Sunday, December 21

বিনোদন

মাথা, গোঁফ কামানো; হাতে-গলায় আদিবাসীদের মত গয়না, এ কোন রূপে ধরা দিলেন ‘স্ট্রিট ফাইটার বিদ্যুৎ জামাল’?

কিতাও সাকুরাই পরিচালিয় ছবিটি মুক্তি পাবে ১৬ অক্টোবর, ২০২৬। ইতিমধ্যে সামনে এসেছে ছবির প্রথম ট্রেলার।
মাথা, গোঁফ কামানো; হাতে-গলায় আদিবাসীদের মত গয়না, এ কোন রূপে ধরা দিলেন 'স্ট্রিট ফাইটার বিদ্যুৎ জামাল'?
'স্ট্রিট ফাইটার বিদ্যুৎ জামাল'। ছবি- ইনস্টাগ্রাম।

স্ট্রিট ফাইটার বিদ্যুৎ জামাল

রাসরি এবার হলিউডে পা বাড়ালেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামাল। তাঁকে এবার দেখা যাবে ‘স্ট্রিট ফাইটার ‘ ছবিতে। ভালো খবর তো বটেই। এখন সেই নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনা রীতিমত চরমে। শুক্রবার ছবিতে বিদ্যুতের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। আর সেই লুক এমনই যে তা দেখে একরকম ভিরমি খাওয়ার জোগাড় দর্শক থেকে তাঁর ভক্তদের।

ছবিতে ধালসিম-এর চরিত্রে অভিনয় করবেন তিনি। ফার্স্ট লুকে মুন্ডিতমস্তিষ্কে সেই চরিত্রেই অবতীর্ণ হয়েছেন তিনি। ‘স্ট্রিট ফাইটার বিদ্যুৎ জামাল’ যে লুক নিয়ে সামনে এসেছেন তা রীতিমত তাক লাগিয়ে দেবার মত। সেখানে দেখা যাচ্ছে, তাঁর মাথা এবং গোঁফ সম্পূর্ণ কামানো রয়েছে। কপালে এবং দুগালে দেখা যাচ্ছে রক্তাভ আঁচড়। হাতে, গলায় এবং কানে রয়েছে আদিবাসীদের মত ধাতব বালা এবং গয়না। পেটানো শরীরে পেশীরেখা যেন তাকিয়ে রয়েছে। মার্শাল আর্টের পোজে রয়েছেন তিনি। স্ট্রিট ফাইটার ধালসিম-এর চরিত্রে বিদ্যুতের এহেন লুক দেখে দর্শকরা চমকে উঠেছেন।

২০২৫ সালের গেম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই ছবির প্রচার প্রথম সামনে আসে। স্ট্রিট ফাইটার ছবির নামে একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও গেমও রয়েছে। সেই গেমের গল্পের নেপথ্যেই তৈরি হয়েছে এই ছবির প্লট। ১৯৯৪ সালের স্ট্রিট ফাইটার এবং ২০০৯ সালের স্ট্রিট ফাইটার: দ্য লেজেন্ড অফ চুন-লি এর পরের গেমগুলির উপর ভিত্তি করে এটি হবে তৃতীয় লাইভ-অ্যাকশন সিনেমা। কিতাও সাকুরাই পরিচালিয় ছবিটি মুক্তি পাবে ১৬ অক্টোবর, ২০২৬। ইতিমধ্যে সামনে এসেছে ছবির প্রথম ট্রেলার।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পেয়েছিল বিদ্যুৎ জামাল অভিনীত এবং প্রযোজিত ছবি ক্র্যাক। কিন্তু বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে। প্রত্যাশামত ব্যবসা করতে পারেনি সেই ছবি। একপ্রকার আর্থিক ক্ষতির মুখে পড়ে যান অভিনেতা। তবে সেই কঠিন সময় সামলে নিতে সময় লাগেনি তাঁর। তবে এবার তিনি অন্য বাজি ধরেছেন। এবার ‘স্ট্রিট ফাইটার বিদ্যুৎ জামাল’কে দেখতে পাওয়া যাবে হলিউডের পর্দায়। তাও প্রথমবারের জন্য। আর সেখানে যে তিনি মাত করবেন, তা নিয়ে যথেষ্ট আশাবাদী তাঁর ভক্তরা।

 

আরও পড়ুন – আসছে ‘বর্ডার’-এর সিক্যুয়েল, টিজার প্রকাশের আগেই সামনে এল বর্ডার ২ সিনেমার পাওয়ার প্যাকড পোস্টার

আরও পড়ুন – বাস কন্ডাক্টর থেকে ভারতীয় সিনেমার মেগাস্টার, কিভাবে হয়েছিল মহাতারকা রজনীকান্তের উত্থান?

ফলো করুণ-