম’ সিরিজে রীতিমত বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন টলিউড এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ত্রিধা চৌধুরী। ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি সিরিজে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখও খুলেছেন। তবে এবার রীতিমত তাক লাগানো সিদ্ধান্ত নিলেন এই বাঙালি অভিনেত্রী। হলিউডে কাজের সুযোগ পেয়েও অবলীলায় তা অগ্রাহ্য করলেন তিনি।

হলিউডে অভিনয় করার সুযোগ সচরাচর হাতছাড়া করেন না টলিউড এবং বলিউডের কোনো তারকা। এমন সুযোগ তাঁদের কাছে স্বপ্নের মতো। তবে সেই রীতির একেবারে উল্টো পথে হেঁটে ত্রিধা চৌধুরী সবাইকে তাক লাগিয়ে দিলেন। ছবি বাছাইয়ে তাঁর সচেতন দৃষ্টিভঙ্গির কথা প্রকাশ করে জানালেন হলিউডের অফার ফিরিয়ে দেওয়ার কারণ।

সম্প্রতি একটি সাক্ষাৎকার দেওয়ার সময় ত্রিধা জানান, হলিউডের কোনো সাহসী দৃশ্যে তিনি অভিনয় করতে রাজি নন। এমন দৃশ্যে অভিনয় করলে তাঁর জনপ্রিয়তা কিছুটা বাড়লেও তার খারাপ প্রভাব সরাসরি তাঁর কেরিয়ারে গিয়ে পড়ত। যা তিনি মোটেও চাননা। হলিউডের কোনো ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করার সিদ্ধান্ত তাঁকে বলিউডে টাইপকাস্ট করে দিতে পারত। ফলে দেশের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ভাষায় তাঁর অভিনয় করার সুযোগ সীমিত হয়ে পড়ত। বলিউড বা টলিউডে তিনি আর সেভাবে কাজ করতে পারতেন না। হলিউডের একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে পুরো কেরিয়ারকে তিনি বিপদের মুখে ঠেলে দিতে পারেননা বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, ভবিষ্যতে অন্যরকম কাজ পেলে তিনি হলিউডে অভিনয় নিশ্চই করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এরপর ‘দহলিজ’ টেলিভিশন সিরিজে ত্রিধা’র অভিনয় দর্শকসমাজে প্রশংসা পায়। তবে তাঁর সবচেয়ে বড় সাফল্য আসে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে। ‘বন্দিশ ব্যান্ডিটস’ এবং বিশেষ করে প্রকাশ ঝা’র ‘আশ্রম’ সিরিজে শক্তিশালী চরিত্রে তাঁর অভিনয় নজর কাড়ে।

সম্প্রতি ত্রিধা কপিল শর্মার ‘কিস কিসকো প্যায়ার করু ২’ ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করেছেন। তবে গুঞ্জন এমনই যে নিজের ইমেজ বদলের জন্য এরকম কমেডি ঘরানার ছবিতে অভিনয় করছেন তিনি। অভিনেত্রী নিজে অবশ্য স্বীকার করেছেন যে, এটা তাঁকে নতুন কিছু শিখতে তাঁকে সাহায্য করবে। তবে যাই হোক, হলিউড ছবিকে ফিরিয়ে দিয়ে তিনি কিন্তু ছবি বাছাইয়ে যথেষ্ট সচেতনতার পরিচয় দিলেন।

 

তথ্যসূত্র- সংবাদমাধ্যম

আরও পড়ুন – প্রকাশ্যে ‘এলিজাবেথ’ চরিত্রে হুমা কুরেশির টক্সিক লুক

আরও পড়ুন – ‘প্রলয়’-এর স্মৃতি উস্কে দিল রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’

ফলো করুণ-