যশের ‘টক্সিক’ ছবিতে কিয়ারা আদভানির ফার্স্ট লুক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল ‘টক্সিক’ ছবিতে কিয়ারা আদভানির ফার্স্ট লুক। দক্ষিণী তারকা যশ রবিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ছবিতে কিয়ারার ফার্স্ট পোস্টার প্রকাশ করেন। পোস্টারে কিয়ারাকে অসাধারণ অবতারে দেখা গেছে। ছবিতে ‘নাদিয়া’র ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবিটির পরিচালনা করছেন গীতু মোহনদাস।
‘টক্সিক’-এর ফার্স্ট পোস্টারে কিয়ারা আদভানিকে সুসজ্জিত স্টেজে নাটকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাঁর পরনে রয়েছে উরু পর্যন্ত স্লিট করা এবং ফ্লোর-লেংথ একটি অফ-শোল্ডার কালো রঙের গাউন। বিভ্রান্ত দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন উপরের দিকে। দুইগালে স্পষ্ট ফুটে উঠেছে চোখ থেকে নেমে আসা অশ্রুরেখা। তাঁর চারপাশে ছড়িয়ে আছে সোনালী কনফেটি। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে যশ লিখেছেন, ‘বিষাক্ত একটি রূপকথার গল্পে নাদিয়া হিসাবে কিয়ারা আদভানিকে পরিচয় করিয়ে দিচ্ছি’।
কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ এবং যশ। ‘টক্সিক’-এর একটি প্রথম ঝলক এর আগে সামনে এসেছিল। সেখানে কেজিএফ খ্যাত যশকে কালো একটি গাড়ি থেকে নেমে একটি পাবে ঢুকতে দেখা গেছে। মাথায় হ্যাট এবং সাদা স্যুট পরে তাঁর এন্ট্রিও অনুরাগীদের মন জয় করেছে। প্রথম ঝলকের শেষে তিনি পাবের উন্মত্ত পরিবেশে একটি বার ড্যানসারের উপর শ্যাম্পেন ঢেলে দেন। গীতু মোহনদাস পরিচালিত এই ছবি একই সাথে ইংরেজি এবং কন্নড় ভাষায় চিত্রায়িত হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম এবং আরও অনেক ভাষাতেও ছবিটি ডাবিং করা হবে।
২০২২-এর ২৬ মার্চ পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। ওই একই সময়ে মুক্তি পাওয়ার কথা আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’ এবং আদিভির ‘ডাকাত’। ফলে বক্স অফিসে একে অপরের তুমুল প্রতিযোগিতার সম্মুখীন হবে এই তিন ছবি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন – ফিরে দেখা: ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমা
আরও পড়ুন – ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা?


