Sunday, December 21

বিনোদন

কলকাতার বুকে মেগা র‍্যাম্প শো, নজরে নতুন প্রজন্মের স্টাইল আর ফ্যাশন স্টেটমেন্ট

অভিজাতদের চৌহদ্দি পেরিয়ে ফ্যাশন এখন সর্বজনীন। সাংস্কৃতিক বিবর্তন, আধুনিক চিন্তাভাবনা এবং প্রতিবাদের হাতিহার।
কলকাতার বুকে মেগা র‍্যাম্প শো, নজরে নতুন প্রজন্মের স্টাইল আর ফ্যাশন স্টেটমেন্ট
কলকাতার বুকে মেগা র‍্যাম্প শো। মঞ্চে শিশুদের সঙ্গে রিচা শর্মা। নিজস্ব চিত্র।

কলকাতার মেগা র‍্যাম্প শো

লকাতার বুকে হাওড়া শরৎ সদনে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল একটি জমজমাট ‘সেলিব্রিটি অ্যাওয়ার্ড এবং মেগা র‍্যাম্প শো’। অনুষ্ঠানের আয়োজনে ছিল কলকাতার ডিএস প্রোডাকশন হাউস। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন জগৎ থেকে শুরু করে ক্রীড়া এবং বিনোদন জগতের একাধিক নামি ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আকর্ষণ কেড়েছেন অভিনেতা এবং মডেল রিচা শর্মা। ২০১১ সালে ‘মিসেস ইন্ডিয়া ইউনিভার্স’ প্রতিযোগিতায় খেতাব জয় করেছিলেন রিচা শর্মা। এছাড়া এদিনের মেগা র‍্যাম্প শো-র উদ্যোক্তাদের মধ্যে ছিলেন ডিএস প্রোডাকশন হাউসের কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জি। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সপ্তমী ব্যানার্জি এবং অ্যাংকর সৈকত নন্দী।


কলকাতার বুকে মেগা র‍্যাম্প শো, নজরে নতুন প্রজন্মের স্টাইল আর ফ্যাশন স্টেটমেন্ট

রিচা শর্মা।- নিজস্ব চিত্র।

 

অনুষ্ঠানের মঞ্চে এদিন ফ্যাশন শো এবং র‍্যাম্পওয়াকে অংশগ্রহণ করেন এই প্রজন্ম থেকে শুরু করে একগুচ্ছ প্রবীণ মডেলরা। হালফিলের ফ্যাশনকে মাথায় রেখে মঞ্চে তাঁদের ঝলমলে উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। বলা বাহুল্য, এর পেছনে রয়েছে জনপ্রিয় এবং নবাগত ফ্যাশন ডিজাইনারদের শৈল্পিক চিন্তাভাবনা। ঐতিহ্য এবং আধুনিক ফিউশন স্টাইলকে আধার করে ফ্যাশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন তাঁরা। এর নেপথ্যে মিতালি ভট্টাচার্য, গোপা সাহা, শানু এবং স্বরাজের মত ডিজাইনারদের ভূমিকা প্রশংসার দাবি রাখে। তাঁদের ডিজাইন করা প্রতিটি পোশাকে মডেলদের স্টাইল স্টেটমেন্ট দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ফ্যাশন যে এখন আর কেবলমাত্র নামি ব্র্যান্ড আর তারকাদের মধ্যে সীমাবদ্ধ নয়, মঞ্চে তাঁদের অভিব্যক্তি আর আত্মপ্রকাশ দেখে দেখে বোঝা যাচ্ছিল। অভিজাতদের চৌহদ্দি পেরিয়ে ফ্যাশন এখন সর্বজনীন। সাংস্কৃতিক বিবর্তন, আধুনিক চিন্তাভাবনা এবং প্রতিবাদের হাতিহার। রানওয়েতে ছোট ছোট বাচ্চা এবং তরুণ-তরুণীদের ফ্যাশন সেন্স দেখে মনে হচ্ছিল, শহরের বুকে এমন উদ্যোগ সত্যিই প্রয়োজন ছিল।

আরও পড়ুন – ইয়োলো শেডের ইভনিং গাউনে মিস ইউনিভার্স ফতিমা বশ


কলকাতার বুকে মেগা র‍্যাম্প শো, নজরে নতুন প্রজন্মের স্টাইল আর ফ্যাশন স্টেটমেন্ট

অ্যাথলিট প্রবীর সরকার।- নিজস্ব চিত্র।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্রীড়া জগতের পরিচিত ব্যক্তিত্ব প্রবীর সরকার। বিশেষভাবে সক্ষম এই অ্যাথলিট ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ৮ম ফেস্পিক গেমসে লং জাম্পে রৌপ্য পদক অর্জন করেন। মাত্র চার বছর বয়সে রেল দুর্ঘটনায় বাম পা হারান এই অ্যাথলিট। ডিএস প্রোডাকশন হাউসের কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জি এদিনের শো-তে প্রবীর সরকারকে তাঁর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেন।


কলকাতার বুকে মেগা র‍্যাম্প শো, নজরে নতুন প্রজন্মের স্টাইল আর ফ্যাশন স্টেটমেন্ট

মঞ্চে এই প্রজন্মের মডেলরা।- নিজস্ব চিত্র।

 

‘সেলিব্রিটি অ্যাওয়ার্ড এবং মেগা র‍্যাম্প শো’-এর তৃতীয় সিজনের ইতি টানা হয় পুরস্কার এবং শংসাপত্র বিতরণের মাধ্যমে। ফ্যাশন শো-তে অংশগ্রহণকারী নবাগত এবং অভিজ্ঞ তরুণ-তরুণীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টরা। মাথায় চোখ ঝলসানো মুকুট আর হাতে পুরস্কার নিয়ে মঞ্চের প্রজ্ঞা, পল্লবী, সোমাদের মত মডেলদের দেখে মনে হচ্ছিল ভবিষ্যতের নতুন গন্তব্যের দিকে ছুটছে ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি।

 

আরও পড়ুন – বাস কন্ডাক্টর থেকে ভারতীয় সিনেমার মেগাস্টার, কিভাবে হয়েছিল মহাতারকা রজনীকান্তের উত্থান?

ফলো করুণ-