Sunday, December 21

বিনোদন

ধুরন্ধর OTT রিলিজ: রণবীর সিংয়ের ধুরন্ধর কবে আসছে অনলাইনে?

ছবির প্লট থেকে শুরু করে ছবির হাই অক্টেন অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাদের হাড় হিম করা উপস্থিতি দেশজুড়ে এখন চর্চার কেন্দ্রে। এরই মধ্যে শোনা গেল খুব তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘বছরের সেরা ব্লকবাস্টার ছবি।’
ধুরন্ধর OTT রিলিজ: রণবীর সিংয়ের ধুরন্ধর কবে আসছে অনলাইনে?
ধুরন্ধর OTT রিলিজ: কবে আসছে অনলাইনে? ছবি- ইনস্টাগ্রাম।

ধুরন্ধর OTT রিলিজ

ত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আদিত্য ধরের স্পাই অ্যাকশন থ্রিলার ছবি ধুরন্ধর। থিয়েটারে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন অভিনীত এই ছবি। আয়ের নিরিখেও একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। ছবির প্লট থেকে শুরু করে ছবির হাই অক্টেন অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাদের হাড় হিম করা উপস্থিতি দেশজুড়ে এখন চর্চার কেন্দ্রে। এরই মধ্যে জানা গেল খুব শীঘ্রই ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবি (ধুরন্ধর OTT রিলিজ)।

এবার ঘরে বসেই টিভির পর্দায় ধুরন্ধর দেখার সুযোগ মিলবে বলে খবর পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘বছরের সেরা ব্লকবাস্টার ছবি।’ ধুরন্ধর ওটিটি রিলিজ নিয়ে সমাজমাধ্যমে জোর আলোচনাও শুরু হয়েছে। যাঁরা এখনও থিয়েটারে গিয়ে এই ছবি দেখার সুযোগ পাননি এবার তাঁরা খুব সহজেই দেখতে পাবেন ধুরন্ধর। ছবির ভক্তরাও একাধিকবার দেখতে পাবেন ছবিতে তাদের প্রিয় মুহূর্তগুলি।

ধুরন্ধর OTT রিলিজ- অনলাইনে স্ট্রিমিং কবে থেকে?

জিকিউ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি (ধুরন্ধর OTT রিলিজ)। তবে এ বিষয়ে ছবির নির্মাতা বা নেটফ্লিক্সের তরফ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, প্রায় ১৩০ কোটি টাকায় ধুরন্ধর-এর ডিজিটাল স্বত্ত্ব কিনে নিচ্ছে নেটফ্লিক্স। জানা যাচ্ছে রণবীর সিং অভিনীত ছবিগুলির মধ্যে আজ পর্যন্ত এটাই নাকি সবচেয়ে ব্যয়বহুল চুক্তি। নেটফ্লিক্সে ধুরন্ধর ছবির অনলাইন স্ট্রিমিং হলে তা বছর শেষের ফের একটি বড় চমক হতে চলেছে তার ভক্তদের কাছে।

ধুরন্ধর বক্স অফিস কালেকশন

অন্যদিকে, বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে এই ছবি। আশা করা যাচ্ছে বুধবার ছবিটি ৫০০ কোটির গণ্ডি পার করবে। স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, প্রথম সপ্তাহে এই ছবি ২০৭.২৫ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে গত মঙ্গলবার পর্যন্ত প্রাথমিক হিসাব অনুযায়ী ধুরন্ধর ২০৪ কোটি টাকা আয় করেছে। এর মাধ্যমে রণবীর সিং অভিনীত এই ছবি বলিউডের প্রথম সিনেমা হিসেবে দ্বিতীয় সপ্তাহে ২০০ কোটি টাকা ঘরে তোলার কৃতিত্ব অর্জন করল। রিপোর্টের প্রাথমিক অনুমান অনুযায়ী, সব মিলিয়ে ভারতে ছবির মোট নেট উপার্জন গিয়ে দাঁড়িয়েছে এখন প্রায় ৪১১.২৫ কোটি টাকায়। আর বিশ্বব্যাপী এই ধুরন্ধর-এর মোট আয় হল আনুমানিক ৬২৩.৫ কোটি টাকা।

ধুরন্ধর ছবি সম্পর্কে

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং আর মাধবন। সহ-অভিনয়ে আছেন সারা অর্জুন, রাকেশ বেদী, সৌম্য ট্যান্ডন, ড্যানিশ পান্ডোর এবং মানব গোহিল। ছবিতে ভারতীয় এজেন্ট হিসেবে রণবীর সিং পাকিস্তানের রেহমান ডাকাইতের গ্যাংয়ে ঢুকে পড়ে। এরপর ছবির দীর্ঘ প্লটলাইন ধরে দর্শকের সামনে উন্মোচিত হয় একের পর রোমহর্ষক দৃশ্য। গোটা ছবি জুড়ে বিস্তারিত চরিত্রায়ন, দূর্ধর্ষ সাসপেন্স, থ্রিলার এবং ঘটনার চক্রব্যূহ দর্শককে অনবদ্য সিনেম্যাটিক অভিজ্ঞতার সাক্ষী করেছে। শের-ই-বালোচ- রেহমান ডাকাইতের চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় এবং আরবি হিপ-হপ গান ফ্যাসলার ট্রাকে তাঁর আইকনিক এন্ট্রি নেটদুনিয়ায় এখন ভাইরাল। শাশ্বত সচদেবের সুরে এই সিনেমার গানগুলিও নজর কেড়েছে দর্শকদের।

 

আরও পড়ুন – সাই পল্লবী, রণবীর কাপুর অভিনীত রামায়নের নতুন থ্রিডি প্রোমো আসছে এসপ্তাহেই

আরও পড়ুন – আসছে ‘বর্ডার’-এর সিক্যুয়েল, টিজার প্রকাশের আগেই সামনে এল বর্ডার ২ সিনেমার পাওয়ার প্যাকড পোস্টার

ফলো করুণ-